ই-পেপার রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩

এবার একাকিত্বে ভুগলে পরিবারকে জানাবে অ্যাপ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৫

কর্মসূত্রে আজ বহু মানুষই বাড়ি থেকে অনেক দূরে একা জীবন কাটাতে বাধ্য হচ্ছেন। কেউ ভিনরাজ্যে, কেউ আবার বিদেশে। পড়াশোনার প্রয়োজনে অনেকেই অল্প বয়সেই পরিবার ছেড়ে অন্য শহরে পাড়ি দেন। আবার বহু ক্ষেত্রে দেখা যায়, বাড়িতে একা থাকেন প্রবীণ বাবা-মা।

একাকি এই জীবনযাপন সহজ নয়। যারা একা থাকেন, তাদের লড়াইটা অনেকটাই নীরব নিজেদের সমস্যার মুখোমুখি নিজেরাই হতে হয়, মানিয়ে নিতে হয় নানা কঠিন পরিস্থিতির সঙ্গে। সেখানে সবসময় পরিবার বা বন্ধুবান্ধবের সহায়তার হাত পাওয়া যায় না।

এমনও ঘটনা বহুবার ঘটেছে, একাকি বসবাসকারী কেউ অসুস্থ হয়ে পড়লেও বা বিপদে পড়লেও তা পরিবারের সদস্য কিংবা কাছের মানুষ কিছুই জানতে পারেন না। কখনো কখনো সেই অবহেলার পরিণতি হয়ে ওঠে ভয়ংকর। এই বাস্তবতাকে সামনে রেখেই এক অভিনব সমাধান নিয়ে হাজির হয়েছে অ্যাপল। একটি বিশেষ অ্যাপ নিয়ে এসেছে কোম্পানি, যার নাম ‘সাইলিমি (Sileme)’। চীনা এই শব্দের অর্থ দাঁড়ায় ‘আর ইউ ডেড?’ বা ‘আপনি কি মারা গেছেন?’

নামটি যতটা চমকপ্রদ, অ্যাপটির ভাবনাও ততটাই বাস্তবভিত্তিক। মূলত যারা একা থাকেন তাদের নিরাপত্তা ও খোঁজখবর রাখার লক্ষ্যেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি খুললেই চোখে পড়ে একটি বড় সবুজ বৃত্ত। নির্দিষ্ট সময় অন্তর ব্যবহারকারীকে সেই বৃত্তে ট্যাপ করতে হয়, যা বোঝায় তিনি নিরাপদ আছেন এবং সবকিছু স্বাভাবিক রয়েছে।

সংস্থা সূত্রে জানা গেছে, যদি কোনো ব্যবহারকারী টানা দুই দিন এই অ্যাপে চেক-ইন না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে একটি সতর্কবার্তা পাঠানো হবে তার ঘনিষ্ঠদের কাছে। বার্তায় জানানো হবে, ওই ব্যক্তি হয়তো কোনো সমস্যায় পড়েছেন বা সহায়তার প্রয়োজন রয়েছে। ফলে সময়মতো খোঁজ নেওয়া বা সাহায্য পৌঁছে দেওয়া সম্ভব হতে পারে।

তবে আপাতত এই অ্যাপটির ব্যবহার সীমাবদ্ধ রয়েছে চীনের মধ্যেই। এরই মধ্যে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ অ্যাপটি ব্যবহার শুরু করেছেন। মূলত চীনের মানুষরা বেশিরভাগই পরিবার ছেড়ে একা বসবাস করেন। ফলে কাজের চাপ, দীর্ঘদিন একা থাকা, এমনকি বৃদ্ধরা বাড়িতে একা থাকেন এবং বেশিরভাগ সময় একাকিত্বে ভোগেন। অনেকে এই একাকিত্ব থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথও বেছে নেন। কিন্তু মানুষটি যে একাকিত্বে ভুগে দুনিয়া ছেড়েছেন তাও তার পরিবারের মানুষ জানতে পারেন না।

