ই-পেপার বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কোনো সহায়তা চাননি: পররাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
০৬ মে ২০২৫, ১৯:৫৬

কাশ্মির ইস্যুকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে ফোন করে কোনো সহায়তা বা প্রতিক্রিয়া জানতে চাননি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

সোমবার রাতে তৌহিদ-ইসহাকের মধ্যে হওয়া টেলিফোন আলাপ নিয়ে মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

টেলিফোন আলাপের বিষয়বস্তু নিয়ে তৌহিদ হোসেন জানান, ঘটনাটা যা ঘটেছে পাকিস্তান তার ব্যাপারে কী কী পদক্ষেপ নিয়েছে সেটা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে আমাকে অবহিত করার জন্য ফোন করেছেন। তারা যা করেছেন তিনি তার বিবরণ দিয়েছেন। আমার কাছ থেকে উনি কোনো সহায়তা চাননি বা প্রতিক্রিয়া জানতে চাননি। আমি শুধু বলেছি, আমরা চাই শান্তি বহাল থাকুক।

তিনি বলেন, উত্তেজনা প্রশমনে যেন ব্যবস্থা নেওয়া হয় এবং কোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি যেন না ঘটে এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান হোক।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপের বিষয়টি দিল্লির কাছে পৌঁছাবে কিনা-জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এটা আমি জানি না। যদি দিল্লি আমার কাছে জানতে চায় আমি, ঠিক একই কথা বলব। কিন্তু তারা না চাইলে আগ বাড়িয়ে বলার দরকার নেই। যেহেতু পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমাকে ফোন করেছেন তাকে আমরা বলেছি, আমরা শান্তি চাই কোনো সংঘাত চাই না।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন জানায়, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সোমবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। টেলিফোন আলাপে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতের ভিত্তিহীন অভিযোগ এবং এক তরফা পদক্ষেপের ফলে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার বিষয়টি ভারতের স্বেচ্ছাচারী সিদ্ধান্ত বলে উপদেষ্টাকে জানান তিনি।

অপরদিকে পররাষ্ট্র উপদেষ্টা বর্তমান পরিস্থিতি নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে উদ্বেগ প্রকাশ করেন এবং উত্তেজনা হ্রাসের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সব পক্ষকে সংযম প্রদর্শনে জোর দেন বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

এসব ছাড়াও এ দুজন বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তাদের পারস্পরিক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং নিয়মিত উচ্চস্তরের যোগাযোগ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়েও আলোচনা করেন।

উল্লেখ্য, ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত ২২ এপ্রিলের এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা তৈরি হয়েছে। হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভারত।

আমার বার্তা/এমই

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর: সাখাওয়াত হোসেন

দেশের অভ্যন্তরীণ নৌ-পথসমূহের নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই না করতে নৌযান মালিকদের

ভারতীয় নাগরিকের অনুপ্রবেশে দি‌ল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সরকার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি সীমান্ত দিয়ে ৬৬ জন ভারতীয় নাগরিক ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও

উপদেষ্টাদের বিদেশ সফরের অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা

সরকারের উপদেষ্টা/মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ বা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব

মোবাইল ফোনে স্মার্ট জীবন: দেশের ৫২ শতাংশ মানুষের নিরাপত্তা বেড়েছে

বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার শুধু যোগাযোগ নয়, বরং স্মার্ট জীবনযাপনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। টেলিনর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলগামী মেয়েদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় পিতাকে কুপিয়ে গুরুতর জখম

নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর: সাখাওয়াত হোসেন

সালমান ও পরিবারের সদস্যদের শেয়ার অবরুদ্ধের আদেশ

আওয়ামী লীগকে নিষিদ্ধের আল্টিমেটাম দিল ‘জুলাই ঐক্য’

ভারতীয় নাগরিকের অনুপ্রবেশে দি‌ল্লির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে সরকার

মূল্যস্ফীতির উদ্বেগ কাটেনি, বাড়ি ভাড়া-নিত্যপণ্যের দামে অস্বস্তি

উপদেষ্টাদের বিদেশ সফরের অর্থ বরাদ্দের বিষয়ে নতুন নির্দেশনা

ঢাকা মেডিকেলে প্রশাসনের অভিযানে অবৈধ ২১ টি হুইল চেয়ার জব্দ

বিআইডব্লিউটিএ’র প্রকৌশলী রকিবুলের দুর্নীতির পাহাড়

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম মা’ছুম

সংকট মেটাতে শিল্পে বাড়তি ২৫ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সিদ্ধান্ত

মোবাইল ফোনে স্মার্ট জীবন: দেশের ৫২ শতাংশ মানুষের নিরাপত্তা বেড়েছে

পাকিস্তানের গোলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫: ভারতীয় সেনাবাহিনী

সীমানা পুনর্নির্ধারণ: ৬১ আসনের আবেদন বিবেচনায় নেবে ইসি

সংস্কার শেষ পর্যায়ে, এখনই নির্বাচনের প্রয়োজন: ফারুক

বিজিএমইএ এর ৩৫ সদস্যের প্যানেল ঘোষণা করেছে সম্মিলিত পরিষদ

খাগড়াছড়িতে অবৈধ অনুপ্রবেশকারী ৬৬ ভারতীয় নাগরিক আটক

এক ম্যাচ হাতে রেখে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের

ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি

ভারত-পাকিস্তান সংঘাত : সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