ই-পেপার রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩

ডিজিএম হেলাল উদ্দিনের নিষিদ্ধ সংগঠন  আওয়ামী কানেকশন

সরকারি প্রতিষ্ঠান যমুনা অয়েলে তেল চুরি পর্ব -৫
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫, ১২:৪৮
আপডেট  : ২৩ নভেম্বর ২০২৫, ১৩:১১

নিষিদ্ধ সংগঠন চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি মহিউদ্দিন বাচ্চু। ২০২৪ সালের আমি ডামী নির্বাচনে তিনি এমপিও হয়েছিলেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অত্যান্ত ক্ষমতাধর ব্যক্তি ছিলেন এই যুবলীগ নেতা । এই নেতার আপন ছোট বোনের জামাই হলো যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিজিএম অপারেশন হেলাল উদ্দিন। স্ত্রীর বড় ভাইয়ের ক্ষমতার দাপটে পতিত আওয়ামিলীগ সরকারের আমলে যমুনা অয়েলে ছিল তার একচ্ছত্র আধিপত্য, অবশ্য এখনো সেই আধিপত্যে নুন্যতম ভাটা পরেনি । অবশ্য হেলাল উদ্দিন নিজেও নিজেকে আওয়ামিলীগ নেতা হিসেবেই পরিচয় দিতেন । দলীয় সকল প্রোগ্রামে তার উপস্থিতি ছিল অগ্রভাগে। আওয়ামিলীগ সরকারের পতন হলেও হেলাল উদ্দিন থেকে গেছে বহাল তবিয়তে। বরং যমুনা অয়েলে আগের চেয়েও ক্ষমতা বেড়েছে হেলাল উদ্দিনের। তার নেতৃত্বে বর্তমান সময়েও চলছে যমুনা অয়েলে তেল চুরির সিন্ডিকেটটি। মহিউদ্দিন বাচ্চু ভারতে পলাতক তবে তার বাহিনীর সকল সদস্যদের দেখভাল করার অভিযোগ উঠেছে হেলাল উদ্দিনের বিরুদ্ধে। কাতালগন্জ তার মালিকানাধীন বাড়ীর দুটো ইউনিট ছেড়ে দিয়েছে তার সম্বন্ধির পলাতক অনুসারীদের জন্য। আওয়ামীলীগের পলাতক অনেকেই ভাড়াটিয়ার নামে তার এই বাড়ীতে আত্মগোপনে বসবাস করছে ।

স্থানীয় পুলিশ প্রশাসন ও বিএনপির অনেক নেতাই হেলালের সাথে ম্যানেজ, তাই তার এই বাড়ীর দিকে নজর নেই কারোই৷ এছাড়া মহিউদ্দিন বাচ্চুরও শত শত কোটি হেলালের হেফাজতে রয়েছে। হুন্ডির মাধ্যমে স্ত্রীর বড় ভাইয়ের কাছে নিয়মিত টাকা পাঠানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সুত্রে জানা গেছে চট্টগ্রাম আগ্রাবাদ শাখায় সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ট্রাষ্ট ব্যাংক , ইস্টার্ন ব্যাংক, এইচ এস বি সি ও আইএফ সি ব্যাংক সহ একাধিক ব্যাংকে হেলাল উদ্দিন এবং তার স্ত্রীর নামে একাউন্ট রয়েছে। বিগত এক বছরের তিনি এবং তার স্ত্রী এই ব্যাংকগুলোর একাউন্ট থেকে বড় অংকের অর্থ উত্তোলন করেছে । উত্তোলনকৃত অধিকাংশ টাকাই পাঁচার হয়েছে ভারতে পলাতক তার সম্বন্ধি এবং কানাডা প্রবাসী তার ছেলে মেয়ের কাছে ।

