টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যা তাকে ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’-এর প্রথম স্থানে নিয়ে এসেছে।
হুরুন চায়না রিচ লিস্ট প্রতিবছর চীনের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে। ঝাং ইমিং এই তালিকায় ১৮তম ধনী হিসেবে স্থান পান এবং এবারই প্রথম শীর্ষ স্থানে অবস্থান করেন। এর ফলে তিনি বোতলজাত পানি ও সফট ড্রিংক প্রতিষ্ঠান নংফু স্প্রিং এর মালিক ঝং শানশানকে ছাড়িয়ে যান। ঝং গত বছর এই তালিকার শীর্ষে ছিলেন। তবে এবছর তার সম্পদ ২৪ শতাংশ হ্রাস পাওয়ায় দ্বিতীয় স্থানে নেমে গেছেন। বর্তমানে তার সম্পদের পরিমাণ ৪৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।
টিকটক যুক্তরাষ্ট্রে বিভিন্ন আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হলেও, ২০২৩ সালে বিশ্বব্যাপী বাইটড্যান্সের রাজস্ব প্রায় ৩০ শতাংশ বেড়ে ১১০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই রাজস্ব বৃদ্ধি ঝাংয়ের ব্যক্তিগত সম্পদ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।
চীনে অন্তত ১ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ রয়েছে এমন ধনীদের সংখ্যা ২০২৪ সালে কমেছে। গত এক বছরে প্রায় ১৪২ জন বিলিয়নিয়ার এই তালিকা থেকে বাদ পড়েছেন, এবং এখন চীনে মোট বিলিয়নিয়ারের সংখ্যা ৭৫৩। যা ২০২১ সালের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ কম। অর্থনৈতিক মন্দা ও পুঁজিবাজারের দুর্বল অবস্থার কারণে অনেকেই সম্পদ হারিয়েছেন, বিশেষত আবাসন খাত ও টেকসই জ্বালানি খাতে নেতিবাচক প্রভাব পড়েছে।
ঝাং ইমিং ২০১২ সালে বাইটড্যান্স প্রতিষ্ঠা করেন। যা পরবর্তীতে টিকটকের মাধ্যমে বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জন করে। ২০২১ সালের নভেম্বরে তিনি বাইটড্যান্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে ইস্তফা দেন। তবে কোম্পানির ৫০ শতাংশেরও বেশি মালিকানা তার হাতেই রয়েছে। যা তাকে এখনো কোম্পানির অন্যতম নিয়ন্ত্রক ব্যক্তিতে পরিণত করে রেখেছে।
আমার বার্তা/জেএইচ