কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া ১৭ বছর বয়সী শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, তদন্ত শেষ না হলে আইন মন্ত্রণালয়ের পক্ষে কিছু করাও সম্ভব নয়।
রোববার (২০ এপ্রিল) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি ফাইয়াজের মামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। সেখানে আইন উপদেষ্টাকে জড়িয়েও নানা কথাবার্তা হয়। এই পরিস্থিতির মধ্যেই ফাইয়াজের মামলা নিয়ে কথা বললেন আসিফ নজরুল।
আসিফ নজরুল বলেন, এ মামলায় দুই জনের ১৬৪ ধারায় জবানবন্দি আছে। গত আট মাসেও কেন এই জবানবন্দি প্রত্যাহার করা হলো না, তা নিয়েও উষ্মা প্রকাশ করেন তিনি। দ্রুত তদন্ত কার্যক্রম শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা।
এসময় বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়াতে সতর্ক করে নিরপেক্ষভাবে থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, বিচার বিভাগের নানা সীমাবদ্ধতার মধ্যেই সঠিক দায়িত্ব পালন করতে হবে।
ড. আসিফ নজরুল বলেন, আগের সরকারের সময় প্রশিক্ষণ ইনস্টিটিউটে রাজনৈতিক বক্তব্যের প্রভাব থাকলেও, এখন এই প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে উপমহাদেশের অন্যান্য দেশ থেকেও প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসতে আগ্রহী হয়।
আমার বার্তা/এল/এমই