
আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। এক যুগ পর প্লেয়ার্স-ড্রাফটের বদলে আবারও নিলামে ফিরছে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। প্রথমে ৫ দল নিয়ে বিপিএল শুরুর কথা থাকলেও নতুন করে যুক্ত হয় আরেক ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ দেওয়া শুরু করেছে।
দেশ ট্রাভেলসের মালিকানায় প্রথমবার নোয়াখালী জেলার দল বিপিএলে অংশ নিতে যাচ্ছে। মালিকানা পেয়েই তারা ক্রিকেটার এবং কোচিং-স্টাফদের নিয়ে শক্তিশালী দল গোছাতে ব্যস্ত। প্রথমে খালেদ মাহমুদ সুজনকে প্রধান কোচ পদে নিয়োগ দেয় নোয়াখালী এক্সপ্রেস। এবার সহকারী কোচ হিসেবে তালহা জুবায়েরকে দলে ভিড়িয়েছে। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে দলটির বিশ্বস্ত একটি সূত্র।
নিয়ম অনুযায়ী, বিপিএলের আসন্ন নিলামের আগে প্রতিটি দল সরাসরি চুক্তিতে ২ জন দেশি ও ২ জন বিদেশি ক্রিকেটার দলে ভেড়াতে পারবে। সেই সুযোগ কাজে লাগিয়ে দু’জন করে দেশি ক্রিকেটার দলে নিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। দেশি ক্রিকেটার হিসেবে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে সৌম্য সরকার ও হাসান মাহমুদকে। গত আসরে সৌম্য রংপুর রাইডার্স এবং হাসান খুলনা টাইটান্সের হয়ে খেলেছেন।
এছাড়া নোয়াখালীর স্কোয়াডে বিদেশি ক্রিকেটারের তালিকায় প্রথম নামটি লঙ্কান তারকা কুশল মেন্ডিস। সব ঠিক থাকলে অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার এবারই প্রথম বিপিএলে খেলতে আসবেন। দ্বিতীয় বিদেশি হিসেবে নোয়াখালী বিধ্বংসী ব্যাটার জনসন চার্লসকে দলে নিলো। এর আগে তিনি বিপিএলে চারটি ফ্র্যাঞ্চাইজির জার্সি গায়ে জড়ান। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং বিপিএলে দু’বার শিরোপা জিতেছেন ৩৬ বছর বয়সী ক্যারিবীয় এই তারকা।
আমার বার্তা/এল/এমই

