রাজধানীতে ছুরিকাঘাতে মো. মাইন উদ্দিন মনু (২৩) নামের এক যুবক খুন হয়েছেন।
গতকাল বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাতে আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় ছুরিকাঘাতের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় জানায়নি।
নিহত মাইনুদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলায়। বর্তমানে তিনি মিরপুরের জনতা হাউজিং এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানান, বুধবার দিবাগত রাতে আগারগাঁওয়ের বিএনপি বাজারের পাশের একটি বাসার সামনে মাইন উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মাইন উদ্দিনকে। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।
আমার বার্তা/এল/এমই