ই-পেপার মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২

ভারতকে অন্যায্য সুবিধা দিতে হয়েছে, বিস্ফোরক অভিযোগ আইসিসি ম্যাচ রেফারির

আমার বার্তা অনলাইন
২৮ অক্টোবর ২০২৫, ১২:২৭

মাঠের পারফরম্যান্সে ভারতীয় দলের দাপটের কথা কারও অজানা নয়। এমনকি দেশটির ক্রিকেট সংস্কৃতি তাদের অর্থনৈতিকভাবেও অনেক বেশি লাভবান করে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বড় আয়ের উৎস–ও ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যার প্রভাবে ভারত সুবিধা পায় বলে ক্রিকেটাঙ্গনে অভিযোগ শোনা যায়। তেমনই কিছু বিস্ফোরক অভিযোগ নিয়ে হাজির হয়েছেন আইসিসির সাবেক ম্যাচ রেফারি ক্রিস ব্রড।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে আইসিসির ম্যাচ রেফারি থাকাকালে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ব্রড। সুনির্দিষ্ট সময় ও চাপ প্রয়োগকারী ব্যক্তির নাম উল্লেখ না করে ইংল্যান্ডের সাবেক এই ম্যাচ রেফারি বলেন, ‘একটি ম্যাচে ভারত নির্ধারিত সময়ে তিন-চার ওভার পিছিয়ে ছিল, যার জন্য খেলা শেষে (নিয়ম অনুযায়ী) শাস্তি পেতে হতো তাদের। ওই সময় আমি একটি ফোনকল পাই। বলা হয়– “ক্ষমাশীল হোন, কোনো উপায় বের করুন, কারণ এটি ভারত।” তখন বিষয়টা ছিল এমন– ওকে, দেখি কী করা যায়। বিষয়টা অন্ধকারেই থাকুক।’

একই ঘটনা পরের ম্যাচেও ঘটে বলে অভিযোগ ক্রিস ব্রডের। সেদিনও নাকি একইভাবে তার সিদ্ধান্ত প্রভাবিত করা হয়, ‘একদম পরের ম্যাচেই আবারও একই ঘটনা ঘটল। তিনি (তৎকালীন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি) দ্রুত ওভার শেষ করার বিষয় মানছিলেন না এবং আমি ফোন করে জানতে চাই “এখন আপনি আমাকে কী করতে বলবেন?” তখন আমাকে বলা হয়েছিল– “তার কথা শুনুন।”’

২০০৩ সাল থেকে গত বছরের ফেব্রুয়ারি পর্যন্ত দীর্ঘ প্রায় ২১ বছর আইসিসির ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন ক্রিস ব্রড। ওই সময়কালে তিনি ১২৩ টেস্ট, ৩৬১ ওয়ানডে এবং ১৩৮টি টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৬২২টি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেন। তবে আইসিসি তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি বলে অভিযোগ তার, শুধু বলা হয়েছিল “আপনি চালিয়ে যান”।

২০০৯ সালে পাকিস্তানের লাহোরে শ্রীলঙ্কান দলের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে ব্রড বলেন, ‘আমি রাজনৈতিক এবং শারিরীকভাবে অনেক বুলেটকে ফাঁকি দিয়েছি। আমি পেছনের দিনগুলোতে তাকিয়ে ভাবছি– একই কাজ ২০ বছর ধরে করে যাওয়াটা অনেক লম্বা সময়। বিশ্বের নির্দিষ্ট কিছু প্রান্তে আর ছুটতে হবে না ভেবে আমি খুশি। আমি সবসময় এমনই ছিলাম, যে সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করতে পারে।’

‘বিশ্বের এমনও কিছু জায়গা আছে, যা গঙ্গা নদীর মতো। সেখানে সঠিক-ভুলের পার্থক্য বোঝা তো দূরের বিষয় এবং এত বেশি নোংরা পানি থাকে যে সেসবের মোকাবিলা করে চলতে হয়। তাই আমার মতে যে ব্যক্তি সত্য-মিথ্যার দৃষ্টিভঙ্গি লালন করে, ২০ বছর রাজনৈতিক পরিবেশে টিকে থাকা তার বড় প্রচেষ্টার প্রমাণ’, আরও যোগ করেন ক্রিস ব্রড। ২০২৩ অ্যাশেজ সিরিজে ব্রডের ছেলে ও ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড ডেভিড ওয়ার্নারকে টেস্ট ক্যারিয়ারে ১৭তম বারের মতো আউট করেছিলেন। যা নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে মজা করে একটি মিম শেয়ার করায় আইসিসি থেকে তিরস্কৃত হয়েছিলেন ক্রিস ব্রড।

