
মালদ্বীপের পররাষ্ট্র সচিব ফাতিমাথ ইনায়ার-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম।
স্থানীয় সময় বৃহস্পতিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বাংলাদেশের রাষ্ট্রদূত পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তারা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান ঘনিষ্ট সম্পর্ক জোরদার করা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর উপায় অনুসন্ধান নিয়েও আলোচনা করেন।
আমার বার্তা/এল/এমই

