মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বক্সিং ডে টেস্টে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম দিনেই দুই দলের ক্রিকেটাররা বেশ কয়েকটি আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন। যার একটি– ভারতীয় তারকা বিরাট কোহলির ইচ্ছাকৃতভাবে অভিষিক্ত অজি ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দেওয়ার ঘটনা। আলোচিত সেই ঘটনায় তাৎক্ষণিক শাস্তির ঘোষণা দিয়েছে আইসিসি, যার ভুক্তভোগী কোহলি।
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্টে প্রথম দিন শেষে কিছুটা এগিয়েই রয়েছে অস্ট্রেলিয়া। যেখানে অজিদের স্কোর ৬ উইকেটে ৩১১ রান। এখনও ৬৮ রানে অপরাজিত আছেন অজি তারকা স্টিভ স্মিথ। অন্যদিকে, জাসপ্রিত বুমরাহ অজিদের সেই স্বস্তির জায়গায় ধাক্কা দিয়েছেন বারবার, তুলে নিয়েছেন ৩ উইকেট। তবে দিন শেষে ১৯ বছরের কনস্টাসের সঙ্গে ৩৬ বছর বয়সী কোহলির আচরণই আলোচনার কেন্দ্রে রয়েছে।
এক প্রতিবেদনে ভারতীয় তারকার শাস্তির কথা জানিয়েছে ক্রিকবাজ বলছে, কনস্টাসকে কাঁধ দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় কোহলি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন। ম্যাচে শারিরীক ভাষা ঠিক রাখার জন্য কিছু ক্রিকেটীয় রীতি আছে। আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
আইসিসির নিয়মে বলা হয়েছে, ক্রিকেটে যেকোনো ধরনের শারিরীক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ারের দিকে তেড়ে, দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে।
আমার বার্তা/এমই