২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ‘গণহত্যার শিকার হওয়ার’ অভিযোগে বুয়েট শিক্ষার্থী রেহান আহসানের পক্ষে তার মা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
রোববার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রেহান আহসানের মা ইফফাত আরার অভিযোগ দায়ের করেন। তার পক্ষে প্রতিনিধিত্ব করেন অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম।
জানা গেছে, নওগাঁ শহরের মধ্যপাড়া মহল্লার ব্যবসায়ী এ কে এম মামুন আহসানের ছেলে রেহান আহসান ছিলেন বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
রেহানের মা ইফফাত আরার বলেন, মৃত্যুর পর রেহানের বন্ধুরা তাদের জানিয়েছে, তারা পুলিশ ও হেফাজতের সমর্থকদের গন্ডগোল দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে নিহত হন রেহান।
এতদিন এ বিষয়ে মামলা, অভিযোগ করার সাহস পাননি। যে কারণে আজ তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জানাতে এসেছেন বলে জানান তিনি।
আমার বার্তা/এমই