ই-পেপার শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২

চবি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আমার বার্তা অনলাইন:
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার সুষ্ঠু বিচার, প্রশাসনের দায়িত্বজ্ঞানহীন আচরণের প্রতিবাদ এবং নিরাপত্তা ও আবাসনসহ নানা সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীদের একাংশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন।

তাদের দাবিগুলো হলো:

১) শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে প্রক্টরকে বাদী হয়ে মামলা করতে হবে এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী হামলায় জড়িত থাকলে চাকরিচ্যুত করে শাস্তির আওতায় আনতে হবে।

২) হামলার পর বাসা ও কটেজ ছেড়ে যেসব শিক্ষার্থী অন্যত্র অবস্থান নিয়েছেন, তাদের দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এজন্য ৭২ ঘণ্টার মধ্যে উদ্যোগ নিতে হবে।

ক) কটেজ ও বাসার মালিকদের সঙ্গে আলোচনা করে লিখিতভাবে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যতদিন শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করবেন, ততদিন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

খ) এক সপ্তাহের মধ্যে দীর্ঘদিন অব্যবহৃত হলগুলো সংস্কার করতে হবে।

৩) নিরাপত্তা প্রদানে ব্যর্থতার দায় নিয়ে—

ক) উপাচার্যের অযাচিত বক্তব্য প্রত্যাহার করতে হবে।

খ) দায়িত্বহীন আচরণের জন্য প্রক্টরিয়াল বডিকে জবাবদিহি করতে হবে।

গ) ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর প্রশাসনের নেওয়া পদক্ষেপগুলো প্রকাশ করতে হবে।

৪) শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা বাহিনী গঠন করতে হবে এবং দক্ষ লোকবল নিয়োগ দিয়ে নিরাপত্তা দপ্তরকে ঢেলে সাজাতে হবে।

৫) দুটি জরুরি হটলাইন সার্ভিস চালু করতে হবে—

ক) শিক্ষার্থীদের প্রয়োজনে প্রক্টর অফিসের তত্ত্বাবধানে একটি হটলাইন সার্ভিস।

খ) যৌন নিপীড়ন নিরোধ কমিটির তত্ত্বাবধানে নারী নিপীড়ন বিরোধী সেল গঠন করে আলাদা হটলাইন সার্ভিস।

মানববন্ধনে আরবী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুজাহিদ উল্লাহ বলেন, ‘আজ আমরা মূলত পাঁচ দফা দাবিতে মানববন্ধন করছি। প্রথম দাবি ছিল ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের সনাক্ত করা। কিন্তু সেটি করা হয়নি, বরং অজ্ঞাতনামা মামলা করা হয়েছে। এজন্য আমরা আহত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির জবাবদিহির দাবিতে এখানে দাঁড়িয়েছি।’

মানববন্ধন চলাকালে শিক্ষা ও গবেষণা বিভাগের চতুর্থ বর্ষের আহত শিক্ষার্থী সাকিব আহমেদ অজ্ঞান হয়ে পড়লে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

আমার বার্তা/এল/এমই

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’ ইশতেহার ঘোষণা করেছে।  শনিবার (৬

প্রথম কাজ হবে ওয়ান বেড ওয়ান স্টুডেন্ট সিস্টেম চালু: আব্দুল কাদের

ডাকসু নির্বাচনে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি (সহ-সভাপতি) প্রার্থী আব্দুল কাদের বলেছেন, নির্বাচিত হলে আমাদের

ডাকসু নির্বাচনে ইসি অপেশাদার আচরণ করছে: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ ভিপি প্রার্থী আবু সাদিক

আবাসন-খাবারের মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব: সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে আবাসন সংকট নিরসন এবং খাবারের মান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে আনজুমান ট্রাস্টের ঐতিহাসিক জশনে জুলুছে ঈদ-এ মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত

অনির্দিষ্টকালের গণছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের আশঙ্কা

নিয়মিত অভিযান হলে নিষিদ্ধ জালের ব্যবহার কমবে: ফরিদা আখতার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সম্মেলন অনুষ্ঠিত

আজ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫৩তম মৃত্যুবার্ষিকী

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেওয়ানবাগ শরীফে বর্ণাঢ্য শোভাযাত্রা

আত্রাইয়ে পারিবারিক বিরোধের জেরে দেওয়াল কেটে আক্রমণের অভিযোগ

জাতীয় পার্টির অফিসে হামলা, দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র

জাপা কার্যালয়ে হামলায় গণঅধিকার জড়িত নয়, দায় চাপানো বড় স্পর্ধা

লাশ পোড়ানো নিন্দনীয়, ধর্মীয় অনুভূতি রক্ষায় প্রশাসন ব্যর্থ: হেফাজত

জাকসু নির্বাচনে ছাত্রদলের ৮ দফা ইশতেহার

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

ইয়েমেনের নাটকীয় জয়ে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

ফখরুল-গয়েশ্বরসহ ১৪৭ জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল

প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল

সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৬৪ জন

দেশ রক্ষার ক্ষমতা শুধু বিএনপির আছে: শামসুজ্জামান দুদু