ইতিমধ্যে হেলাল উদ্দিন বিভিন্ন পত্রিকায় শিরোনাম হয়ে উঠেছে। বের হয়ে এসেছে তার শত শত কোটি টাকার সম্পদের বিশদ বিবরণ। তবে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া নিচে্ছনা সংশ্লিষ্ট দপ্তরগুলো । জানা গেছে নিজেকে রক্ষা করতে শত কোটি টাকার মিশন নিয়ে মাঠে নেমেছে হেলাল উদ্দিন । জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এবং সচিব ব্যতিত বাকী সকল কর্মকর্তাদের অনেকের সাথে আগে থেকেই ম্যানেজ হেলাল উদ্দিনের। পাশাপাশি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাথে রয়েছে তার অনেক পুরানো লেনদেনের সম্পর্ক। অভিযোগ উঠেছে ইতিমধ্যে দুদকের একাধিক কর্মকর্তার সাথেও লেনদেন হয়েছে হেলাল উদ্দিনের । যে কারনে হেলাল উদ্দিনের বিরুদ্ধে কোন তদন্তই হচ্ছেনা৷ এতসব অভিযোগ থাকা সত্বেও বিপিসি এবং জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিভাগ থেকে তার বিরুদ্ধে নুন্যতম একটি তদন্ত কমিটিও গঠন করেনি।

প্রতিষ্ঠানটিতে বরাবরই হেলাল উদ্দিন অনেক ক্ষমতাধর। দীর্ঘ চাকরী জীবনে তার কোন বদলী নেই। ১৯৯৫ সালে প্রতিষ্ঠানটিতে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। সহকারী অফিসার পদে চাকরী স্থায়ী হয় ১৯৯৭ সালের ১লা জানুয়ারী। প্রথমে পোষ্টিং পায় মেইল ইনস্টলেশন পতেঙ্গা টার্মিনাল অফিসের বাল্ক সেকশনে। মুলত যমুনা অয়েলের সবচেয়ে লোভনীয় পোষ্টিং হলো এই সেকশন। বেশী পরিমান তেল চুরি হয় এই সেকশন থেকেই। শুরু থেকে এই পর্যন্ত কখনো পতেঙ্গার টারমিনাল অফিস কিংবা আগ্রাবাদ প্রধান কার্যালয়, ঘুরে ফিরে এই দুই অফিসেই চাকরি করে গেল হেলাল উদ্দিন । অবশ্য একবার বগুড়ায় বদলির অর্ডার হয়েছিল, তবে মুহূর্তের মধ্যে তার সম্বন্ধির ক্ষমতার দাপটে সেই আদেশ স্থগিত হয়ে গেছে। অবশ্য কিছু দিনের জন্য অডিট এ আগ্রাবাদ শাখায় কর্মরত ছিল, কিন্তু ফের এজিএম টার্মিনাল অফিসে পদায়ন করা হয়। ডিজিএম পদে পদোন্নতি পরেও একই সাথে পতেঙ্গা টার্মিনাল অফিসের এজিএম টার্মিনাল পদে দায়িত্ব পালন করছে ।

চাকরি জীবনে মালিক হয়েছে নুন্যতম পাঁচশ কোটি টাকার। নিজে ব্যবহার করে প্রিমিও মডেলের প্রাইভেট কার, যার নাম্বার চট্টগ্রাম মেট্রো গ ১২- ৫৬১০ এবং স্ত্রীর জন্য আছে Havel মডেলের একটি জীপ। কানাডায় রেখে পড়াশোনা করিয়েছে ছেলেকে, বানিয়েছে পাইলট। ছেলের টিউশনি ফি নামে অনেক আগেই কানাডাতে শত শত কোটি টাকা পাঁচার করার অভিযোগ উঠেছে। সেখানে আছে নিজস্ব ফ্ল্যাটও। বর্তমানে সেই ফ্ল্যাটে থাকছে তার ছেলে ও মেয়ে। কিনেছে মালয়েশিয়াতেও ফ্লাট, সেই ফ্ল্যাটের বর্তমানে ভাড়াটিয়া সাবেক মন্ত্রী প্রয়াত আওয়ামীলীগ নেতা আক্তারুজ্জামান বাবুর সহোদর বদিরুজ্জামানের ছেলে। চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণপুর্ন পাঁচলাইশ এলাকার আনিকা কমিউনিটি সেন্টারের পাশে ৭৭৫/৮৮৫ কাতলগন্জ আসিফ হাউজ নামে পাচ তলা ভবনটির মালিক তিনি । সাত আট বছর আগে পাঁচ কাঠার জায়গার উপর এই বাড়ীটি ক্রয় করেন তিনি । যার বর্তমান বাজার মুল্য দশ কোটি টাকারও বেশি।সম্পাদিত দলিল রেজেষ্ট্রিও হেলাল উদ্দিনের নিজের নামে। বাড়িটির নাম দেয়া হয় তার ছেলে আসিফের নামে ( আসিফ হাউজ) ।

