ই-পেপার বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩৩

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা

আমার বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬, ১২:০০

‘বাড়ির কাছেই মাঠ আছে। সেখানে গিয়ে ফিটনেসটা ঠিক রাখার চেষ্টা করছি। খেলার তো কোনো খবর নেই!’ কোথায় থাকার কথা ছিল আর কোথায় আছেন, খেলার কথা ছিল কোন মাঠে আর এখন তিনি খেলছেন কোথায়! বিষয়টি কি একটু ধোঁয়াশার মতো মনে হচ্ছে?

যখন জানতে পারবেন, ওপরের কথাগুলোর বক্তা বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ছিলেন; তখন আর ধোঁয়াশাটা থাকার কথা নয়। বাংলাদেশের এই ক্রিকেটার নিজের নাম প্রকাশ করতে চাননি। কিন্তু নাম না বললেও বর্তমান সময়টাতে বাংলাদেশের ক্রিকেটের স্থবিরতা নিয়ে হতাশাটা ঠিকই প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ ক্রিকেট দলের এখন থাকার কথা ছিল ভারতের বেঙ্গালুরুতে। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর ফলে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে জায়গা দিয়েছে আইসিসি। বাংলাদেশের বিশ্বকাপের দলে ছিলেন, এমন কয়েকজন ক্রিকেটারের সঙ্গে গতকাল কথা বলে জানা গেছে, কেউ আছেন গ্রামের বাড়িতে, কেউ আবার অবসর সময় কাটাচ্ছেন ঢাকাতেই।

বিশ্বকাপে না থাকার ধাক্কাটা এসে যেন লেগেছে পুরো দেশের ক্রিকেটেই। গতকাল দুপুর ১২টার দিকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গিয়েই যেমন দেখা গেল, বাংলাদেশের ক্রিকেটারদের প্রস্তুতির জন্য ‘সবেধন নীলমণি’ একাডেমি মাঠে বিন্দুমাত্র ব্যস্ততাও নেই। এমনকি ফিটনেস ট্রেনিংও করতে দেখা যায়নি কাউকে। যেটা একাডেমি মাঠের বিরল চিত্রই বলা চলে। কাল একাডেমি মাঠে কয়েকজন মাঠকর্মীর ঘাস কাটা ছাড়া আর কোনো কার্যক্রমই চোখে পড়েনি দুপুরবেলায়। শুধু যে একাডেমি মাঠ, তা নয়। মিরপুরে কাল কোথাওই ক্রিকেটারদের আনাগোনা ছিল না।

এমনকি যাঁদের রোজকার কাজে মিরপুরের বিসিবি ভবনে আসতে হয়, সেই কর্মকর্তা-কর্মচারীদেরও কোনো তাড়াহুড়া চোখে পড়েনি। কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেল, ঢিমেতালে চলা দেশের ক্রিকেটে তাঁদেরও ব্যস্ততা কমে গেছে। এর মধ্যেই কথা হয় বিসিবির এক পরিচালকের সঙ্গে। সবকিছু কি স্থবির হয়ে গেল? প্রশ্নটা করতেই নাম প্রকাশ না করার শর্তে গম্ভীর মুখে উত্তর দিলেন, ‘সবাই আসলে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে। একেকজনের একেক রকম স্বার্থ। পুরো বিষয়টা তো নির্বাচনের পরই পরিষ্কার হবে। এখন তাই সবাই-ই একটু চুপচাপ থাকতে চাইছে।’

ক্রিকেটের ব্যস্ততা যে একদমই নেই, তা নয়। কাল পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিসিডিএম চ্যালেঞ্জ কাপ টি-টুয়েন্টির উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবির পরিচালকেরা। কিন্তু সেই টুর্নামেন্টও হচ্ছে আসলে ‘জোড়াতালি’ দিয়ে ক্রিকেট চালিয়ে নেওয়ার চেষ্টার অংশ হিসেবে। ক্লাবগুলোর বয়কটের কারণে ঘরোয়া ক্রিকেট অনেক দিন ধরেই অনিশ্চয়তার ভেতর দিয়ে যাচ্ছে। প্রথম বিভাগ ক্রিকেট এবার আটটি ক্লাব বয়কট করেছে। ক্রিকেটারদের দাবির মুখে সেই দলগুলোতে থাকা খেলোয়াড়দের নিয়ে আয়োজন হচ্ছে সিসিডিএম টি-টুয়েন্টি চ্যালেঞ্জ কাপ।

