পবিত্র মাহে রমজানে প্রতি বছরের মতো, এবারের রমজানেও মালদ্বীপে প্রবাসীদের সম্মানে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) মালদ্বীপে অবস্থানরত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে দূতাবাস ভবনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বে রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
একইসঙ্গে, ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ উপস্থিত প্রবাসীদের সঙ্গে সমসাময়িক গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়েও আলোচনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মাকসুদুর রহমান, ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেডের সিইও মো. বাবুল হোসেন, স্টার এপিয়ারেলস ইনভেস্টমেন্ট প্রাইভেট লিমিটেডের সিইও মো. আলতাফ হোসেন, মুক্তার হোসেন এবং অন্যান্য বাংলাদেশি ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
ইফতার মাহফিলের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ন রাখার জন্য সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানাই।
মালদ্বীপে বসবাসরত সকল প্রবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সমুন্নত রাখতে হবে এবং ভবিষ্যতেও এমন ইফতার মাহফিলের ধারাবাহিকতা বজায় রাখার আশা ব্যক্ত করেন তিনি।
আমার বার্তা/এমই