ই-পেপার বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১

জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি: আমীর খসরু

আমার বার্তা অনলাইন:
২৯ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি সংগৃহীত

সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা ওখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জাতীয় সরকার করে ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সেই রাজনীতিবিদ হোক, শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা, ভাবনা, দর্শন একেবারে বদলে গেছে। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না বলে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ ছাড়া একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নিবে। আমরা সঠিক জায়গায় বিনিয়োগ করিনি। আমরা বিনিয়োগ করেছি পদ্মা সেতু ও টানেলে।

তিনি বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোনো বিনিয়োগ করিনি। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। এ দুই খাতে বিনিয়োগ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিল, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিল না। রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম।

তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতাম না। সেজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।’ জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ ও স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

আমার বার্তা/এমই

গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন

রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন বলে মন্তব্য

দ্রুত নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে: ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,

শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেওয়া বক্তব্য ও পোস্টার জাতীয়

ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চায় না বিএনপি: আমীর খসরু

বিএনপি কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে চায় না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ধর্মীয় সহিংসতা বন্ধে মোদী-মুর্মুকে চিঠি দিলেন খ্রিষ্টান নেতারা

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্স গঠন করল সরকার

পবিত্র শবে মেরাজ ২৭ জানুয়ারি

মরহুম ছায়েদ উল্লাহ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ-দোয়া অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে গাড়িচাপায় নিহত ৩

বৃহস্পতিবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

বরগুনায় দিনেদুপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

গুণগত পরিবর্তনের জন্য সংস্কার ও নির্বাচন উভয়ই প্রয়োজন

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে তিন দপ্তরে চিঠি

বছরজুড়ে ডেঙ্গুতে ৫৭৫ মৃত্যু, শনাক্ত লাখের বেশি

১৪ দিনে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র অসম্ভব নয়: রিজওয়ানা

দ্রুত নির্বাচন দিয়ে দেশকে সংকট থেকে উদ্ধার করতে হবে: ফখরুল

যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় ভিড়ের মাঝে গাড়িচাপায় নিহত ১০

প্রতিবেদনে সন্তুষ্ট সরকার, শতভাগ নিশ্চিত হতে নমুনা পরীক্ষা বিদেশে

হাসিনাকে ফেরতসহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেব

শহীদ মিনারে দেওয়া বক্তব্য জাতীয় ঐকমত্যে বাধা হতে পারে

স্ত্রীসহ সাবেক ডিএমপি কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাজধানীতে অটোরিকশা চালককে কুপিয়ে হত‍্যা

বেক্সিমকোর তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিএসইসির