ই-পেপার সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া

আমার বার্তা অনলাইন:
১৮ আগস্ট ২০২৫, ১৯:৪১

২৩ আগস্ট শনিবার বাফুফে চতুর্থ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় ১১ আলোচ্যসূচির মধ্যে গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত একটি বিষয় রয়েছে। বাফুফে গঠনতন্ত্র সংস্কারের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছিল। সেই কমিটির খসড়া প্রতিবেদন ২৩ আগস্টের সভায় উত্থাপন হবে।

গত বছর ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হওয়ার পর নব নির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তার প্রাথমিক প্রতিক্রিয়াকেই বাফুফে গঠনতন্ত্র সংস্কারকে গুরুত্ব দিয়েছিলেন। ৯ নভেম্বর কার্য নির্বাহী কমিটির সভায় গঠনতন্ত্র সংশোধনের জন্য তিন মাস মেয়াদের একটি তিন মাসের কমিটি গঠন হয়েছিল। সেই কমিটি ফিফার সঙ্গে আলোচনা করে বাফুফের গঠনতন্ত্রের নতুন খসড়া দাড় করিয়েছে। নির্বাহী সভায় আলোচনা ও অনুমোদনের পর সেটা বার্ষিক সাধারণ সভায় উঠাতে হবে চূড়ান্ত অনুমোদনের জন্য।

দেশের অন্যতম শীর্ষ দুই ক্রীড়া সংগঠন বিসিবি ও অলিম্পিক এসোসিয়েশনেও গঠনতন্ত্র সংস্কারের উদ্যোগ নিয়েছিল। বিসিবি গঠনতন্ত্র সংস্কারে কিছুটা পথ হাটার পরই ঢাকার ক্লাব ক্রিকেট সংগঠকদের তীব্র সমালোচনার মুখে আটকে যায়। আসন্ন বিসিবি নির্বাচনে সেই পুরনো গঠনতন্ত্রেই হওয়ার কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন গঠনতন্ত্র নিয়ে অনেকটা কাজই এগিয়েছে। এখন শুধু আইওসি’র ও সাধারণ সভায় অনুমোদনের অপেক্ষায়। নভেম্বরে বিওএ নির্বাচনের ঘোষণা হয়েছে। মাত্র দুই-তিন মাস সময় রয়েছে এর মধ্যেই নতুন গঠনতন্ত্র অনুমোদন করে নির্বাচন আয়োজন হবে নাকি বিদ্যমান গঠনতন্ত্রেই হবে এই বিষয়টি এখনো পরিষ্কার হয়নি।

বাফুফে গঠনতন্ত্র সংশোধন উদ্যোগ আনুষ্ঠানিকভাবে ৯ নভেম্বর নিলেও শেষ কবে নাগাদ হয় সেটাই দেখার বিষয়।

ফুটবলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ রেফারি। তাবিথ আউয়ালের কমিটি ইতোমধ্যে দশ মাস পার করলেও সেই রেফারিজ কমিটি এখনো হয়নি। মার্চে অনুষ্ঠিত তৃতীয় নির্বাহী কমিটির সভায় রেফারিজ কমিটি গঠন আলোচ্যসূচি থাকলেও সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়নি। ফলে চার মাস পর আরেক সভায় সেটি আবার উঠছে।

জুনে ঢাকা স্টেডিয়ামে বাংলাদেশ ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে দু’টি হোম ম্যাচ খেলেছে। সেই হোম ম্যাচের আয়-ব্যয়ের হিসাব নির্বাহী কমিটির সভায় উঠবে। পাশাপাশি ২০২৪ সালের অডিট রিপোর্টও অনুমোদনের জন্য উত্থাপিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ফুটবল ফেডারেশনকে জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনে জন্য ইতোমধ্যে ৫ কোটি টাকা প্রদান করেছে। সামনে আরো ৫ কোটি টাকা দেয়ার কথা রয়েছে। বিগত সময়ে বাফুফে সরকারের অর্থের প্রকৃত হিসাব না দেয়ার অভিযোগ রয়েছে। বাফুফের বর্তমান কমিটি সেই অপবাদ ঘুচতে এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের হিসাবের স্বচ্ছতার জন্য একটি আলাদা ব্যাংক হিসাব খুলতে চায়। এই ব্যাংক হিসাবের স্বাক্ষর কর্তৃপক্ষ বাফুফের মূল হিসাবের স্বাক্ষরকারীগণই (সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী ও সাধারণ সম্পাদক) রাখার পরিকল্পনা রয়েছে।

