অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের সার্বিক পরিস্থিতি ও গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী ঘোষণা বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।
নুর বলেন, অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আমাদের স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা দাবি জানাচ্ছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হোক।
তিনি অভিযোগ করেন, ‘রাজনীতিতে ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা চলছে। আর সরকার পদে পদে আমাদের লাঞ্ছিত ও বঞ্চিত করেছে।’
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা দায়িত্বপ্রাপ্ত কেউ যেন নির্বাচনে অংশ নিতে না পারেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেয়ারও দাবি জানান তিনি। এছাড়া নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকেও ঢেলে সাজানোর দাবি জানান নুর।
দেশের প্রশ্নে করিডোর, বন্দর, জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পুনর্বিবেচনারও আহ্বান জানান গণ অধিকার পরিষদ সভাপতি।
আমার বার্তা/এল/এমই