ই-পেপার রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

বরিশাল বিভাগে ৫ মাসেও বিএনপির পুনর্গঠন কার্যক্রমে অগ্রগতি নেই

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৫, ১৩:৫৯

বরিশাল বিভাগে বিএনপির সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের উদ্যোগ শুরু হয়েছিল গত জানুয়ারিতে। লক্ষ্য ছিল তিন মাসের মধ্যে বিভাগের আট সাংগঠনিক জেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে তৃণমূল পর্যন্ত দলীয় কার্যক্রম গতিশীল করা। কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেলেও সে কার্যক্রমে কোনো অগ্রগতি নেই।

এখন পর্যন্ত একটি জেলাতেও সম্মেলন না হওয়া তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। বেশির ভাগ জেলা, উপজেলা ও ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি না থাকায় দলীয় শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। বরিশাল মহানগর ও কয়েকটি জেলার নেতারা হতাশা প্রকাশ করে বলেন, ইতিমধ্যে বর্ষা মৌসুম শুরু হয়ে গেছে, এই সময়ে সম্মেলন আয়োজন বেশ কঠিন। ফলে আগামী শুষ্ক মৌসুমের আগে এসব সম্মেলন সম্পন্ন করা যাবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।

অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সেখানে সম্মেলন আয়োজন নিয়েও অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

গত ২৩ জানুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বরিশাল বিভাগের আটটি সাংগঠনিক জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। পৃথক দুটি চিঠিতে এসব কমিটির অনুমোদন দেন দলের ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আবদুল আউয়াল মিন্টু এবং সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। এ লক্ষ্যে পাঁচজন তরুণ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দিয়ে জেলায় জেলায় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। তাঁদের তিন মাসের মধ্যে কমিটি পুনর্গঠন সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়।

বরিশাল মহানগরের আহ্বায়ক মনোনীত হন বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান মামুন। বরিশাল দক্ষিণ ও ঝালকাঠির দায়িত্ব দেওয়া হয় আরেক কেন্দ্রীয় সদস্য হায়দার আলী লেলিনকে। বরিশাল উত্তর জেলার দায়িত্বে দেওয়া হয় কেন্দ্রীয় সদস্য দুলাল হোসেনকে। এ ছাড়া ভোলার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহকে, পিরোজপুর ও বরগুনার দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় সদস্য ও সাবেক ছাত্রদল নেতা কাজী রওনাকুল ইসলাম টিপুকে। তবে পটুয়াখালীতে সম্মেলনের দায়িত্ব বর্তমান আহ্বায়ক কমিটিকেই দেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, এসব নেতারা দায়িত্ব পাওয়ার পর সংশ্লিষ্ট জেলা ও উপজেলায় একাধিক সভা-সমাবেশ করলেও কোনো ইউনিটেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেননি। এমনকি প্রস্তুতিমূলক কার্যক্রমও চোখে পড়ার মতো নয়। এতে তৃণমূল পর্যায়ে আস্থার সংকট তৈরি হয়েছে।

তিনটি জেলার অন্তত সাতজন সাবেক নেতা প্রথম আলোকে বলেন, গত দেড় দশকে বিএনপি নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। প্রতিকূল পরিবেশে সাংগঠনিক দুর্বলতাও প্রকট হয়েছে। আওয়ামী লীগ সরকারের দমনপীড়নে দলের নেতা–কর্মীরা রাজপথে দাঁড়াতে পারেননি। মামলা ও গ্রেপ্তারের ভয়ে তাঁরা পরিবার ছেড়ে পালিয়ে বেড়িয়েছেন। গত বছরের ৫ আগস্টের পর নতুন বাস্তবতায় বিএনপির নেতা–কর্মীরা আবার সক্রিয় হয়েছেন। তবে দুর্বল কাঠামোর কারণে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণহীনভাবে চলছেন তাঁরা। জেলা ও উপজেলাগুলোর কোথাও পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ‘চেইন অব কমান্ড’ কার্যকর হচ্ছে না।

জানতে চাইলে ভোলা জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমরা ভোলায় ইতিমধ্যে কয়েক দফা সভা করেছি। আশা করি, শিগগিরই উপজেলা কমিটিগুলো গঠন করতে পারব। জুলাইয়ের মধ্যেই জেলা কমিটিও গঠনের পরিকল্পনা রয়েছে।’ রমজান, ঈদসহ নানা দলীয় কর্মসূচির কারণে সময়মতো সম্মেলন আয়োজন সম্ভব হয়নি বলে দাবি করেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।

তৃণমূলের ভোটে কমিটি গঠন করা হবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা আলোচনা ও মতামতের ভিত্তিতে কমিটি গঠনের চেষ্টা করব। প্রয়োজনে ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নেব। তবে যেভাবেই হোক, গণতান্ত্রিক পদ্ধতিই অনুসরণ করা হবে।’

দলের একাধিক সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তরুণদের হাতে নেতৃত্ব দেওয়ার উদ্যোগ নিলেও স্থানীয় কেন্দ্রীয় নেতাদের একটি অংশ নিজেদের আধিপত্য ধরে রাখার প্রয়াস চালাচ্ছেন। তাঁরা চান, তাঁদের ঘনিষ্ঠরা জেলা–উপজেলা কমিটির নেতৃত্বে আসুক। ফলে পাঁচ মাসেও কাউন্সিল না হওয়ার পেছনে এটি একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