বাফুফের প্রকিউরমেন্ট পলিসির পাশাপাশি ফিফা ফরোয়ার্ড ৩.০ এর সিএও-সংযোজন সম্পর্কে আলোচনা হবে। নির্বাহী কমিটির সকলকে আনুষ্ঠানিক চিঠি আকারে সভার চিঠি ও আলোচ্যসূচি সরবারহ করেছেন সাধারণ সম্পাদক। তবে এবারের চিঠিতে খানিকটা ভিন্নতা রয়েছে। সভাপতির নির্দেশনা ক্রমেই বাফুফেতে এতদিন আলোচ্যসূচি নির্ধারণ করতেন সাধারণ সম্পাদক। এবারই প্রথম নির্বাহী কমিটির সদস্যদের কাছ থেকে চিঠিতে উল্লেখিত বিষয়াদি ছাড়াও কোনো বিষয় এজেন্ডায় অর্ন্তভূক্ত করতে চাইলে ২০ আগস্টের মধ্যে জানাতে বলা হয়েছে। ২৩ আগস্ট শনিবার সকাল ১১ টা থেকে বিকেল চারটা পর্যন্ত সভার দিনক্ষণ চূড়ান্ত হলেও সভাস্থল অবশ্য ঠিক হয়নি। ইতোপূর্বে জলসিড়িতে জরুরি সভা হওয়ায় প্রতিবাদস্বরুপ এক নির্বাহী সদস্য সেই সভায় উপস্থিত হননি। এবার কমিটির অনেকেরই চাওয়া ফেডারেশনেই সভা করার।

আমার বার্তা/এমই

‘এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে বাংলাদেশ’

এশিয়া কাপের আগে মাঠের অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন ক্রিকেটাররা। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে

জাতীয় দলের ক্যাম্পের জন্য মুখোমুখি কিংস ও বাফুফে

সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল। আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে

জর্ডান কক্স ২৯ বলে ১০ ছক্কায় ইতিহাস গড়লেন

ইংল্যান্ডে দ্য হান্ড্রেডে বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জর্ডান কক্স। ওভাল ইনভিনসিবলসের হয়ে মাত্র

বিসিবির নির্বাচন করা নিয়েম মুখ খুললেন ফারুক আহমেদ

গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের ‘পছন্দে’র মানুষ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বিপুল পরিমাণ গাঁজা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক স্থানে ভেসে উঠলো অজ্ঞাত দু’টি লাশ

বগুড়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টি জিন্দা লাশ তাদের দরকার নেই: ফোনালাপে হাসিনা

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল: ধর্ম উপদেষ্টা

বাফুফের সভায় উঠছে গঠনতন্ত্র সংশোধনের খসড়া

আমার মনে হয় না আলাদা পিতৃত্বকালীন ছুটি দরকার আছে: স্বাস্থ্য উপদেষ্টা

রূপালী ব্যাংকে ঋণ বিতরণের অগ্রগতি সংক্রান্ত সভা অনুষ্ঠিত

২০০০ কোটি দেনা রেখে ৯৩৭ কোটির মুনাফা ঘোষণা বিমানের

শেষ দিনে ডাকসুর ফরম নিলেন ৪৪২ জন, মোট ৫৬৫ জন

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নতুন সচিব রেহানা পারভীন

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ

ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০ আগস্ট

আন্তর্জাতিক বাণিজ্যমেলার নাম বদলে হলো ঢাকা বাণিজ্যমেলা

বেরোবিতে আমরণ অনশনরত চার শিক্ষার্থী অসুস্থ

এনবিআরের আন্দোলনের জেরে আরও চার কর্মকর্তা বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ডাকসুতে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা

ইউক্রেনকে ন্যাটো ও ক্রিমিয়ার আশা ছাড়তে বললেন ট্রাম্প