ভারত-পাকিস্তান সংঘাতের কারণে উত্তর ভারতের কয়েকটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এগুলোর কার্যক্রম স্থগিত থাকবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
বিমানবন্দরগুলোর মধ্যে রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালা, জম্মু ও কাশ্মীরের লেহ, জম্মু ও শ্রীনগর, পাঞ্জাবের অমৃতসর, রাজস্থানের বিকানির এবং দিল্লি এনসিআরের হিন্ডন।
ইন্ডিগো, স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসসহ শীর্ষস্থানীয় বিমান সংস্থাগুলো জানিয়েছে, তারা সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখবে।
পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি অবকাঠামোতে সুনির্দিষ্ট হামলা চালানোর দাবি করেছে ভারত। এরপরই বিমান চলাচল পরিষেবায় এসব সিদ্ধান্ত নেওয়া হলো।
এদিকে, ভারতের হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় পাকিস্তানকে জড়িত থাকার জন্য দায়ী করেছে ভারত সরকার। সেই প্রেক্ষাপটেই এই হামলা শুরু হয়। বুধবার (৭ মে) স্থানীয় সময় রাত ১টার দিকে এই অভিযান শুরু হয়। এই অভিযানে প্রাথমিকভাবে নয়জন নিহত এবং ৩৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভারতের হামলা প্রতিহত করতে গিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। হামলার যথাযথ জবাব দেওয়ার জন্য তারাও তৈরি হচ্ছে বলে হুঁশিয়ার করেছে ইসলামাবাদ।
আমার বার্তা/জেএইচ