পাবনা জেলার যে সব উপজেলা তুলনামূলক অবহেলিত, সেই সব এলাকার বৈষম্য কমানোর পাশাপাশি সমতা ফেরাতে কাজ করবে ঢাকাস্থ শেকড় পাবনা ফাউন্ডেশন। এজন্য ৯ উপজেলায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
বুধবার (২০ নভেম্বর) ঢাকার উত্তরা বোট ক্লাবে আয়োজিত অরাজনৈতিক সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশনের পরিচালনা কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খান হাবিব মোস্তফা।
বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি মো. ফজলুর রহমান, মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান খানসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
বৈঠকে সংগঠনের উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো ও সংগঠনের নিবন্ধন গ্রহণের ক্ষেত্রে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (আরজেএসসি) বিষয়ে সিদ্ধান্ত হয়। গত ৯ নভেম্বর অনুষ্ঠিত মিলনমেলার পর্যালোচনার পাশাপাশি বৈঠকে সংগঠনের আয়-ব্যয়ের অনুমোদন দেওয়া হয়।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ডিসেম্বর মাসের মধ্যে শেকড় পাবনা ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে থেকে ৯টি উপজেলার আলাদা কমিটি গঠন করা হবে। সংগঠনের সদস্য হতে হলে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে। সদস্যের ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা। এছাড়া মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
আমার বার্তা/এমই