ই-পেপার মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিতর্কিত অংশ-সুপারিশ বাদ দিয়ে প্রতিবেদন পরিমার্জন চায় এবি পার্টি

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব
আমার বার্তা অনলাইন:
২১ এপ্রিল ২০২৫, ১৪:৪৮

সংস্কার কমিশনকে অন্তর্ভুক্তিমূলক ও পুনর্গঠন করতে হবে উল্লেখ করে নারীবিষয়ক সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাবের বিতর্কিত অংশ ও সুপারিশগুলো বাদ দিয়ে পুরো প্রতিবেদনটি পরিমার্জনের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

সোমবার ( ২১ এপ্রিল) দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তারা বলেন, গত ১৯ এপ্রিল শনিবার ‘সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী-পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ’ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। বিভিন্ন গণমাধ্যম ও সরকারি সূত্র থেকে আমরা যতটুকু জানতে-বুঝতে পেরেছি তা হলো–

  • সংস্কার কমিশন ১৫টি বিষয়ে সংস্কার প্রস্তাব দিয়েছে।
  • এতে ৪৩৩টি সুপারিশ করা হয়েছে।
  • সুপারিশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে। ক- কিছু সুপারিশ বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করে যেতে পারবে। খ- কিছু সুপারিশ পরবর্তী নির্বাচিত সরকার করতে পারবে। এবং গ- কিছু প্রস্তাবে নারী আন্দোলনের আশা-আকাঙ্ক্ষাগুলো আলাদা করে তুলে ধরা হয়েছে।
  • কমিশনের সদস্যরা মোট ৪৩টি বৈঠক করেছেন।
  • দেশের বিভিন্ন অঞ্চলের নারী অধিকার বিষয়ক সংগঠন, উন্নয়ন সংস্থা, শ্রমিক সংগঠন, পাহাড় ও সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে ৩৯টি পরামর্শ সভা করেছেন।
  • অন্যান্য সংস্কার কমিশনের সঙ্গে ৯টি সভা করেছেন।

উপরিউক্ত তথ্যের আলোকে এবি পার্টির প্রাথমিক পর্যবেক্ষণ ও মতামত দিয়ে নেতারা বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নের আগে জনসমক্ষে তা স্পষ্টভাবে প্রকাশ করা দরকার। সুপারিশগুলো নিয়ে প্রকাশ্য আলোচনা, সমালোচনা, যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রাখা দরকার।

নারী বিষয়ক সংস্কার কমিশনটি ইনক্লুসিভ (অন্তর্ভুক্তিমূলক) ছিল না, এতে বিশেষ চিন্তা ও দর্শনের সদস্যরাই কেবল অন্তর্ভুক্ত ছিলেন। আমাদের বহুমাত্রিক নারী সমাজের প্রতিনিধিত্ব এই কমিশনে না থাকায় পুরো সংস্কার প্রস্তাবনাই একপেশে ও বিতর্কিত হিসেবে বিবেচিত হবে।

কোন সুপারিশগুলো অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করবে? কোনগুলো পরবর্তী নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে? এবং কোন সুপারিশগুলোর মাধ্যমে নারী আন্দোলনের আশা-আকাঙ্ক্ষা আলাদা করে তুলে ধরা হয়েছে তা পরিষ্কার নয়।

তারা বলেন, সুপারিশমালায় বিয়ে-তালাক, উত্তরাধিকারে সমান অধিকার, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা, শ্রম আইন সংশোধন করে যৌনকর্মীদের মর্যাদা ও শ্রম অধিকার নিশ্চিত করাসহ বেশকিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যা বাংলাদেশের সমাজ, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধের বিবেচনায় খুবই সংবেদনশীল। এসব বিষয়ে অতীতেও পাশ্চাত্য সমাজ সংস্কৃতির আদলে বহু পরিবর্তন প্রস্তাব নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়েছে কিন্তু আমাদের সমাজ কাঠামো ও ধর্মীয় ঐতিহ্য ভিত্তিক ব্যবস্থাপনাকে উত্তম হিসেবে সংখ্যাগরিষ্ঠ মানুষ বিবেচনা করেছে। অতএব বর্তমান সময়ে এ ধরনের প্রস্তাব আলোচনা নতুন করে এনে বিতর্ক ও বিশৃঙ্খলার জন্ম দেওয়া মোটেও কাঙ্ক্ষিত নয়।

সুপারিশে ধর্ষণের শিকার হওয়া অন্য লিঙ্গের মানুষের বিচার ও আইনশৃঙ্খলা নিশ্চিতে আইনে ধর্ষণ ধারায় সংস্কার আনা, যেকোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারীবিদ্বেষী বয়ান, বক্তব্য ও ছবি পরিবেশন থেকে বিরত থাকা, নারীর প্রতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ ও যথাযথ সংবেদনশীল আচরণ ও দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সামাজিক সচেতনতা বিষয়ক কর্মসূচি নেওয়া, সরকারি প্রতিষ্ঠানের মতো সব প্রতিষ্ঠানে মাতৃত্বকালীন ছয় মাস ছুটি দেওয়া এবং পূর্ণ বেতনসহ পিতৃত্বকালীন ছুটি দেওয়া, প্রতিষ্ঠানগুলোতে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনসহ যেসব প্রয়োজনীয় সুপারিশ রয়েছে আমরা তাকে সাধুবাদ জানাই।

