ই-পেপার বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

জুলাই সনদকে মূলনীতিতে অন্তর্ভুক্তির কথা বলা ‘বিভ্রান্তিমূলক’

আমার বার্তা অনলাইন
১১ জুলাই ২০২৫, ১৫:৩৪

জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলাকে ‘বিভ্রান্তিমূলক’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, জুলাই সনদের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে আরও সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে তো সংস্কারবিরোধী কোনো কথা বলা হয়নি, সংস্কারের পক্ষেই বলা হয়েছে। কিন্তু জুলাই সনদকে মূলনীতির মধ্যে নিতে হবে, এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণও বিভ্রান্ত হচ্ছে। আপনারা জনগণকে কেন এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এসব না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিন। সেটিই হবে সবচেয়ে বড় কাজ।

শুক্রবার (১১ জুলাই) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া পরিষদের উদ্যোগে সংগঠনটির সভাপতি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কুদ্দুসের রোগমুক্তি কামনায় দুস্থদের মাঝে জায়নামাজ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে ‘বিএনপি একমত নয়’ বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই-আগস্ট ছাত্র গণঅভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ আনা যেতে পারে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ঘোষণাপত্র লিটারেচার হিসেবে, ডকুমেন্টারি হিসেবে আর্কাইভে থাকে, সংবিধানে অন্তর্ভুক্ত থাকে না। ’৭২-এর সংবিধানে স্বাধীনতার ঘোষণাপত্রকে সংযুক্ত না করা এটা প্রমাণ করে যে, কোনো ঘোষণাপত্র সংবিধানের অংশ হয় না।

দেশে অর্থনীতির কঠিন ও করুণ অবস্থা চলছে মন্তব্য করে রুহুল কবির রিজভী বলেছেন, এটি শুধু মুখের কথা নয়। সামনে সেপ্টেম্বর-অক্টোবর মাসে দেশে দুর্ভিক্ষ হয় কি না এটিই এখন মানুষের মনে মনে। দুর্ভিক্ষের আলামত যদি আমরা দেখতে পাই শুনতে পাই তাহলে তো জনগণ আমাদের ছেড়ে দেবে না।

বিএনপি দীর্ঘদিন ধরে বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছে মন্তব্য করে তিনি বলেন, আমরা বৃহত্তর আদর্শের জন্য লড়াই করছি। মানবিক সাম্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করছি। আইনের শাসনের জন্য লড়াই করছি। যার জন্য দরকার চিরায়ত গণতন্ত্র প্রকৃত গণতন্ত্র খাটি গণতন্ত্র। এটি বৃহত্তর আদর্শের লড়াই, যেখানে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে। সেই মালিকানা আটকে রাখা তো বড় ধরনের ফ্যাসিবাদকে প্রশ্রয় দেওয়া।

তিনি আরও বলেন, জনগণের সরকার ক্ষমতায় থাকলে প্রতিটি পদে জনগণের কাছে জবাবদিহি করতে হয়। এখন সেই জবাবদিহি নেই। অন্তর্বর্তী সরকারকেও আমরা মনে করি জনসমর্থিত, কারণ সব রাজনৈতিক দল শুধু আওয়ামী লীগ আর তাদের কয়েকটি দোসর ছাড়া সবাই এই সরকারকে সমর্থন দিয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সমর্থন করে যাচ্ছি। কিন্তু এটাও তো ঠিক, দুর্ভিক্ষের আলামত দেখতে পেলে, শুনতে পেলে জনগণ আমাদের ছেড়ে দেবে না।

বিএনপির এ মুখপাত্র বলেন, আজ অসংখ্য গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। মানুষ কর্মহীন হচ্ছে। মানুষ যদি খাবার কিনতে না পারে তাহলে কিন্তু দুর্ভিক্ষের আলামত তৈরি হবে। এই আলামত তৈরি হলে কেউই কিন্তু রেহাই পাবে না। তখন হাততালি দেবে ওই পতিত ফ্যাসিস্টরা।

