ই-পেপার মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

পেহেলগাম হামলায় পাকিস্তান সংশ্লিষ্টতার প্রমাণ নেই: চিদাম্বরম

আমার বার্তা অনলাইন
২৮ জুলাই ২০২৫, ১৩:৫৯

ভারত-শাসিত কাশ্মিরের পেহেলগামে হওয়া হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতা বা পাকিস্তান থেকে সন্ত্রাসীরা এসেছিল এমন প্রমাণ নেই। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধান বিরোধীদল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সাবেক ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি. চিদাম্বরম।

তার মতে, হামলায় দেশীয় সন্ত্রাসীরাই জড়িত থাকতে পারে। অন্যদিকে তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করেছে দেশটির ক্ষমতাসীন দল বিজেপি।

সোমবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের পার্লামেন্টে ‘অপারেশন সিন্দুর’ নিয়ে বিতর্কের আগে পেহেলগাম হামলা ঘিরে কংগ্রেস নেতা পি. চিদাম্বরমের এক মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, হামলায় দেশীয় সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে এবং পাকিস্তান থেকে হামলাকারীরা এসেছিল— এমন কোনও প্রমাণ নেই।

সংবাদমাধ্যম দ্য কুইন্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম বলেন, “(মোদি) সরকার বলছে না যে এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) কী তদন্ত করেছে। তারা কি সন্ত্রাসীদের শনাক্ত করেছে? তারা কোথা থেকে এসেছে? যতটুকু জানা যাচ্ছে, তারা দেশীয় সন্ত্রাসীও হতে পারে। আপনারা কেন ধরে নিচ্ছেন তারা পাকিস্তান থেকে এসেছে? (তাদের পাকিস্তান থেকে আসার) কোনও প্রমাণ নেই।”

সরকার এবং নিরাপত্তা বাহিনীর দাবি, পেহেলগামে ২৬ জন নিরীহ মানুষকে ঠাণ্ডা মাথায় হত্যা করা হামলাকারীরা পাকিস্তানের নাগরিক।

চিদাম্বরম আরও বলেন, অপারেশন সিন্দুর চলাকালে ভারতের ক্ষয়ক্ষতি সরকার গোপন করছে। তার ভাষায়, “আমি কলামে লিখেছি, যেকোনও যুদ্ধে উভয় পক্ষেই ক্ষয়ক্ষতি হয়। ভারতও নিশ্চয়ই কিছু হারিয়েছে। সেটি খোলাখুলিভাবে বলুন।”

তিনি বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনস্টন চার্চিল প্রায় প্রতিদিনই ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করতেন। তাই যদি কোনও ক্ষতি হয়ে থাকে, সেটা স্বীকার করাই উচিত। যুদ্ধ মানেই ক্ষয়ক্ষতি, এটা স্বাভাবিক। আমি মনে করি, সরকার অপারেশন সিন্দুর ঘিরে একটি মোটা পর্দা টানতে চাচ্ছে— কিন্তু সেটা চলবে না।”

চিদাম্বরম প্রশ্ন তোলেন, সরকার সংসদে এই ইস্যুতে আলোচনা এড়িয়ে যাচ্ছে কেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী কেন অপারেশন সিন্দুর নিয়ে কথা বলছেন না? সংসদ তো গণতন্ত্রের মন্দির— সেখানে বিতর্ক চলুক না কেন? প্রধানমন্ত্রী মোদি তো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন, নানা জনসভায়ও বক্তব্য রেখেছেন।”

তিনি আরও বলেন, সরকার হয়তো অস্বস্তিতে পড়তে পারে যদি প্রশ্ন ওঠে যুদ্ধবিরতির ঘোষণা কীভাবে এলো। প্রবীণ এই কংগ্রেস নেতা বলেন, “সত্যি কথা বলতে কী, যুদ্ধবিরতির ঘোষণা তো ভারত সরকার দেয়নি, ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন।”

চিদাম্বরমের এই মন্তব্যের কড়া জবাব দিয়েছে শাসক দল বিজেপি।

সিনিয়র বিজেপি নেতা অমিত মালব্য বলেছেন, “ইউপিএ আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং কুখ্যাত ‘গেরুয়া সন্ত্রাস’ তত্ত্বের মূল প্রবক্তা পি চিদাম্বরম আবারও নিজেকে গৌরবের সঙ্গে আড়াল করছেন। আবারও কংগ্রেস পাকিস্তানকে ক্লিনচিট দিতে উঠেপড়ে লেগেছে— এবার পেহেলগাম সন্ত্রাসী হামলার পর। কেন আমাদের বাহিনী যখনই পাকিস্তান-মদতপুষ্ট সন্ত্রাসবাদের মুখোমুখি হয়, তখনই কংগ্রেস নেতারা ভারতের বিরোধীদের চেয়ে ইসলামাবাদের আইনজীবীদের মতো বেশি শোনায়?”

তিনি আরও বলেন, “জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে কোনও অস্পষ্টতা থাকা উচিত নয়। কিন্তু কংগ্রেসের ক্ষেত্রে এমনটা কখনোই হয় না। তারা শত্রুকে রক্ষা করার জন্য সর্বদা পেছনের দিকে ঝুঁকে পড়ে।”

আমার বার্তা/জেএইচ

এই সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই সপ্তাহেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন

প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু ৬০ হাজারের বেশি টাকা প্রদানের ঘোষণা চীনের

জন্মহার বাড়াতে প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু বাৎসরিক ৩ হাজার ৬০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ৬১ হাজার

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক

বঙ্গোপসাগরে ভূমিকম্প, কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। গতকাল সোমবার রাত ১২টা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে মা-মেয়ের মরদেহ উদ্ধার:স্বামী পলাতক

খেলাপি ঋণের পরিমাণ প্রথমবারের মতো ৫ লাখ কোটি টাকা ছাড়ালো

গজারিয়ায় জিপিএ - ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এই সপ্তাহেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের

প্রত্যেক শিশুর জন্য মাথাপিছু ৬০ হাজারের বেশি টাকা প্রদানের ঘোষণা চীনের

ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

বিচারের পাশাপাশি রাষ্ট্রকে ঢেলে সাজাতে প্রত্যেককে ভূমিকা রাখতে হবে

আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা ফেমিনিনার ফাইনালে কলম্বিয়া

পুঁজিবাজারে বেড়েছে বৃহৎ বিনিয়োগকারীর সংখ্যা

বৃহস্পতিবারের মধ্যে জুলাই সনদের জায়গায় পৌঁছাতে পারব: আলী রীয়াজ

পুঁজিবাজার সংশ্লিষ্টদের সজাগ থাকা এবং সার্ভেইল্যান্স কার্যক্রম জোরদারের আহ্বান

জাতীয় সরকার গঠন এবং নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

বাংলাদেশ বিমান বাহিনীর অস্থায়ী মেডিকেল ক্যাম্প চলছে মাইলস্টোন স্কুলে

মানুষের নিরাপত্তা ছাড়া সংস্কার কোনো কাজে আসবে না: ফখরুল

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

ইউপিডিএফ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, একে-৪৭’সহ অস্ত্র উদ্ধার

পুঁজিবাজারে আইপিডিসি ফাইন্যান্সের মুনাফা ৪৫ শতাংশ বেড়েছে

‘পিআর পদ্ধতি বোঝেন না, তাহলে রাজনীতি করতে আসছেন কেন’

এইচএসসি পরীক্ষায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় হতাশা, বিষপানে আত্মহত্যা

মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ বাংলাদেশি আটক