ই-পেপার বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশে লোক কাহিনীর চলচ্চিত্র

কমল চৌধুরী:
১৭ নভেম্বর ২০২৪, ১৫:০৯

বাংলাদেশের চলচ্চিত্রে লোক চাহিদার প্রভাব যথেষ্ঠ তাৎপর্যময়। উর্দু চলচ্চিত্রের আধিক্যের স্থলে লোক কাহিনীর চিত্রায়ন এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয়তা বৃদ্ধির কারণ পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে যে, ‘রূপবান’ যাত্রার আগমন আমাদের চলচ্চিত্র শিল্পকে চারভাবে প্রভাবিত করেছে।

(১) লোক ঐতিহ্যের দিকে অর্থাৎ শেকড়ের দিকে দৃষ্টি ফেরাতে পেরেছে ?

(২) যাত্রার জনপ্রিয় কাহিনীকে চিত্রায়নের মাধ্যমে সাধারণ দর্শককে বহুমুখী করতে সহায়তা করেছে।

(৩) বাংলা চলচ্চিত্রের বাজার বৃদ্ধি পেয়েছে।

(৪) উর্দু চলচ্চিত্র নির্মাণের ব্যাপারে বাঙালি পরিচালককে নিরুৎসাহিত করেছে।

১৯৬৭ সালে ‘রহিম বাদশা ও রূপবান’-এর পরিচালক সফদার আলী ভূঁইয়া ‘ঝুমুর যাত্রা’র জনপ্রিয় পালা ‘কাঞ্চনমালা’র কাহিনী চলচ্চিত্রে রূপ দেন। ‘সয়ফুলমূলক বদিউজ্জামান’-কে চলচ্চিত্রায়িত করেন পরিচালক আজিজুর রহমান (১৯৩৯)। ১৯৬৮ সালে আজিজুর রহমান নির্মাণ করেন ঝুমুরযাত্রার নন্দিত পালা ‘মধুমালা’ এবং ইবনে মিজান নির্মাণ করেন ‘রাখালবন্ধু’। রূপবানের কাহিনী নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক ই.আর. খান ‘রূপবানের রূপকথা’ নামে। ১৯৬৯ সালে ময়মানসিংহ কাহিনিভিত্তিক ‘বেদের মেয়ে’ ও ‘মলুয়া’ চিত্রায়িত হয়। ‘রূপবান’-খ্যাত পরিচালক সালাহউদ্দিন চলচ্চিত্রে রূপ দেন ‘আলোমতি প্রেমকুমার’ যাত্রাপালার কাহিনীকে।

পরিচালক ইবনে মিজান ‘আমীর সওদাগর ও ভেলুয়া সুন্দরী’ নির্মাণ করেন ১৯৭০ সালে। ১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত ‘নিমাই সন্ন্যাসী’ ও ‘লালন ফকির’ চলচ্চিত্রের কাহিনী যাত্রা-অপোরার মাধ্যমে সারাদেশে আগেই জনপ্রিয় ছিল। এদুটি চলচ্চিত্রের পরিচালক ছিলেন সিরাজুল (জ. ১৯৩৮) সৈয়দ হাসান ইমাম (জ. ১৯৩৫)। ১৯৭৬ সালে লোককাহিনি ‘কাজলরেখা’ চিত্রায়িত করেন সফদার আলী ভূঁইয়া। এ বছর চলচ্চিত্র শিল্পে একটি ঐতিহাসিক ঘটনার জন্ম হয়। মোহাম্মদ আলী মিন্টুর পরিচালনায় ‘বর্গী এলো দেশে’ যাত্রাপালার হুবহু চলচ্চিত্রের রূপ দেয়া হয়। ১৯৭৭ সালে ৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ‘সাগর-ভাসা’ নামের একট্ িলোককাহিনী চিত্ররূপ। ১৯৮৪ সালে সফদার আলী ভূঁইয়া নির্মাণ করেন ‘রসের বাইদানী’ (১৯৮৪)। এটি জনপ্রিয় ‘বেদের মেয়ে’র প্রভাবজাত। ১৯৮৫ সালের ৬৫টি চলচ্চিত্রের মধ্যে আজিজুর রহমানের ‘রঙিন রূপবান’, মতিন রহমানের (জ. ১৯৫২) ‘রাধাকৃষ্ণ’, মহম্মদ হান্নানের (জ.১৯৪৯) ‘রাই বিনোদিনী’ এবং হারুনুর রশীদের (জ.১৯৪০) ‘গুনাইবিবি’ ছিল লোককাহিনী থেকে নেয়া। ১৯৮৬ সালে ৪টি, ১৯৮৭ সালে ৩টি, ১৯৮৮ সালে ২টি, ১৯৮৯ সালে ৬টি, ১৯৯০ সালে ১টি, ১৯৯১ সালে ৩টি এবং ১৯৯২ সালে ১টি চলচ্চিত্রের মধ্যে লোকজ জীবনের অনুষঙ্গ খুঁজে পাওয়া যায়। ১৯৮৯ সাল বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। তোজাম্মেল হক বকুল পরিচালিত, মতিউর রহমান পানু (জ. ১৯৪০) প্রযোজিত এবং অঞ্জু ঘোষ (জ. ১৯৬৬) অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ চলচ্চিত্রটি এই গুরুত্বের প্রধান কারণ।

