ই-পেপার বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি

আমার বার্তা অনলাইন:
২৮ নভেম্বর ২০২৪, ১৫:২৭

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে টানাপোড়েন কমার কোনো লক্ষণ এখনো দেখা যায়নি। পাকিস্তান নিজেদের জায়গায় অটল। ভারতও মত পাল্টাতে নারাজ। সব মিলিয়ে আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাড়ছে উত্তেজনাও।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে এসে নতুন বার্তা দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে অনেকদিন ধরেই আলোচনা চলছে। ভারত চাচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করা হোক। তবে পাকিস্তান তাতে মোটেও রাজি হয়নি। তারা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয়। যার কারণে আইসিসি এখনও টুর্নামেন্টের সূচি প্রকাশ করেনি।

শুক্রবার (২৯ নভেম্বর) আইসিসির সঙ্গে ভার্চ্যুয়াল মিটিং হওয়ার কথা পিসিবির। এই সভা থেকেই ৮ দলের অংশগ্রহণে জমজমাট ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। তার আগে নিজেদের সিদ্ধান্তে দৃঢ় থাকার কথা জানালেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

তিনি জানান, পিসিবি এমন কোনো কাজ করবে না, যাতে দেশের ক্রিকেটের অমঙ্গল হয়। নিজেদের দিক বিবেচনায় যা করা দরকার, সেই কাজটাই তারা করবে।

এক্ষেত্রে আইসিসিকে নিজেদের অবস্থান জানিয়েছেন বলেও গণমাধ্যমকে বলেন পিসিবি চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে নিজেদের ভাবনা ও সিদ্ধান্ত স্পষ্ট উল্লেখ করে তিনি জানান, সমতার ভিত্তিতেই সবকিছু করবে পিসিবি, এমন প্রস্তাব তারা পিসিবিকে দিয়েছে।

উল্লেখ্য, আগামী বছর ভারতে হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ ও পরের বছর শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে তারা।

রাজনৈতিক উত্তেজনার কারণে ২০০৮ সাল থেকে পাকিস্তান খেলতে আসে না ভারত। এবারও ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই) বলছে, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে। যে পদ্ধতিতে বেশিরভাগ ম্যাচগুলো হবে পাকিস্তানে। আর ভারতের ম্যাচগুলো হবে ভিন্ন কোনো দেশে।

ভারতের এই প্রস্তাবকে আগেই উড়িয়ে দিয়েছে পাকিস্তান। অন্যান্য দল আসতে পারলে ভারত কেন পারবে না, তা সুনির্দিষ্ট কারণ লিখিত আকারে উল্লেখ করতে বলেছে পিসিবি। তাতে অবশ্য কোনো সদুত্তর বা লিখিত জবাব দেয়নি ভারত।

বিষয়টি নিয়ে গত মাসে নকভি বলেছিলেন, আমাদের অবস্থান পরিষ্কার। তাদের যেকোনো আপত্তি থাকতে পারে। তা আমাদের লিখিতভাবে জানাতে হবে।এখন পর্যন্ত হাইব্রিড মডেলের কোনো আলোচনা হয়নি। আমরা এটি গ্রহণ করতে প্রস্তুত নই।

আমার বার্তা/এমই

১৭ বছর বয়সে গোল্ডেন বয় হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

আরো একটি পুরস্কার জিতলেন লামিনে ইয়ামাল। ইতালির ক্রীড়া সংবাদমাধ্যম টাট্টোস্পোর্টের দেওয়া ‘গোল্ডেন বয়’ পুরস্কার জিতেছেন

এমবাপে-সালাহর পেনাল্টি মিস, ১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল

শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চাপে রেখেছিল লিভারপুল। আধিপত্য বিস্তার করে খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি

আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তবে ঘরের মাঠে ফিরে ওয়ানডেতে বড় জয়

মিরপুরে গণমাধ্যমকর্মীদের দেখে চমকে গেলেন আইরিশ অধিনায়ক

প্রথম ওয়ানডেতে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড নারী দল। এর আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৭

আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে মনে করবেন

টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দেওয়া হলো ২২৫০০ কোটি

লুণ্ঠনকারীদের সম্পদ অধিগ্রহণ করতে না পারলে কিসের বিপ্লব: দেবপ্রিয়

সংখ্যালঘু নির্যাতন প্রশ্নে ইসকন ও সনাতন সম্প্রদায়ের নেতাদের মধ্যে বাগবিতণ্ডা

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ: ক্যাডার ৩৪৮৭, নন-ক্যাডার ২০১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার

বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে

সুসম্পর্ক চাইলে ভারতকে ইসরাইলি আচরণ বন্ধ করতে হবে

এলডিসি থেকে উত্তরণের পরও শুল্ক-কোটামুক্ত সুবিধা দেবে অস্ট্রেলিয়া

সবকিছু হবে সমতার ভিত্তিতে, চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি

১৭ বছর বয়সে গোল্ডেন বয় হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

আমাদের কাজে ফ্যাসিবাদ যেকোনো সময় ফিরে আসতে পারে: ফখরুল

আইনজীবীদের কর্মবিরতি-আন্দোলনে অচল চট্টগ্রাম আদালত

অর্থপাচার মামলায় ছেলেসহ খালাস পেলেন খন্দকার মোশাররফ

প্লেপেন স্টুডেন্টের জাপান সফরের জন্য রিপোর্টিং সেশন অনুষ্ঠিত

ইসকনের অনুমোদনই নেই, তাকে নিষিদ্ধ করার কী আছে

আ.লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম: মান্না

তিনদিন পর ভারত থেকে আলু-পেঁয়াজ রপ্তানি শুরু