এসব মানুষদের জন্যই মূলত অ্যাপটি সেরা হবে। যারা একা বসবাস করেন তাদের পরিবার বা ঘনিষ্ঠজনরা তাদের খবর জানতে পারবেন এখন এই অ্যাপের মাধ্যমে। তবে এটি বিনামূল্যের অ্যাপ নয়, ব্যবহার করতে হলে নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হচ্ছে ব্যবহারকারীদের। এই বিশেষ অ্যাপটির নেপথ্যে রয়েছে তিনজনের একটি ছোট দল। প্রতিষ্ঠাতাদের সবারই জন্ম ১৯৯৫ সালে।

অ্যাপটি ভাইরাল হওয়ার পর নির্মাতারা জানিয়েছেন, ভবিষ্যতে এটি আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে তাদের। বিশেষ করে বয়স্কদের কথা মাথায় রেখে যুক্ত করা হবে নতুন কিছু ফিচার, যাতে প্রবীণদের জন্য অ্যাপটি আরও কার্যকর হয়ে ওঠে।

তবে অ্যাপটির নাম নিয়েই শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারীর মতে, ‘আর ইউ ডেড?’ শব্দবন্ধটি নেতিবাচক ও মানসিকভাবে অস্বস্তিকর। তাদের প্রস্তাব, নামটি বদলে ‘আর ইউ অ্যালাইভ?’ বা ‘আর ইউ ওকে?’ রাখা হোক, যা আরও মানবিক ও ইতিবাচক বার্তা বহন করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আমার বার্তা/এল/এমই

যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারে থাকছে না আর কোনো বাধা

দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার বিষয়ে চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে। নতুন

গুগল ফটোসে এআই ফিচার দিয়ে নিজের ছবি বানিয়ে নিন নিজেই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের পরিধি আরও বাড়াতে গুগল এবার চালু করেছে নতুন মিম তৈরির সুবিধা।

নতুন মার্কিন চুক্তিতে টিকটকের অভিজ্ঞতা বদলাতে পারে কী?

যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম চালু রাখার নতুন চুক্তি হয়েছে। ফলে দেশটিতে প্ল্যাটফর্মটির ভবিষ্যৎ আপাতত নিশ্চিত। তবে

এবার ফেসবুকের মতো কভার ফটো দেওয়া যাবে হোয়াটসঅ্যাপে

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার এনে চমক দিচ্ছে মেটার মালিকানাধীন এই জনপ্রিয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুরা ফাতেহার বরকতে হবে রোগ নিরাময়

বিএনপির সরকারে আসলে দুর্নীতির টুটি চেপে ধরবে: তারেক রহমান

চট্টগ্রামের সঙ্গে আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক: তারেক রহমান

চাঁদাবাজ-দখলবাজদের শেষ দিন হবে ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

তরুণদের ভাবনায় দেশ গড়তে চায় বিএনপি: তারেক রহমান

শব্দদূষণ কমানোর দায়িত্ব আমাদের সকলের: পরিবেশ উপদেষ্টা

ঢাবির আইআরে ২৪ জন শিক্ষার্থী পেলেন চেয়ার’স অ্যাওয়ার্ড

স্নাতক পাসে নিয়োগ দেবে এসএ গ্রুপ

ক্লাসে ফিরতে শুরু করেছে শাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা

চাঁদাবাজির প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের কাছাকাছি যুক্তরাষ্ট্র

প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ফরিদপুরের ভাঙ্গায় যাবেন তারেক রহমান, বিএনপির প্রস্তুতি সভা

ইফতার ব্যবস্থাপনায় ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে সৌদি আরব

সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

উদারপন্থি গণতন্ত্র চাই, নির্ভয়ে ভোট দিন: মির্জা ফখরুল

‘পাকিস্তান না গেলে আর বিশ্বকাপই থাকবে না, সেখানে খেলবে উগান্ডা’

পাশাপাশি কবরে শায়িত সাদ্দামের স্ত্রী-সন্তান

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

জরিপে তাদের নাম এখনও পেছনে রয়েছে : বরগুনার জামায়াত প্রার্থী