রিজভী বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে হবে এটা ঠিক, পাশাপাশি কর্মসংস্থান না বাড়ালে জনগণ কিন্তু কাউকে রেহাই দেবে না, কাউকে কিন্তু ছেড়ে দেবে না। এ কথাগুলো ভাবুন, চিন্তা করুন। শুধু শিশুদের মতো ‘ওই চকলেট আমাকে পেতেই হবে, ওই খেলনাটা আমাকে দিতেই হবে’ এরকম গো ধরে থাকলে পার পাবেন না। এতে গণতন্ত্রেরও সর্বনাশ হবে, প্রকৃত গণতান্ত্রিক চর্চা মুখ থুবড়ে পড়বে এবং আমরা একটি দীর্ঘস্থায়ী অগণতান্ত্রিক শক্তির কাছে জিম্মি হয়ে পড়বো।

সংস্কার কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে বিএনপির ৩১ দফার মধ্যে প্রায় অনেক জিনিসই প্রতিফলিত হয়েছে। জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্রের অনেক বিষয় বিএনপি গ্রহণ করেছে। কিন্তু এটি মূলনীতির মধ্যে নিতে হবে কেন? যুগে যুগে দেশে আরও সংস্কার হবে। সংস্কার কোনো থাই পর্বতমালার মতো স্থির বিষয় নয়, এটি একটি গতিশীল ব্যাপার।

তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে যখন যে সংস্কার প্রয়োজন হবে গণতন্ত্রের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে জনগণের স্বার্থে তখন সেই সংস্কার করে আইন প্রণয়ন হবে। এটিই তো গণতান্ত্রিক সংবিধানের নিয়ম। কিন্তু এটিকে (জুলাই সনদ বা ঘোষণাপত্র) মূলনীতির মধ্যে নিতে হবে, এগুলো বলে তো বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এতে জনগণও বিভ্রান্ত হচ্ছে। আপনারা জনগণকে কেন এভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? এসব না করে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফেরত দিন। সেটিই হবে সবচেয়ে বড় কাজ।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ড. শফিকুল ইসলাম, মহাসচিব ড. এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দল্লাহহিল মাছুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদস্যসচিব মোয়াজ্জেম হোসেন ও যুগ্ম আহ্বায়ক শামসুল।

আমার বার্তা/জেএইচ

১১ মাসেও নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া জনগণের প্রত্যাশা পরিপন্থি

বর্তমান সরকারের ক্ষমতায় আসার ১১ মাস পার হলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, যা জনগণের

খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনীর সন্তান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই

সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না: আমিনুল হক

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ‘পতিত

বিএনপিসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাতীয় পার্টি

নির্বাচনে অংশগ্রহণ করা অপরাধ হলে, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণের দায়ে বিএনপি ও ইসলামী আন্দোলনসহ ৩১টি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার সমস্যা নেই

১০টির বেশি সিম থাকলে ধাপে ধাপে বন্ধ করে দেবে বিটিআরসি

১১ মাসেও নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া জনগণের প্রত্যাশা পরিপন্থি

মানিকগঞ্জে সেলাই মেশিন বিতরণে অনিয়মের অভিযোগ

বেলুচিস্তান কেন এত গুরুত্বপূর্ণ?

ছয় মাসে ঢাকায় ১২১ খুন, ২৪৮ ছিনতাই, ৩৩ ডাকাতি ও ১০৬৮ চুরি: ডিএমপি

তাবলিগের দুই পক্ষের বিবাদ মেটাতে কমিটি হচ্ছে: ধর্ম উপদেষ্টা

নিমপাতার যত উপকারিতা

অন্তর্বর্তী সরকারের এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে: দেবপ্রিয়

খালেদা জিয়া সুস্থ আছেন, তিনি নির্বাচন করবেন: আবদুল আউয়াল মিন্টু

ঢাকায় ২৪ ঘণ্টায় ১৮৬ জন গ্রেপ্তার, ১০ হাজার ইয়াবা উদ্ধার

মহাসড়কে বসে সাংস্কৃতিক প্রতিবাদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের

চাঁদাবাজি : রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

সত্য বললে আর মামলা-নির্যাতন হবে না: আমিনুল হক

হত্যা মামলায় ২ দিনের রিমান্ডে সোলায়মান সেলিম

মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল বাংলাদেশ

বিএনপিসহ ৩১টি দলের নিবন্ধন বাতিল হওয়ার যোগ্য: জাতীয় পার্টি

তীব্র স্রোতে নদীর পানি বৃদ্ধিতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ চলাচল ব্যাহত

বিশ্বের ৬ষ্ঠতম শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া টিকটক থেকে যেভাবে আয় করবেন