আইসিসির অধীনে কাজ করা ব্যক্তিরাও রাজনৈতিক পরিবেশের মধ্য দিয়ে যেতে হয় বলে দাবি ব্রডের, ‘আমরা ভিন্স ভ্যান ডার বিলের (তৎকালীন আইসিসি আম্পায়ার্স ম্যানেজার) কাছ থেকে সমর্থন পেয়েছি, যখন তিনি দায়িত্বে ছিলেন। তিনি ক্রিকেট ব্যাকগ্রাউন্ড থেকে ওই পর্যায়ে এসেছিলেন, তার বিদায়ের পর ম্যানেজমেন্ট অনেক দুর্বল হয়ে যায়। ভারত টাকা নিয়ে আসে এবং বিভিন্ন উপায়ে আইসিসির ওপর নিয়ন্ত্রণ আরোপ করে। আমি আনন্দিত যে এখন আর সেখানে থাকতে হচ্ছে না, কারণ বর্তমানে এখানে থাকাটা অনেক বেশি রাজনৈতিক অবস্থান ধরে রাখার মতো, যেমনটা আমি আগে কখনও দেখিনি।’

আমার বার্তা/জেএইচ

রিয়াল ছাড়তে চান ভিনিসিয়ুস, রাখতে হলে ক্লাবকে মানতে হবে যে শর্ত

ক্লাসিকোর পর উত্তেজনার আবহ এখনো থামেনি। সেই ঝড়ে এবার নাম এসেছে ভিনিসিয়ুস জুনিয়রের। স্প্যানিশ দৈনিক

২০২৬ বিশ্বকাপে খেলতে চান লিওনেল মেসি

২০২২ কাতার বিশ্বকাপে দীর্ঘ তিন যুগের শিরোপাখরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। এরপর থেকে

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, বাদ জাকের আলি

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়ে চট্টগ্রামে এসেছে

প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে কমিশন: পররাষ্ট্র উপদেষ্টা

আ.লীগকে ফিরিয়ে আনার সাহস কোথা থেকে পায় জাপা: নাহিদ

কেনিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, ১২ যাত্রীর প্রাণহানির শঙ্কা

কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট-জরুরি অবতরণ স্থগিত ঘোষণা করে চিঠি

সরকারি তেল কোম্পানির ১১৯ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলা

সংবিধান সংস্কার বিষয়ে গণভোটের আয়োজন করতে সরকারকে পরামর্শ

সুপারিশগুলো অধ্যাদেশ ও আদেশ অনুযায়ী বাস্তবায়নের জন্য আলাদা করা হয়েছে

বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে পুরষ্কার প্রদান অনুষ্ঠান

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি: ১৬০ যাত্রী নিয়ে চেন্নাই ফিরল দুবাইগামী বিমান

ভারতকে প্রশ্ন না করায় সাংবাদিকদের সমালোচনায় পররাষ্ট্র উপদেষ্টা

যুবলীগের সাবেক নেতা ক্যাসিনো সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড

চরফ্যাশনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের অভিযানে ৬ অবৈধ ট্রলিং বোট জব্দ

বিএনপির প্রস্তাবের কড়া সমালোচনা জামায়াতের

গণপূর্তের প্রধান প্রকৌশলী হলেন খালেকুজ্জামান চৌধুরী

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: জয়নুল আবদিন

ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজেই বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন সেই খতিব: জিএমপি

চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানার স্টোরে অগ্নিকাণ্ড

এবারের সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব নয়: শিশির মনির

‘যখন যা ইচ্ছে আমাদের কাছে চাইতে পারেন’, জাপানের প্রধানমন্ত্রীকে ট্রাম্প