বছর পাচেক আগে একই এলাকাতে কাতালগন্জ আবাসিক এলাকার ৪ নং রোডের কালীবাড়ির পাশে ফিফট কনভেনশন হলের বিপরিত পাশে আট শতাংশ জায়গায় উপর পাঁচ কোটি বিশ লাখ টাকায় আরেকটি পাঁচতলা বাড়ি কিনেন । বছর দেড়েক আগে সেই বাড়িটি ভেঙে দশতলা ভবন নির্মান কাজে হাত দেয় । অবশ্য গত বছর ৫ আগষ্ট ২০২৪ সালে দেশের পটপরিবর্তনের পর ভবনের নির্মাণ কাজ সাময়িক বন্ধ ছিল । ইতিমধ্যে ভবনের কাজ ফের শুরু হয়েছে। রাউজানের সুলতানপুর নিজ গ্রামে নিজেরটা ছাড়াও একই ডিজাইনে পাঁচ ভাইকে পাঁচটি বাড়ি করে দিয়েছে। নামে বেনামে কিনে রেখেছে শত কোটি টাকার সম্পত্তি।

আমার বার্তা/জেএইচ

বিদেশি পাসপোর্টধারী ইবিএল চেয়ারম্যানের অর্থ পাচার নিয়ে তদন্তে সিআইডি

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চেয়ারম্যান মো শওকত আলী চৌধুরীকে ঘিরে মানিলন্ডারিং অনুসন্ধান নতুন মাত্রা পেয়েছে।

দুর্নীতিতে চ্যাম্পিয়ন প্রকৌশলী কায়সার ও ক্যাশিয়ার এনামুল

​জুলাই বিপ্লবের পর দেশের প্রশাসনিক কাঠামোতে পরিবর্তনের হাওয়া লাগলেও স্থবির হয়ে আছে গণপূর্ত অধিদপ্তরের ঢাকা

রাজউকে নকশা-নোটিশের আড়ালে দুর্নীতি: কোটি টাকার মিশনে ইমারত পরিদর্শক বিটু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭ এ গড়ে উঠেছে দুর্নীতির জটিল গোলকধাঁধা। এখানে ‘ইমারত পরিদর্শন’ নামক

দুর্নীতিতে চ্যাম্পিয়ন অথরাইজড অফিসার ইলিয়াস, সেনাপতি বিটু

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭-এর আওতাধীন এলাকাগুলোতে নিয়ম-নীতির তোয়াক্কা না করে গড়ে উঠছে একের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসাখিলের সেঞ্চুরিতে নোয়াখালীর লড়াকু পুঁজি

চীনের সম্মতি পেলেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু: রিজওয়ানা হাসান

দুটি সহযোগী প্রতিষ্ঠান চালু করবে এসিআই পিএলসি

মুসলমানের সকাল-সন্ধ্যার শ্রেষ্ঠ আমল

জুলাইয়ের প্রত্যেক শহীদের নিজস্ব গল্প রয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি

যেভাবে পুলিশ সংস্কার করতে চেয়েছি, সেভাবে হয়নি: আসিফ নজরুল

ডিজিটাল সিকিউরিটির নামে কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে শুনানি আজ

নারীদের ঘরে বসিয়ে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না

সংস্কারের পক্ষে ‘‘হ্যাঁ’’ ভোট প্রচারণার জন্য যে ব্যাখ্যা দিলো সরকার

পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিলে এটি হবে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন

আগামী নির্বাচন অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে

শিক্ষিত তরুণদের ওপর সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা

শেখ তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করব: তারেক

নির্ধারিত সময়ের আগেই হঠাৎ বন্ধ হলো বাণিজ্যমেলা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আঁতাত, কে সেই ভেনেজুয়েলার ‘মীরজাফর’?