নেইমার কেমন খেলছে দেখব না, সম্পূর্ণ ফিট হলেই চলবে: আনচেলত্তি
দু’জন খেলোয়াড়কে কোচিং করানোর স্বপ্ন ছিল ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। এর মধ্যে একজন ফ্রান্সিসকো টট্টি। অবসর নেওয়ায় তাকে আর কোচিং করানোর সুযোগ নেই ডন কার্লোর। তবে অপরজনকে কোচিং করানোর সুযোগ আছে। তিনি হলেন নেইমার জুনিয়র।
সেজন্য শর্ত পূরণ করতে হবে