তাবলীগ জামাতের দুই পক্ষের ঘটনায় জরুরি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বিগত বছরের মতো আগের মতো ইজতেমা চালু রাখা, বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি বজায় রাখার জন্যে উদ্যোগ গ্রহণ করতে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা এবং তাবলিগ জামাতের লোকজন বসবাস করার জন্য কাকরাইল মসজিদের ভেতরে আবাসিক ব্যবস্থা বন্ধ করারও আর্জি জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জাতীয় দুর্যোগময় মূহুর্তে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সমন্বয়মূলক সংগঠন আল-কুরআন ষ্টাডি সেন্টার সুপ্রিম কোর্ট বার এর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী আশরাফ উজ-জামান ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে বিবাদমান সমস্যা সমাধানে উদ্দ্যেগ গ্রহণ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও উভয় পক্ষ (জুবায়ের ও সাদ) পন্থিদের পাঁচ পাঁচ জন ব্যাক্তিকে রাখার জন্যে বলা হয়েছে।
বলা হয়েছে, বাংলাদেশ তাবলীগ জামাতের দুটি অংশ জুবায়ের ও সাদ পন্থীদের চলমান দ্বন্ধ আবারও সংঘাতে রূপ নিয়েছে। টঙ্গীর তুরাগ নদীর তীরে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রনকে কেন্দ্র করে দু’পক্ষের সংগর্ষে এক লোমহর্ষক ঘটনা গটে। এই সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।
আমার বার্তা/এমই