সম্মেলন প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এ অঞ্চলের জ্যেষ্ঠ নেতারা প্রক্রিয়াটি সহজভাবে নিচ্ছেন না। এটা আমাদের জন্য শুরু থেকেই একটি চ্যালেঞ্জ ছিল। তবে দলীয় স্বার্থে সবাইকে নিয়েই ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি।’

প্রকাশ্যে দ্বন্দ্বে মহানগরের নেতারা

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। এখনো নগরের ৩০টি ওয়ার্ডে নতুন কমিটি গঠিত হয়নি। এমনকি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমও শুরু হয়নি।

দলীয় সূত্র জানায়, গত ৫ এপ্রিল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ও সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার এক বিজ্ঞপ্তি বিলুপ্ত ৩০টি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আটটি টিম গঠনের কথা জানান। এতে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্য মিলিয়ে ৩৯ জন নেতাকে দায়িত্ব দেওয়া হয়। তবে একই দিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আফরোজা নাসরিন এক পাল্টা বিজ্ঞপ্তিতে এই উদ্যোগের বিরোধিতা করে কমিটি প্রত্যাখ্যান করেন। এরপর থেকে আফরোজা নাসরিন দলীয় কর্মসূচি নিজের সমর্থকদের নিয়েই পালন করছেন।

এ বিষয়ে আফরোজা নাসরিন প্রথম আলোকে বলেন, ‘দলীয় কোনো কর্মসূচিতে আমাকে ডাকা হয় না। নতুন সদস্য ফরম বিতরণেও অনিয়ম হয়েছে।’ এ নিয়ে তিনি কেন্দ্রীয় কমিটিতে লিখিত অভিযোগ করেছেন।

অন্যদিকে মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আফরোজা নাসরিন তাঁর পদমর্যাদার বাইরে গিয়ে নিজেই বিজ্ঞপ্তি জারি করছেন, যা দলীয় শৃঙ্খলা লঙ্ঘন। তাঁকে বারবার ডাকা হলেও তিনি অংশগ্রহণ না করে আলাদা কর্মসূচি পালন করেন।’

মনিরুজ্জামান খান আরও বলেন, ‘আমরা নতুন সদস্য ফরম ছাড়ার প্রস্তুতি নিচ্ছি। কয়েক হাজার নতুন সদস্য সংগ্রহ ও পুরোনোদের সদস্যপদ নবায়ন করতে হবে। এতে সময় লাগবে। তবে জুলাইয়ের মধ্যে সম্মেলন আয়োজনের চেষ্টা চলছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে বরিশাল বিভাগে দায়িত্বপ্রাপ্ত বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘নানা কারণে নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন সম্পন্ন করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট আহ্বায়কেরা সময় চেয়েছেন, আমরাও সময় দিয়েছি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে সব কটি সম্মেলন শেষ করা যাবে।’

আঞ্চলিক জ্যেষ্ঠ নেতারা সম্মেলন আয়োজনে বাধা হয়ে দাঁড়াচ্ছেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের চ্যালেঞ্জ তো আছেই। তবে এসব চ্যালেঞ্জ অতিক্রম করেই সংগঠনকে গতিশীল করতে হবে। অনেক দিন সম্মেলন হয়নি। নেতৃত্ব বিকাশে সম্মেলন জরুরি। আমরা সে লক্ষ্যে কাজ করছি।’

আমার বার্তা/এল/এমই

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

ঢাকা শহরে ১০ জন বিজ্ঞ ব্যক্তির চেয়ারে বসে মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব তাদেরকে (সংস্কার কমিশন)

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির

জরুরি অবস্থা জারিতে বিরোধী দলীয় নেতারও মতামত নিতে হবে: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, জরুরি অবস্থা জারিতে মন্ত্রিপরিষদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়াল বাংলাদেশ

৩২৯ টেকনিক্যাল স্কুল নির্মাণে বছরে সনদ পাবে ৩ লাখ ৫৫ হাজার শিক্ষার্থী

মানুষের ভাগ্য নির্ধারণের দায়িত্ব কমিশনগুলোকে কেউ দেয়নি: খসরু

কর্মস্থল থেকে উধাও পুলিশের ৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বরখাস্ত

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না: ফখরুল

ওয়েস্ট এন্ড হাই স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নেওয়াজ আলীকে সংবর্ধনা

উলফার ঘাঁটিতে ড্রোন হামলা: মিয়ানমারে ১৯ সদস্য নিহতের দাবি

অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বিরুদ্ধে চার্জশিট

দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না সিএনজি চালকরা

কোনো ব্যক্তি বা দলের চরিত্রহনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়

ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ ঘোষণা করবে বাংলাদেশসহ ২০টির বেশি দেশ

৭ম দিনের এইচএসসি পরীক্ষায় ১৭ হাজার অনুপস্থিত, বহিষ্কার ১৮ জন

ডেঙ্গুজ্বরে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪২০ জন

ফের হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার শতবর্ষী মাহাথির মোহাম্মদ

জুলাই শহীদ দিবস উপলক্ষে বেরোবিতে সার্বিক নিরাপত্তা জোরদার

ইউরোপে যাওয়ার স্বপ্ন ভাঙল ২শ’ তরুণের

সুন্দরবনের বনকর্মীদের ওপর হামলা, আহত ২

চুক্তিভিত্তিক বাণিজ্যে স্বচ্ছতা আনতে ইউআরসি বাধ্যতামূলক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৫ পদে চাকরি