ই-পেপার শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

৩ স্তরের খামে প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষা সম্ভব: ফয়েজ আহমদ

আমার বার্তা অনলাইন:
০৮ অক্টোবর ২০২৫, ১৯:৩০

প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষায় ডাক বিভাগের ‘থ্রি এনভেলপ সিস্টেম’ বা তিন স্তরের খাম পদ্ধতি কার্যকরভাবে ব্যবহার করা হলে কোনো ধরনের তথ্যফাঁস বা অনিয়মের আশঙ্কা থাকবে না বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

বুধবার (৮ অক্টোবর) আগারগাঁও ডাক ভবনে বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রবাসীদের ভোটের গোপনীয়তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘থ্রি এনভেলপ সিস্টেম’ (তিন খাম পদ্ধতি) অনুসরণ করলে পোস্টাল ব্যালটের গোপনীয়তা রক্ষা করা সম্ভব। প্রথম খামটি ব্যবহার করবে ডাক বিভাগ, দ্বিতীয়টি দূতাবাস এবং তৃতীয়টি থাকবে ভোটের ব্যালট হিসেবে।

তিনি বলেন, ডাক বিভাগকে আধুনিক ও জনগণের আস্থার প্রতিষ্ঠানে রূপ দিতে একটি ডিজিটাল ঠিকানা ব্যবস্থাপনা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ব্যবস্থায় শহর ও গ্রামের বাড়িঘরের জন্য আলাদা করে এরিয়া কোড, স্ট্রিট কোড ও হাউস কোড নির্ধারণ করা হবে। বর্তমানে শহরের বাড়িঘরে নাম্বার থাকলেও তা এলোমেলো এবং অগোছালো। গ্রামের ক্ষেত্রে তো এখনো সুনির্দিষ্ট নম্বর ব্যবস্থা নেই। আধুনিক ঠিকানা ব্যবস্থার মাধ্যমে আমরা দেশব্যাপী একটি ডিজিটাল ম্যাপিং করতে চাই। এতে শুধু ডাক নয়, ই–কমার্স ও আর্থিক সেবাগুলোরও কার্যকারিতা বাড়বে।

ফয়েজ তৈয়্যব জানান, যুক্তরাষ্ট্রের মডেল অনুসরণে প্রতিবছর অটোমেটিক ডিজিটাল অ্যাড্রেস ইনভেন্টরি প্রকাশ করা হয়। বাংলাদেশও ধীরে ধীরে সেই পথে এগোবে, তবে বিদেশি মডেল ‘কপি–পেস্ট’ নয়— বরং দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হবে।

তিনি আরও বলেন, আমরা পাইলট পর্যায়ে শহর ও গ্রামীণ দুই জায়গাতেই কাজ শুরু করব। শহরে জিও–ফেন্সিং ব্যবস্থার মাধ্যমে প্রতিটি ঠিকানার ভৌগোলিক অবস্থান নিশ্চিত করা হবে। গ্রামে প্রতিটি বাড়ি নয়, বরং কয়েকটি বাড়িকে একত্রে ‘বিট ম্যাপ’ আকারে চিহ্নিত করা হবে।

ডাক বিভাগের আস্থা ও জনপ্রিয়তা ফিরে আনার বিষয়ে ফয়েজ তৈয়্যব বলেন, একসময় মানুষ ডাক বিভাগে নির্ভরশীল ছিল, এখন কুরিয়ার সার্ভিসে ঝুঁকেছে। আমরা আবারও সেই আস্থা ফিরিয়ে আনতে চাই। এজন্য সেবার মান, ট্র্যাকিং ও ডিজিটাল সিস্টেমে জোর দেওয়া হচ্ছে।

ডাক জীবনবীমা প্রসঙ্গে তিনি বলেন, ডাক জীবনবীমা বহু বছর ধরে চালু আছে। এখন আমরা এটাকে নতুনভাবে প্রমোট করতে চাই। কারণ, সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে প্রিমিয়াম কালেক্ট করা হলেও সেটেলমেন্ট না হওয়ার ঝুঁকি নেই। ডাক বিভাগের কাছে মানুষের ঠিকানার ঐতিহাসিক জ্ঞান ও আস্থা আছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান ও মহাপরিচালক এস এম শাহাব উদ্দীন।

আমার বার্তা/এমই

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

দশম গ্রেডে বেতনসহ ৩ দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে ডিএমপির ব্যাখ্যা

রাজধানীর শাহবাগে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে পুলিশের লাঠিচার্জ,

নীরবে কানাডা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

নিয়োগের প্রায় পাঁচ মাস পর অবশেষে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ফ্যাসিবাদ সরকার পালিয়ে গেছে গণমানুষের প্রতিরোধে। গত বছর ৫
  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ‘বয়কট বয়কট-ফজলে হুদা বয়কট’ শ্লোগানে শ্লোগানে উত্তাল নওগাঁ-৩ 

সেন্টমার্টিন অঞ্চলে অবৈধ ট্রলিং বোটসহ ১৯ জেলে আটক

ডিসেম্বরের শুরুতেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে: সালাহউদ্দিন

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

রোববার থেকে সারাদেশে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ ছত্রভঙ্গে ডিএমপির ব্যাখ্যা

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

৫ দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতসহ ৮ দলের

কিছু দল নির্বাচন বিলম্বিত করে ক্ষমতার স্বাদ নিতে চায়: মেজর হাফিজ

নীরবে কানাডা গেলেন সাবেক পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন

তারেক রহমানের দেশে আসার সময় জানালেন ফজলে এলাহী

প্রাসঙ্গিক থাকতে বিচার বিভাগকে অবশ্যই সংস্কার করতে হবে: প্রধান বিচারপতি

ব্যারিকেড ভাঙার চেষ্টা শিক্ষকদের, জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ফ্যাসিবাদগোষ্ঠি নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণই প্রতিরোধ করবে: আইজিপি

কলম বিসর্জন দিতে শহীদ মিনার থেকে শাহবাগে যাচ্ছেন শিক্ষকরা

পেঁয়াজের দামে লাগাম টানতে আমদানির সুপারিশ ট‍্যারিফ কমিশনের

শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা

দুই কোটি টাকা দিয়ে নিবন্ধন পেয়েছে ডেসটিনির আম জনগণ পার্টি: তারেক

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালো চলবে: গভর্নর

আসিয়ান: উচ্চশিক্ষা ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হচ্ছে পুত্রজায়া