শুধু প্রথম বিভাগ ক্রিকেট নয়, ঢাকার ক্লাব ক্রিকেটে এই অনিশ্চয়তা শুরু হয়েছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের নির্বাচনের পর থেকেই। তাদের ‘অবৈধ’ আখ্যা দিয়ে ৪৮টি ক্লাব বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরনের ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ তাই হয়েছে প্রায় অর্ধেক ক্লাবকে ছাড়াই। সেই ধারাবাহিকতায় অনিশ্চয়তায় পড়ে গেছে ঢাকার ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ও বাংলাদেশের ক্রিকেটারদের আয়ের অন্যতম বড় উৎস ঢাকা প্রিমিয়ার লিগও। যেখানে ১২ ক্লাবের ৯টিই বয়কটের পক্ষে।

এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে ক্রিকেটারদের ওপর। বিপিএলের সময় সংবাদ সম্মেলনেই জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন বাংলাদেশ ক্রিকেটের অনিশ্চয়তায় ‘চিন্তা হচ্ছে’ বলে জানিয়েছেন। পরের খেলাটা কবে, তা–ও মনে করতে পারেননি তিনি। তবে জাতীয় দলের ক্রিকেটারদের কথা মাথায় রেখেই নতুন একটা টুর্নামেন্ট আয়োজনের চিন্তা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার, ‘বিসিএলটা আমাদের একটু ভিন্নভাবে আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু এখন যেহেতু জাতীয় দল বিশ্বকাপে যাচ্ছে না, তাই পরিকল্পনা বদলাতে হবে।’

জানা গেছে, ফেব্রুয়ারিতে টি-টুয়েন্টি বিশ্বকাপের সময় বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে সংস্করণের ম্যাচগুলো হবে, এপ্রিলে হবে চার দিনের ম্যাচগুলো।

আমার বার্তা/জেইচ

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) ব্যস্ততম দিন। লিগপর্বের শেষদিনে ৩৬ দলেরই ম্যাচ রয়েছে। কয়েকটি দল

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

ভিন্ন ভিন্ন মেজর টুর্নামেন্টে তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা অধরা রয়েছে ইগার শিয়াটেকের।

ভারতে ছড়িয়ে পড়েছে নিপাহ ভাইরাস, শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ভারতে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিপাহ ভাইরাস। ফলে বিশ্বকাপ আয়োজন নিয়ে গুরুতর

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল, বিসিবির প্রশ্নের মুখে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে চাওয়া শতাধিক বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের অ্যাক্রেডিটেশন বাতিল করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৭ ট্রিলিয়ন ডলারের বাজারে যুক্ত হচ্ছে ২০০ কোটি মানুষ

এনটিআরসিএর ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফল প্রকাশ

চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগমুহূর্তে দুর্ঘটনার কবলে ২ ফরাসি তারকা

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

বিশ্বকাপের ফাঁকা সময়ে কী করবেন বাংলাদেশের ক্রিকেটাররা

অতীতের সব রেকর্ড ভেঙে সোনার ভরি এখন ২ লাখ ৭০ হাজার টাকা

চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ, কার্যালয় ভাঙচুর

কিশোরদের মানসিক ক্ষতির অভিযোগে মেটা ও ইউটিউবের বিরুদ্ধে মামলা

বিএনপি ফ্যামেলি কার্ড দেওয়ার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: আসিফ মাহমুদ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বসাতে পশ্চিমবঙ্গকে নির্দেশ হাইকোর্টের

বিমান দুর্ঘটনায় ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫ জন

এবার গণতন্ত্র রক্ষার দায়িত্বও আপনাদের: তারেক রহমান

চার বছরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ১৮ লক্ষাধিক সেনা হতাহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

কুমিল্লায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় সংগীতশিল্পী আসিফ আকবর

অবতরণের সময় ভেঙে পড়ল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর বিমান

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত অন্তত ১২ জন

ইরানের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সৌদি আরব

‘সুপার-আর্থে’ প্রাণের বিকাশ নিয়ে আরও আশাবাদী হলেন বিজ্ঞানীরা

টেকনাফে পাহাড়ে কাজ করতে গিয়ে ছয় কৃষক অপহৃত