ই-পেপার বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩

বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের দাবিদার দল নয়: অতুল ওয়াসান

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬, ১২:৫২

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের মাটিতে খেলতে চায় না বলে আগেই আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে কয়েক দফা বৈঠকেও বিষয়টির সমাধান হয়নি।

গতকাল বুধবার (২১ জানুয়ারি) ভার্চ্যুয়াল এক বৈঠকে বসেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদস্য দেশগুলো। সেখানেও বাংলাদেশের জন্য ইতিবাচক কিছু ছিল না। বাংলাদেশের দাবি প্রত্যাখ্যান করে ভারতের মাটিতেই খেলতে হবে বলে স্রেফ জানিয়ে দিয়েছে আইসিসি। অন্যথায় বিকল্প দলকে বিশ্বকাপে সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হওয়াকে সমর্থন জানিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার অতুল ওয়াসান। তার মতে, আইসিসি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় ওয়াসান বলেন, “আইসিসিকে ধন্যবাদ। আমি এমন সিদ্ধান্তই আশা করছিলাম। এটা সঠিক সিদ্ধান্ত। বিসিসিআইকেও ধন্যবাদ, কারণ একটি দল হঠাৎ করে পুরো টুর্নামেন্টকে চাপে ফেলতে পারে না। এটা অনেক বড় আয়োজন, আগেই এসব ভাবা উচিত ছিল।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে আসছিল। এ প্রসঙ্গে ওয়াসান কটাক্ষ করে বলেন, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে মুস্তাফিজুর রহমানকে আইপিএল স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ‘অভিমান’ করছে।

তিনি বলেন, “একজন খেলোয়াড়কে আইপিএল থেকে সরিয়ে নেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারা না এলে ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। চাইলে স্কটল্যান্ডকে নেওয়া যেতে পারে। বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের দাবিদার দল নয়।”

গতকাল আইসিসি বোর্ডের ভার্চ্যুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতেই আয়োজন করা হবে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬। ওই দিনই কলকাতার ইডেন গার্ডেন্সে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এরপর ৯ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইতালির মুখোমুখি হবে তারা। ইংল্যান্ডের বিপক্ষেও ম্যাচ রয়েছে কলকাতায়। সবশেষ গ্রুপ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আমার বার্তা/জেএইচ

উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি

স্বস্তির জয়ে শীর্ষ চারে লিভারপুল ও ১০ জনের বায়ার্ন

লিভারপুলের সময়টা একের পর এক হোঁচট হজমের, অধারাবাহিক পারফরম্যান্সে নাজুক ইংলিশ চ্যাম্পিয়নরা। কঠিন এই সময়ে

মিরাকলের আশায় বুলবুল, ক্রিকেটারদের সঙ্গে ক্রীড়া উপদেষ্টার সভা

ভেন্যু বদল না করার সিদ্ধান্ত জানিয়ে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও

আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে ছিল একটি দেশ!

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে থেকে আইসিসির সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছর শেষে স্বর্ণের দাম হবে ৫৪০০ ডলার নির্ধারণ করল গোল্ডম্যান স্যাকস

৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের

উন্নয়নের নামে দেশের সম্পদ লুট করা হয়েছে: তারেক রহমান

স্বামী-স্ত্রীর ভালোবাসায় ভালোবাসার সংসার গড়ার ইসলামী পথ

ওবায়দুল কাদেরসহ সাতজনের বিচার শুরু, সাক্ষ্য ১৭ ফেব্রুয়ারি

৪১৯ উপজেলায় অতিরিক্ত ওএমএসের চাল বিক্রি, কেজি কত?

ভাড়া নিয়ন্ত্রণে রাষ্ট্র নীরব, ভাড়াটিয়া অসহায়

তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক চর্চায় গুরুত্বারোপ তারেক রহমানের

পুরো রমজানে স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট

ইসলামপন্থি দলগুলোতে প্রার্থীদের সংখ্যা বেড়েছে বড়ো আকারে: টিআইবি

চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় ২৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ কোনো টুর্নামেন্ট জয়ের দাবিদার দল নয়: অতুল ওয়াসান

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মালয়েশিয়ায় অভিবাসী পাচারের ‘সেফ হাউস’ থেকে ৭ বাংলাদেশি আটক

ভাইরাল ভিডিওর পর নয়াপল্টনের শারমিন একাডেমি বন্ধ, উধাও কর্তৃপক্ষ

রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

প্রার্থিতা ফিরে পেতে এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

নির্বাচনী মাঠে নামছেন প্রার্থীরা, প্রচারণার আগেই ৪ দলকে ইসির সতর্কবার্তা

নাটোরে শিক্ষককে হত্যা, আ.লীগ নেতার বাড়িতে জনতার আগুনে বৃদ্ধার মৃত্যু