ই-পেপার সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে ইবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

ইবি সংবাদদাতা:
০৭ এপ্রিল ২০২৫, ১৬:১১

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটক থেকে তারা মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস পার্শ্ববর্তী শেখপাড়া বাজার ঘুরে একই স্থানে সমাবেশে মিলিত হয়। এই মিছিলে প্লাকার্ড হাতে শিক্ষার্থীরা ও স্থানীয় জনতা অংশ নেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে’, ‘ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে’, ‘বিশ্বের মুসলিম, এক হও লড়াই করো’, ‘বিশ্ব মুসলিম অস্ত্র ধর, ফিলিস্তিন স্বাধীন কর’, ‘ইজরাইল ইজরাইল, সন্ত্রাসী সন্ত্রাসী’, বয়কট বয়কট, ইজরাইল বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেয়।

সমাবেশে ছাত্রশিবিরের ইবি শাখার সেক্রেটারি ইউসুব আলী বলেন, গত রমজান থেকে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে গাজাবাসীর উপর বর্বরোচিত হামলা শুরু করেছিল। রাসুল (সা.) এর সময়েও হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করেছিল কাফের সম্প্রদায়। এভাবে তারা যখন যুক্তি ভঙ্গ করেছিল আল্লাহ তায়ালার সাহায্যে তারা পৃথিবীর বুক থেকে মুছে গিয়েছিল। আমরা ইসরাইলিদের বলে দিতে চাই, যেহেতু তোমরা চুক্তি ভঙ্গ করেছো তোমরাও বেশি দিন পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে না। অতি শীঘ্রই পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইলকে মুছে ফেলা হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এখনো ইসরাইলি পণ্য ব্যবহৃত হচ্ছে কিন্তু আমরা সচেতন হচ্ছি না। যারা ইসরাইলের পণ্য সরবরাহ করছে তাদেরকে আমরা সচেতন করে দিতে চাই। আমাদেরকেও সচেতন থাকতে হবে যেন আমরা ইসরাইলে পণ্য ব্যবহার না করি। আমরা প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাই, অতি শীঘ্রই পাসপোর্ট থেকে ইসরাইল ভ্রমণ নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশের সাথে ইসরাইলের সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে হবে এবং ফিলিস্তিনের জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট বলেন, ফিলিস্তিনের উপর যে হামলা চলছে ইসরায়েলের একার পক্ষে এ হামলা চালানো সম্ভব নয়। ইসরায়েলের পৃষ্ঠপোষকতা করছে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, বৃটেন এবং ভারত। ইসরায়েলকে বয়কট করার পাশাপাশি এদেরকেও বয়কট করতে হবে। ইসরায়েলের কর্মকাণ্ডে বোঝা যাচ্ছে তারা আগামীতেও এই গনহত্যা চালিয়ে যাবে। তাই শুধু বিক্ষোভ মিছিল করেই আমাদের কাজ সীমাবদ্ধ রাখলে হবে না।

তিনি আরো বলেন, ইতোমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে দামামা বেজে উঠেছে তার জন্য আমাদেরকেও শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি আমরা শুধু বিক্ষোভ মিছিল নিয়েই পড়ে থাকি তাহলে আজ গাযার যে পরিস্থিতি হয়েছে কাল আমাদেরও সেই একই পরিস্থিতি হবে। সারাবিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার সময় এসে গেছে।

এদিকে, গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান সন্ত্রাসী হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৯ এপ্রিল, বুধবার দুপুর ১২টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সর্বাত্মক শাট ডাউন প্রতিবাদ কর্মসূচী পালিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আমার বার্তা/আজাহারুল ইসলাম/এমই

বরখাস্ত হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা রহমান

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিতে সংহতি জানিয়ে ক্লাশ বর্জন করলে শিক্ষার্থীদের ডাবল অ্যাবসেন্ট দেওয়ার হুমকি

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান করলেন ইবি শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফার প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী। ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ নিয়ে বিতর্কিত মন্তব্য করা ড্যাফোডিল শিক্ষক বহিষ্কার

‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্যের পর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক তাহমিনা

প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কার্যক্রম বন্ধ

গাজায় ইসরায়েলের নৃশংসতা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বব্যাপী ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে পুঁজিবাজারে ধসে কিছু আসে যায় না: ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার সহযোগিতায় ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল

জাতীয় নির্বাচনে দেওয়ালে লিখে প্রচারণা নয়, থাকবে না তোরণ

ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল আফ্রিকান ইউনিয়ন

বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ পুনর্বহালের দাবি

মার্চে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩: মহিলা পরিষদ

বাংলাদেশকে তার মানচিত্র নতুনভাবে আঁকতে হতে পারে: রিজওয়ানা হাসান

রাষ্ট্র সংস্কারে সাধারণ মানুষের মতামত নিতে জরিপ চালাবে ঐকমত্য কমিশন

বিনা মূল্যে মাইক্রোসফটের এআই কোর্স, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার সুযোগ

ফিলিস্তিনিদের পক্ষে যা বললেন টাইগার ক্রিকেটাররা

বরখাস্ত হলেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাহমিনা রহমান

রোববার তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ

বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে অভূতপূর্ব সাড়া: বিডা চেয়ারম্যান

মুন্সীগঞ্জে মেডিকেল কলেজের জন্য জায়গা নির্ধারণ হয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসরায়েলি পণ্য ‌স্প্রাইট মাটিতে ফেলে ঢাকা উত্তর বিএনপির প্রতিবাদ

ত্বকে রেটিনল বা সিরাম ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা

শুল্ক প্রস্তাব ৩ মাসের জন্য স্থগিত চেয়ে ট্রাম্পকে ইউনূসের চিঠি

ফিলিস্তিনে ইসরায়েলি অব্যাহত গণহত্যায় বাংলাদেশের নিন্দা

বাংলাদেশ চা বোর্ডের লিখিত পরীক্ষা ১৮ এপ্রিল

অর্থবছরের ৯ মাসে রপ্তানি প্রবৃদ্ধি ১০.৬৩ শতাংশ