ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি

আমার বার্তা অনলাইন
২১ অক্টোবর ২০২৫, ১৪:০১

দীপাবলির আতশবাজির পরদিন ঘন বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শহরের বাতাসে দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমার বহু গুণ বেশি রেকর্ড করা হয়েছে।

একইসঙ্গে ঘন ধোঁয়াশার জেরে দৃশ্যমানতাও নেমে এসেছে বিপজ্জনক পর্যায়ে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

বার্তাসংস্থাটি বলছে, ভারতের রাজধানী নয়াদিল্লি মঙ্গলবার ঘন ধোঁয়ায় ঢেকে গেছে। হিন্দুদের দীপাবলি উৎসবে লাখো মানুষ আতশবাজি ফুটিয়ে যে উচ্ছ্বাসে মেতেছিল, তার পরদিনই শহরজুড়ে বায়ুদূষণ বিপজ্জনক মাত্রায় পৌঁছায়।

মূলত সোমবার গভীর রাত পর্যন্ত আতশবাজি ফোটানোর পর ধোঁয়া ও সূক্ষ্ম কণায় ছেয়ে যায় দিল্লির আকাশ। আর এতে করে দিল্লির বাতাসের মান বিপর্যস্ত হয়ে ওঠে। মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩৫০-এর ওপরে উঠে যায়। আর এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে “অত্যন্ত গুরুতর” ও মানুষের জন্য ক্ষতিকর বলে বিবেচিত।

এছাড়া ধোঁয়ার ঘন চাদরে শহরের অনেক এলাকায় দৃশ্যমানতাও কমে যায়। রাস্তা, ভবন, এমনকি ঐতিহাসিক স্থাপনাগুলোও ধূসর কুয়াশায় হারিয়ে যায়। বেদান্ত পাচকান্দে নামে এক পর্যটক বলেন, “আমি এর আগে এমনটা কখনও দেখিনি। দূষণের কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না।”

গত সপ্তাহে ভারতের সর্বোচ্চ আদালত দিল্লিতে দীপাবলির সময় আতশবাজি নিষিদ্ধের ওপর কিছুটা ছাড় দেয়। সীমিত পরিসরে ‘সবুজ আতশবাজি’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কারণ সাধারণ আতশবাজির তুলনায় এগুলো প্রায় ৩০ শতাংশ কম দূষণ সৃষ্টি করে।

আদালত নির্দেশ দিয়েছিল, শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে নির্দিষ্ট সময়ে এগুলো ব্যবহার করা যাবে। তবে আগের মতোই বেশিরভাগ মানুষ সেই নির্দেশনা মানেনি।

নয়াদিল্লি ও তার আশপাশের মেট্রোপলিটন অঞ্চলে ৩ কোটি মানুষ বাস করে এবং প্রতি বছর শীতকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় উঠে আসে দিল্লি। মূলত দীপাবলির আতশবাজির ধোঁয়া, ঠান্ডা আবহাওয়া এবং আশপাশের রাজ্যগুলোতে কৃষকদের ফসলের খড় পোড়ানোর ধোঁয়া মিলেই বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়।

এছাড়া বায়ুদূষণ কমাতে দিল্লি প্রশাসন নির্মাণকাজে বিধিনিষেধ, ডিজেলচালিত জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কিছু পদক্ষেপ নিয়েছে। তবে পরিবেশবিদদের মতে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পরিচ্ছন্ন জ্বালানি ও যানবাহন থেকে ধোঁয়া নির্গমন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।

এমনকি সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বায়ুদূষণের কারণে ভারতে সূর্যালোকের পরিমাণও কমে যাচ্ছে।

বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী মনোজ কে. শ্রীবাস্তব বলেন, সূর্যালোক কমে যাওয়া শুধু সৌরবিদ্যুৎ উৎপাদনেই নয়, কৃষি উৎপাদন, স্থানীয় পরিবেশ এবং মানুষের স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছে।

সরকারি টাকায় ব্যক্তিগত বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি

ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ, বানানো হচ্ছে ট্রাম্পের জন্য বলরুম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন বলরুমের নির্মাণকাজ শুরু হওয়ায় হোয়াইট হাউসের ইস্ট উইংয়ের কিছু

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজের বিজয় নিশ্চিত করেছেন ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট

তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, ১ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ার এক তরুণী তেলাপোকা মারতে গিয়ে নিজের অ্যাপার্টমেন্টে আগুন লাগিয়ে ফেলেছেন। ছড়িয়ে পড়া আগুনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারকে পরামর্শ দিতে তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গঠন

চলতি মাসেই সার উৎপাদনে গ্যাসের দাম বৃদ্ধির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত

অন্তর্বর্তীকালীন সরকার পুরোপুরি পক্ষপাতদুষ্ট: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

পর্ন তারকা যুগলের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

সরকারি টাকায় ব্যক্তিগত বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনার ফুলতলায় গৃহবধূকে গলা কেটে হত্যা, যুবক আটক

ইউএস-বাংলায় যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০,বহরে এয়ারক্রাফট ২৫টি

এশিয়ান যুব গেমসে প্রথমবার পদক বাংলাদেশের মেয়েদের

জোবায়েদের খুনিদের ফাঁসির দাবিতে আদালতপাড়ায় ছাত্রদলের বিক্ষোভ

রংপুরের কোম্পানী মোড়ে পুলিশের ওপর হামলার চেষ্টা অটোচালকের

কুড়িগ্রামের যুবকের ঝুলন্ত মরদেহ মিলল রংপুরে

বাস্তবতার নিরিখে শিক্ষকদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়েছে: প্রধান উপদেষ্টা

ঢাকার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৬

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ হাজার ৯৮৮ কোটি টাকা

সাতক্ষীরায় কন্যা সন্তান জন্ম হওয়ায় হত্যা, গ্রেপ্তার মা

ভাঙা হচ্ছে হোয়াইট হাউসের একাংশ, বানানো হচ্ছে ট্রাম্পের জন্য বলরুম

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষে আহত ২০, গ্রেপ্তার ৪

মরক্কো ফুটবলে রাজা ষষ্ঠ মোহাম্মদের সুদূর প্রসারী চিন্তার প্রতিফলন

দুই শিশুকে অপহরণের পর হত্যা: ৫ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন

দেশের মানুষ এখনো প্রাপ্য অধিকার ও মর্যাদা ফিরে পায়নি: আখতার হোসেন