ই-পেপার সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩২

তীরে এসে তরী ডুবলো সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের

আমার বার্তা অনলাইন:
২০ জানুয়ারি ২০২৫, ১৭:১৯

চলমান বিপিএলে হারের বৃত্তে আটকে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। টানা ৬ ম্যাচ হারের পর সপ্তম ম্যাচে জয়ের মুখ দেখেছিল দলটি। নিজেদের নবম ম্যাচের সিলেটের বিপক্ষে মাঠে নেমেছিল তারা। এই ম্যাচে সিলেটকে মাত্র ৬ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে লিটন-তামিমরা। বিপরীতে জয়ের খুব কাছে গিয়ে হতাশা নিয়ে ফিরতে হয়েছে সিলেটকে।

সোমবার (২০ জানুয়ারি) আগে ব্যাট করতে নেমে সিলেটকে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়েছিল ঢাকা ক্যাপিটালস। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে সিলেট। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস। দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে ছয়ে উঠে এসেছে শাকিব খানের দল।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ৫ বলে ৩ রান করে আউট হন ওপেনার জর্জি মানজি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি জাকির হাসানও। ৭ বলে ৮ রান করেন তিনি। তবে অ্যারন জোন্সকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আরেক ওপেনার রনি তালুকদার।

৩২ বলে ৩৬ রান করে জোন্স আউট হলেও ৩৩ বলে ফিফটি তুলে নেন রনি। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি। ৪৪ বলে ৬৮ রান করে থিসারার বলে বোল্ড আউট হন তিনি। এরপর সিলেট শিবিরের হাল ধরার চেষ্টা করেন জাকের আলী ও আরিফুল হক।

দুজনের ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৬০ রানের কোটা পার করে সিলেট। ১২ বলে তাদের লক্ষ্য দাঁড়ায় ৪০ রান। ১৯তম ওভারে প্রথম তিন বলে তিন চার মেরে আশা জাগিয়েছিল জাকের। কিন্তু পরের বলেই ক্যাচ হন তিনি। এতে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ১৩ বলে ২৮ রান করেন জাকের।

৬ বলে সিলেটের লক্ষ্য দাঁড়ায় ২৩ রান। প্রথম বলেই ছক্কায় মোস্তাফিজকে ছক্কা হাঁকাট সাইমুল্লাহ শিনওয়ারি। পরের বলে চার মেরে সিলেটকে জয়ের আশা দেখান তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নিলে চতুর্থ বলে ক্যাচ আউট হন ১৩ বলে ২৯ রান করে আরিফুল। পঞ্চম বলে শিনওয়ারি রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় সিলেট। নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান তুলতে পারে তারা। এতে ৬ রানের জয় পায় ঢাকা ক্যাপিটালস।

ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকত ও মুকিদুল ইসলাম শিকার করেন একটি করে উইকেট।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন তানজিদ তামিম ও লিটন কুমার দাস। তবে ইনিংস বড় করতে পারেননি তামিম। ১৬ বলে ২২ রান করে আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি কোয়েট জেও (৯)। ৭ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন মোসাদ্দেক হোসেন।

তবে সাব্বিরকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন লিটন। ৩৮ বলে ফিফটি তুলে নেন এই ক্রিকেটার। ইনিংস বড় করতে পারেননি সাব্বির। ২১ বলে ২৪ রান করে আউট হন তিনি। এরপর পিচে এসে ব্যাট চালাতে থাকেন থিসারা পেরেরা। তাকে সঙ্গ দেন ওপেনার লিটন।

দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে ঢাকা। ৪৮ বলে ৭০ রান করে ১৯তম ওভারের শেষ বলে আউট হন লিটন। পরের ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি লাইনে কাটা পড়েন থিসারা পেরেরাও। ১৭ বলে ৩৭ রান করেন তিনি। শেষ পর্যন্ত মুকিদুলের ১ রান এবং ফরমানুল্লাহর ৪ রানে ভর করে ১৯৬ রানের বড় পুঁজি পেয়েছিল ঢাকা ক্যাপিটালস।

আমার বার্তা/এমই

বিপিএলের মাঝপথে রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

টুর্নামেন্টের মাঝপথে এসে নেতৃত্বে পরিবর্তন আনলো দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয় নেতৃত্ব ছেড়েছেন। রাজশাহীর নতুন

বিসিবিতে ইশরাককে কাউন্সিলর করতে ব্রাদার্সের আবেদন

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্স ইউনিয়নের বর্তমান আহ্বায়ক ইশরাক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাউন্সিলর হিসেবে

বিজয়ের সেঞ্চুরিতে বিপিএলে নতুন ইতিহাস 

শেষ ওভারে দুর্বার রাজশাহীর দরকার ছিল ১৭ রান। আর দলের অধিনায়ক আনামুল হক বিজয়ের সেঞ্চুরির

অস্ট্রেলিয়ান ব্যাটার ও পাকিস্তানি অলরাউন্ডার আনছে খুলনা

নতুন দুই বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে বিপিএলের দল খুলনা টাইগার্স। তাদের একজন অস্ট্রেলিয়ান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্লবীতে সন্ত্রাসী ব্লেডবাবুকে কুপিয়ে হত্যা

শপথের দিনে ট্রাম্পকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

রাজনীতিতে স্লোগান নয়, মেধা ও বুদ্ধির প্রতিযোগিতা চলছে: ফখরুল

গর্ভবতী-সন্তানসহ নারীরাও গুমের শিকার হয়েছিলেন: কমিশন

বিএনপিকে সংগঠিত করে দেশ মেরামত করতে হবে: তারেক রহমান

মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সেই ১৯৩ জনের ফল স্থগিত

হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের

আগে সংস্কার না নির্বাচন, এটা একটা ফালতু বিতর্ক: মান্না

বিএনপির সদস্যপদ নবায়ন করলেন তারেক রহমান-মির্জা ফখরুল

যে কাজে আল্লাহ ভালোবাসবেন, মানুষেরও প্রিয় হওয়া যাবে

জবি ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর

আওয়ামী লীগকে পুনর্বাসন করার আগে ভেবে দেখুন: আলাল

ভূমি উপদেষ্টার দায়িত্ব পেলেন আলী ইমাম মজুমদার

ক্ষমতা নিয়েই নির্বাহী আদেশের ঝড় তোলার প্রতিশ্রুতি ট্রাম্পের

পুলিশি বাধায় শিক্ষা ভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান

স্ত্রী-সন্তানসহ সাবেক এমপি বাহারের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতিটি সেক্টরের সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বিপিএলের মাঝপথে রাজশাহীর অধিনায়ক পরিবর্তন

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল পরীক্ষার ফল প্রকাশ

তীরে এসে তরী ডুবলো সিলেটের, দ্বিতীয় জয় ঢাকা ক্যাপিটালসের