লোকজ কাহিনীর চলচ্চিত্রায়ণ নিঃসন্দেহে একটি ইতিবাচক ব্যাপার। প্রতিটি দেশের সাস্কৃতিক মূলধারার সঙ্গে লোকসংস্কৃতির গভীর সংযোগ রয়েছে। আশার কথা এই যে, চলচ্চিত্র শুরুর পর্বে লোকনাট্য এবং যাত্রার কাছ থেকে অর্র্থাৎ নিজস্ব সংস্কৃতি থেকেই উপাদান গ্রহণ করে সফলতা অর্জন করে। কিন্তু বর্তমানে চলচ্চিত্র শিল্পে হিন্দি চলচ্চিত্রের ফর্মুলা নকল করোর প্রতিযোগিতা বড় দৃষ্টিকটু হয়ে পড়েছে। দর্শকরা বেশি চলচ্চিত্র দেখতে এখন আর সিনেমা হলে যাওয়ার আগ্রহ দেখায় না। যে যাত্রা বা লোককাহিনী আমাদের দেশ থেকে আসল উর্দু চলচ্চিত্র হটিয়ে দিয়েছে, সেই যাত্রা বা লোককাহিনি নকল হিন্দি চলচ্চিত্রের প্রভাব তাড়িয়ে সুস্থ ও স্বকীয় ধারা পুনর্নিমাণ করতে পারে।

গবেষণার সুবিধার জন্য ৭টি চলচ্চিত্রকে বেছে নেয়া হয়েছে। যেগুলো লোককাহিনির ওপর ভিত্তি করে নির্মিত । এগুলো হলো সালাহুউদ্দিনের রূপবান, জহির রায়হানের বেহুলা, ইবনে মিজানের রাখালবন্ধু, দিলীপ সোমের সাতভাই চম্পা, সফদর আলী ভূইয়ার কাজলরেখা, হারুনুর রশীদের গুনাইবিবি এবং তোজাম্মেল হক বকুলের বেদের মেয়ে জোসনা।

রূপবান গ্রামবাংলা প্রচলিত ও জনপ্রিয় লোককাহিনির থেকে নির্মিত চলচ্চিত্র। রূপবান কাহিনিীতে লোকাচার ও লোকঅনুষ্ঠান হিসেবে গুরুত্ব পেয়েছে বিয়ের অনুষ্ঠান, বাসররাত, লোকবিশ্বাস প্রভৃতি। লোকসুরের আধিক্য এবং দ্বন্দ্বমুখর কাহিনির কারণে রূপবান বাঙালির লোকজীবনের চিরায়ত রূপরেখা হয়ে উঠেছে। বেহুলা চলচ্চিত্র চিরায়ত পৌরাণিক কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। পৌরাণিক কাহিনির চিত্রায়ণকে আমরা লোকজন জীবনের চিত্রায়ন বলে বিবেচনা করতে পারি। বেহুলার কাহিনী সনাতন জীবনধারায় নিবিড়ভাবে মিশে আছে। রাখালবন্ধু কাহিনিতে লোকসঙ্গীতের প্রয়োগের মাধ্যমে এই কাহিনীকে লোকজীবঘনিষ্ঠ করে তোলা হয়েছে। রাখালবন্ধু চলচ্চিত্র ফোকফ্যান্টাসিতে পূর্ণ। গ্রামের পরিবেশ, নদীতীর গরুচরানোর মাঠ, নৌকাবিলাস, পালকিযাত্রা সবকিছু মিলিয়ে লোকজন আবহ সৃষ্টির চেষ্টা রয়েছে। সাতভাই চম্পা চলচ্চিত্রে লোকজীবনের আখ্যান বর্ণিত হয়েছে। রানীদের চক্রান্তের জাল ছিন্ন করে ছয় ছেলে ও এক মেয়ে ফিরে পাওয়ার কাহিনীর মধ্য দিয়ে সত্যের জয় ঘোষিত হয়েছে। রূপকথার কাহিনি কাজলরেখায় লোকশিক্ষার কিছু উপাদান থাকায় সাধারণ মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছিল বলে ধারণা করা যায়। গুনাইবিবির পালা জনপ্রিয় কাহিনির পুর্নবিন্যস্ত চিত্ররূপ। চিত্রায়ণের প্রয়োজনে মুলকাহিনির কিছু বিচ্যুতি ঘটলেও তাতে প্রকৃত রস ও সুর নষ্ট হয়নি। এতে রূপায়িত প্রতিটি দৃশ্যই লোকজীবন থেকে নেয়। লোকগাথার রূপায়ণের কারনে গুনাইবিবি জনমনে আকর্ষণ করেছে। বেদের মেয়ে জোসনার জনপ্রিয়তার পেছনেও হয়তো বাঙালি দর্শকের ঐতিহ্যপ্রীতি ক্রিয়াশীল। সর্পবিশ্বাসও এই অঞ্চলের মানুষের সহজাত প্রবৃত্তি। লোকজ গানের সুর ও শারীরিক কসরত ও সর্বোপরি লোকজীবনের চিত্রায়ণী এই চলচ্চিত্র দর্শকপ্রিয়তা পাওয়ার কারণ হয়ে উঠেছে।

