ই-পেপার রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

৩ স্তরের খামে প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষা সম্ভব: ফয়েজ আহমদ

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩০

প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষায় ডাক বিভাগের ‘থ্রি এনভেলপ সিস্টেম’ বা তিন স্তরের খাম পদ্ধতি কার্যকরভাবে ব্যবহার করা হলে কোনো ধরনের তথ্যফাঁস বা অনিয়মের আশঙ্কা থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৮ অক্টোবর) আগারগাঁও ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের ভোটের গোপনীয়তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থ্রি এনভেলপ সিস্টেম’ (তিন খাম পদ্ধতি) অনুসরণ করলে পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্ভব। প্রথম খামটি ব্যবহার করবে ডাক বিভাগ, দ্বিতীয়টি দূতাবাস এবং তৃতীয়টি থাকবে ভোটের ব্যালট হিসেবে।

তিনি বলেন, ডাক বিভাগকে আধুনিক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে একটি ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় শহর ও গ্রামের বাড়িঘরের জন্য আলাদা করে এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউস কোড নির্ধারণ করা হবে। বর্তমানে শহরের বাড়িঘরে নাম্বার থাকলেও তা এলোমেলো এবং অগোছালো। গ্রামের ক্ষেত্রে তো এখনো সুনির্দিষ্ট নম্বর ব্যবস্থা নেই। আধুনিক ঠিকানা ব্যবস্থার মাধ্যমে আমরা দেশব্যাপী একটি ডিজিটাল ম্যাপিং করতে চাই। এতে শুধু ডাক নয়, ই–কমার্স ও আর্থিক সেবাগুলোরও কার্যকারিতা বাড়বে।

ফয়েজ তৈয়্যব জানান, যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণে প্রতিবছর অটোমেটিক ডিজিটাল অ্যাড্রেস ইনভেন্টরি প্রকাশ করা হয়। বাংলাদেশও ধীরে ধীরে সেই পথে এগোবে, তবে বিদেশি মডেল ‘কপি–পেস্ট’ নয়— বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা পাইলট পর্যায়ে শহর ও গ্রামীণ দুই জায়গাতেই কাজ শুরু করব। শহরে জিও–ফেন্সিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ঠিকানার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা হবে। গ্রামে প্রতিটি বাড়ি নয়, বরং কয়েকটি বাড়িকে একত্রে ‘বিট ম্যাপ’ আকারে চিহ্নিত করা হবে।

ডাক বিভাগের আস্থা ও জনপ্রিয়তা ফিরে আনার বিষয়ে ফয়েজ তৈয়্যব বলেন, একসময় মানুষ ডাক বিভাগে নির্ভরশীল ছিল, এখন কুরিয়ার সার্ভিসে ঝুঁকেছে। আমরা আবারও সেই আস্থা ফিরিয়ে আনতে চাই। এজন্য সেবার মান, ট্র্যাকিং ও ডিজিটাল সিস্টেমে জোর দেওয়া হচ্ছে।

ডাক জীবনবীমা প্রসঙ্গে তিনি বলেন, ডাক জীবনবীমা বহু বছর ধরে চালু আছে। এখন আমরা এটাকে নতুনভাবে প্রমোট করতে চাই। কারণ, সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে প্রিমিয়াম কালেক্ট করা হলেও সেটেলমেন্ট না হওয়ার ঝুঁকি নেই। ডাক বিভাগের কাছে মানুষের ঠিকানার ঐতিহাসিক জ্ঞান ও আস্থা আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন।

আমার বার্তা/এমই

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতির জন্য প্রতীক্ষিত এ নির্বাচনে আপনারা (ইসি) চালকের আসনে

নির্বাচন-গণভোট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে অবহিত করেছেন প্রধান

এবার নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

সবঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে

শুধু পাসের হার বৃদ্ধি যেনো শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য না হয়: পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নেই। শুধু পরীক্ষায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই হবে: প্রধান উপদেষ্টা

নির্বাচন-গণভোট সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি

যেকোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে: তারেক রহমান

চাঁদাবাজির বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বরিশালে তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ

এনসিপিসহ ৩ দল নিয়ে আত্মপ্রকাশ করলো ‘গণতান্ত্রিক সংস্কার জোট’

বিআইসিএম রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত

পেঁয়াজের দামে কারসাজিতে কৃষি কর্মকর্তারা যুক্ত থাকলে ব্যবস্থা

শিক্ষার্থীদের অবরোধ: আলোচনার পরামর্শ পুলিশের, রাজি নয় শিক্ষার্থীরা

পাকিস্তানকে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

এবার নির্বাচনী দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা

দেশি-বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আইইউবিএটিতে ক্যারিয়ার ফেস্টিভ্যাল

শুধু পাসের হার বৃদ্ধি যেনো শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য না হয়: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ আটক

‘গণতান্ত্রিক সংস্কার জোট’ নামে নতুন জোটের ঘোষণা দিলেন নাহিদ

ব্রিসবেনে ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজ জয়ের পথে অস্ট্রেলিয়া

গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা, বাস্তবায়ন করতেন মেজর তারিক

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬ জন

স্বাস্থ্য অধিদপ্তর অবরোধ করে আন্দোলনে স্বাস্থ্য সহকারীরা

নিজ বিদ্যালয়ে ৬১ বছর পর অতিথি হয়ে এলেন পররাষ্ট্র উপদেষ্টা