ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্ধারিত ‘একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা-২০২৫’ অনুযায়ী ভর্তির কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী-তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপে বুধবার (৩০ জুলাই) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরু করা হবে।
আবেদন করতে জিপিএ কত লাগবে
মাইলস্টোন কলেজে আবেদন করতে ন্যূনতম জিপিএ নির্ধারণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনে ভর্তির আবেদন করতে ন্যূনতম জিপিএ-৪ থাকা লাগবে।
তবে ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে ন্যূনতম জিপিএ-২ থাকলেই শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়া মানবিক শাখার শিক্ষার্থীদেরও ন্যূনতম আবেদন যোগ্যতা জিপিএ-২ লাগবে।
কোন শাখায় আসনসংখ্যা কত
বিজ্ঞান বিভাগে বাংলা ভার্সনে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৭০০ শিক্ষার্থী। বিজ্ঞানের ইংরেজি ভার্সনে ৫৩০ জন শিক্ষার্থীকে ভর্তি করানো হবে।
ব্যবসায় শিক্ষা বিভাগের বাংলা ভার্সনে ৪৫০ এবং ইংরেজি ভার্সনে ১০০টি আসন রয়েছে। এছাড়া মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভার্সনে ৫০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
আবেদন শুরু কবে, পছন্দক্রম যেভাবে
অনলাইন আবেদন প্রক্রিয়া তিনটি ধাপে নেওয়া হবে। প্রথম ধাপে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট আবেদন করা যাবে, যার নিশ্চায়ন ২০ থেকে ২২ আগস্ট। দ্বিতীয় ধাপে ২৩ থেকে ২৫ আগস্টের আবেদন নিশ্চিত করতে হবে ২৯ ও ৩০ আগস্ট। তৃতীয় ধাপে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আবেদন করে ৩ ও ৪ সেপ্টেম্বর নিশ্চায়ন করা যাবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মাইলস্টোনে ভর্তির আগ্রহ থাকলে অবশ্যই প্রতিষ্ঠানটিকে পছন্দক্রমে প্রথম পছন্দ হিসেবে নির্বাচন করতে হবে। অনলাইন আবেদনপত্রে সর্বনিম্ন পাঁচটি কলেজ পছন্দক্রমে উল্লেখ করা বাধ্যতামূলক। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
আমার বার্তা/এল/এমই