আমাদের লোককাহিনীভিত্তিক চলচ্চিত্রে বিশেষভাবে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে লোকসংগীত। বাঙালির প্রাণের এই সম্পদ লালন ও প্রচার করার ক্ষেত্রে আলোচিত চলচ্চিত্র গুলোর ব্যাপক ভূমিকা রয়েছে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যমগিুত লোকজীবনের সন্ধান করতে লোক কাহিনীভিত্তিক চলচ্চিত্রের কাছে বার বার ফিরে যেতে হয়।

অবিভক্ত বাংলার রাজধানী কলকাতা প্রশাসনিক, ব্যবসায়িক ও অন্যান্য কারণে সুবিধাজনক অবস্থান থাকায় সেখানে চলচ্চিত্র নির্মানের স্টুডিও এবং অন্যান্য সুযোগ সুবিধা গড়ে ওঠে। আর তখনকার পূর্ব বাংলা হয়ে ওঠে কলকতা, বোম্বাই, লাহোর ও ইউরোপ-আমেরিকার চলচ্চিত্রের বাজার। এমন পরিস্থিতিতে ১৯৩০ এর দশকে ঢাকার নওয়াব পরিবারের উদ্যোগে এ্যাডভেঞ্জার হিসেবে নির্মিত হয় নির্বাক স্বল্প দৈর্ঘ্য চিত্র ‘সুকুমারী’ (১৯২৭-২৮) ও পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র ‘দি লাস্ট কিস বা শেষ চুম্বন’ (১৯৩১)। ঐ দু’টি ছবির প্রিন্ট পরবর্তীতে চিরতরে হারিয়ে গেছে।

১৯৪৭ সালের আগষ্ট মাসে ভারতীয় উপমহাদেশ বিভক্তির পর নতুন রাষ্ট্র পাকিস্তানের প্রদেশ হিসেবে পূর্ব বাংলা পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) এর রাজধানী ঢাকায় সরকারীভাবে ১৯৫৭ সালে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা’ বা এফডিসি’ স্থাপিত হয় ও চলচ্চিত্র নির্মাণ শুরু হয়। এর আগে ল্যাবরেটরীহীন নির্মিত হয় তথ্যচিত্র নাজীর আহমেদের ‘ইন আওয়ার মিডস্ট, (১৯৪৮), প্রমাণ্যচিত্র ‘সালামত’ (১৯৫৪), এবং আবদুল জব্বার খানের সাবক বাংলা পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘মুখ ও মুখোশ’ (১৯৫৬)।

১৯৫৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত সময়ের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্রে কয়েকটি ধারা লক্ষনীয় যেমনঃ

