
বাংলাদেশ সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার অফিসে সাক্ষাৎ করেন শার্লি বচওয়ে।
কমনওয়েলথ মহাসচিব জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণের উদার আতিথেয়তার জন্য তিনি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, আমাদের সাক্ষাৎকালে আমরা বাংলাদেশের জাতীয় যাত্রা এবং সবার জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে সমর্থন করতে নতুন অংশীদারত্ব নিয়ে আলোচনা করেছি।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হওয়া সাক্ষাৎ নিয়ে শার্লি বচওয়ে বলেন, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করে আমি আনন্দিত। আমরা সব বাংলাদেশি জনগণের জীবনযাত্রার মান উন্নত করার জন্য আমাদের যৌথ প্রচেষ্টায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সহযোগিতা আরও গভীর করার উপায় নিয়ে আলোচনা করেছি।
উল্লেখ্য, পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ মহাসচিব। এর মধ্যে তিনি নির্বাচন কমিশন, তরুণ প্রতিনিধিদল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি ও জাতীয় পার্টির সঙ্গে সাক্ষাৎ করেন।
আমার বার্তা/এমই