নেতারা বলেন, সংস্কার কমিশনকে অন্তর্ভুক্তিমূলক করে পুনর্গঠন ও সংস্কার প্রস্তাবের বিতর্কিত অংশ ও সুপারিশগুলো বাদ দিয়ে পুরো প্রতিবেদনটি পরিমার্জন করা দরকার।

বাংলাদেশের দুর্বল সমাজ কাঠামো, অশিক্ষা, কুসংস্কার এবং দারিদ্র্যের কশাঘাত আমাদের নারী সমাজকে নানাভাবে পিছিয়ে রেখেছে। অপসংস্কৃতির নোংরা প্রভাবে নারীরা ভোগ্যপণ্য হিসেবে চিত্রিত হচ্ছে। ধর্মীয় গোঁড়ামির একটা নেতিবাচক মনোবৃত্তিও কোথাও কোথাও নারী বঞ্চনার কারণ। কিন্তু সেসব বিষয়কে পাশ কাটিয়ে নারী অধিকারের প্রতিবন্ধকতা হিসেবে মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ এবং বিশ্বাসকে বার বার মুখোমুখি দাঁড় করানোর একটা প্রবণতা আমরা বহুদিন ধরে লক্ষ্য করছি। এটা আমাদের জাতীয় উন্নয়ন ও সংহতির জন্য হুমকি স্বরূপ। আমরা আশা করি সংশ্লিষ্টরা এ ধরনের ভুল ও হীন ষড়যন্ত্রমূলক তৎপরতা থেকে সরে আসবেন।

২০১৩ সালে নারী নীতিমালার নাম করে যে উদ্ভট প্রস্তাবনা দেওয়া হয়েছিল তা অনেকেরই স্মৃতিতে বিদ্যমান। সেসময় এটাকে কেন্দ্র করে অযথা একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। আমরা আশা করি সরকারসহ সব মহলের সে বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি।

জাতীয় সংসদকে ৬০০ আসনে উন্নীত করা ও নারীদের জন্য ৩০০ আসন সংরক্ষিত করে সরাসরি নির্বাচনের প্রস্তাবটি খুবই বিপ্লবী প্রস্তাবনা বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব সংরক্ষণের নির্দেশনা এখনো কোনো দল পরিপূর্ণ অনুসরণ করতে পারেনি। সে বিবেচনায় নির্বাচন সংস্কার কমিশন ১০০ নারী আসনে সরাসরি নির্বাচনের যে প্রস্তাব দিয়েছে তা পরীক্ষামূলকভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা পর্যায়ক্রমে নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে অগ্রসর হতে পারি।

কমিশনের প্রতিবেদনে আরও কিছু ত্রুটি ও দুর্বলতা রয়েছে, যা এবি পার্টির পক্ষ থেকে আরও বিশদভাবে অবহিত হয়ে এবং পর্যালোচনা করে পরে তুলে ধরা হবে বলে নেতারা জানান।

আমার বার্তা/এমই

ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কোনো বাধা দেখি না: নজরুল ইসলাম

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা

ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

ঢাকা-৫ আসনের সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ

এবার লন্ডনে বিয়ের অনুষ্ঠানে আ.লীগের পলাতক মন্ত্রী-এমপিরা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী-এমপিরা দেশ ছেড়ে

দুর্ঘটনার শিকার এনসিপি নেতা মাহিন সরকার, যা জানা গেল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (২০ এপ্রিল)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগকে নিষিদ্ধের দাবি, আশার বাণী শোনাতে পারেননি আসিফ নজরুল

৩৩ বছরে কতজন পেলেন রাষ্ট্রপতির ক্ষমা, জানতে চেয়ে রুল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনে কোনো বাধা দেখি না: নজরুল ইসলাম

ডিজিএফআই সাবেক মহাপরিচালকসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মুরগি ও ডিম উৎপাদন বন্ধের ঘোষণা প্রত্যাহার

আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাতার গেলেন প্রধান উপদেষ্টা

উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওএসডি

সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

ভ্যাটিকানের বাইরে সমাহিত হবেন পোপ ফ্রান্সিস, ৯ দিনের শোক

বনানীতে আন্দোলনরত ব্যাটারিচালিত রিকশাচালকদের ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন

আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার

শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ

ছাত্রদলনেতা পারভেজ হত্যার বিচার চেয়ে জবি ছাত্রদলের বিক্ষোভ

মানব সভ্যতার টেকসই উন্নয়নের মধ্য দিয়েই পালিত হচ্ছে বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস

বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন চালু করবে পুলিশ

সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন নিষিদ্ধ

কারাগারে পলকের সেলে নেই আলো বাতাস, পড়ে বৃষ্টির পানি: আইনজীবী