১। সামাজিক চলচ্চিত্র।

২। উর্দুভাষায় নির্মিত চলচ্চিত্র (১৯৫৯-১৯৭০)।

৩। লোকগাঁথা ও রূপকথা ভিত্তিক চলচ্চিত্র।

৪। ইতিহাস ও গণআন্দোলন ভিত্তিক চলচ্চিত্র।

৫। মারদাঙ্গা চলচ্চিত্র।

৬। মুুিক্তযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।

৭। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

৮। প্রমাণ্যচিত্র।

৯। অন্যান্য চলচ্চিত্র (অশ্লীল, প্রতিহিংসাপরায়ন, কুরুচিপূর্ণ)।

কলকাতায় নির্মিত কয়েকটি চলচ্চিত্র যেমন ‘পথের দাবী’ (১৯৪৬), ‘জয়তু নেতাজী’ (১৯৪৭), ‘দেবী চৌধুরানী’ (১৯৫৯), ‘চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন’ (১৯৪৯), ‘সিরাজউদ্দৌলা’ (১৯৫২) ‘বাশের কেল্লা’ (১৯৫৩), প্রভূতিতে যুদ্ধ, বিপ্লবী চেতনা ও প্রতিরোধের ছাপ রয়েছে।

বাংলাদেশের শতকরা ৮০ ভাগ লোক কোন না কোনভাবে (সিনেমা হল বা টিভি পর্দায়) বাংলা চলচ্চিত্র দেখে থাকে। আমি ও ছোটবেলা থেকেই বাংলা চলচ্চিত্র দেখে আসছি। এক সময় বাংলা চলচ্চিত্র পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করা যেতো। মাঝখানে অবশ্য বালা চলচ্চিত্রে পাশ্চাত্যের মত অশ্লিলতা দেখা দেয়। বর্তমানে চলচ্চিত্রে অবশ্য অশ্লিলতা বহুলাংশেই কমে গেছে। চলচ্চিত্রে বর্তমানে অত্যাধুনিকতা থাকলেও সুস্থ্য বিনোদন রয়েছে। বাংলা শিক্ষনীয় চলচ্চিত্রের মাধ্যমে আমাদের সমাজ পরিবর্তনের ব্যাপক সুযোগ বিদ্যমান রয়েছে। বাংলদেশ সরকারের অনুদানে এদেশে শিক্ষনীয় আরো বহু চলচ্চিত্র নির্মাণ করা উচিত।

তথ্যসূত্রঃ বাংলাদেশের চলচ্চিত্রের পঞ্চাশ বছর লোকজীবনের উপস্থাপনা (ড.তপন বাগচী), আমাদের চলচ্চিত্র (মো: ফখরুল আলম), বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র (অনুপম হায়াৎ)।

লেখক : কমল চৌধুরী-সিনিয়র সাংবাদিক, ও কবি, ঢাকা।

আমার বার্তা/কমল চৌধুরী/এমই

বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ জিয়াউর রহমান

যে কোনো দেশের ইতিহাসে এমন এক সময় আসে যখনকার ঘটনাবলী অন্যান্য ঘটনাকে ম্লান করে দেয়।

জনগণের মতামতের ভিত্তিতেই সংস্কার করতে হবে

দেশকে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে রাষ্ট্র সংস্কার অপরিহার্য। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাষ্ট্রকাঠামো সংস্কারের

মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় অনেক পক্ষকেই ভূমিকা রাখতে হবে

মিয়ানমারে চলমান সহিংসতা বন্ধে এবং মানবিক সহায়তা ও জাতীয় সমঝোতার পথ প্রশস্ত করতে পূর্ব এশিয়া

বিশ্ব ডায়াবেটিস দিবস : লক্ষণ ও প্রতিরোধে করণীয়

বৃহস্পতিবার  বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৪।বিশ্বের বিশ্বের অন্যান্য দেশের মত আমাদের দেশেও প্রতি বছর ১৪ নভেম্বর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল

মহাখালীতে রিকশা চালকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

বিদায় বেলায় ঢাকায় আসছে বাইডেনের বিশেষ প্রতিনিধি

ধর্মের কারণে কাউকে শত্রু মনে না করার আহ্বান প্রধান উপদেষ্টার

বেতনের দাবিতে ৬ষ্ঠ দিনের মতো সড়ক অবরোধে বেক্সিমকোর শ্রমিকরা

সিরিয়ার ঐতিহ্যবাহী শহরে ইসরায়েলি হামলায় নিহত ৩৬

অংশীজনদের নিয়ে আগামী বছর জাতিসংঘের কনফারেন্স

শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, এ কথা বলেননি ট্রাম্প

বিচারের শুদ্ধতার জন্য ট্রাইব্যুনালে আপিলের বিধান রাখা হয়েছে

ঢাকার বিভিন্ন স্থানে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ

রাজধানীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত 

জনগণই সকল ক্ষমতার উৎস হয় এমন বাংলাদেশ গড়তে চাই

যুক্তরাষ্ট্রে গৌতম আদানির বিরুদ্ধে ঘুস-জালিয়াতির অভিযোগ

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

উত্তর গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত

ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

সশস্ত্র বাহিনী দিবস আজ

২১ নভেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা