ই-পেপার বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
দেশে দেশে আন্দোলন

ভারতের জেন জি কেন রাস্তায় নামছে না?

আমার বার্তা অনলাইন
২৩ অক্টোবর ২০২৫, ১১:১৮

দেশে দেশে যখন নিজেদের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে উঠছে তরুণ প্রজন্ম, তখন ভারতের জেন জি কেন রাস্তায় নামছে না? ভারতে ২৫ বছরের নিচে জনসংখ্যা প্রায় ৩৭ কোটি, অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি হচ্ছে তরুণ-তরুণী। স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তারা রাজনীতি, দুর্নীতি ও বৈষম্য সম্পর্কে সব সময়ই অবহিত থাকে। কিন্তু রাস্তায় নামা বা প্রতিবাদ করা তাদের কাছে ঝুঁকিপূর্ণ ও অকার্যকর বলে মনে হয়। ‘দেশদ্রোহী’ তকমা পাওয়ার ভয়, জাতি ও ভাষাভিত্তিক বিভাজন, বেকারত্বের চাপ, এবং কর্মসংস্থানের অনিশ্চয়তা তাদের নিরুৎসাহিত করে তুলছে।

এর বিপরীতে, এশিয়া ও আফ্রিকার অনেক দেশেই জেন জি প্রজন্ম সম্প্রতি একের পর এক আন্দোলনে মুখর। গত মাসে নেপালে তরুণদের নেতৃত্বে মাত্র ৪৮ ঘণ্টায় সরকার পতন হয়, মাদাগাস্কারে যুব আন্দোলনে ক্ষমতাচ্যুত হয় নেতা, ইন্দোনেশিয়ায় চাকরির সংকট ও বৈষম্যের বিরুদ্ধে বিক্ষোভে সরকারকে ছাড় দিতে হয়, আর বাংলাদেশে চাকরির কোটা ও দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভে সরকার পতন হয়।

কিন্তু ভারতে এখনো সে ধরনের ঢেউ দেখা যায়নি। যদিও কিছু ক্ষীণ প্রতিবাদের আভাস মিলেছে। লাদাখে রাজ্যের মর্যাদা দাবিতে বিক্ষোভে সহিংসতাকে অধিকারকর্মী সোনম ওয়াংচুক ‘জেন জির চাপা ক্ষোভের বিস্ফোরণ’ বলে বর্ণনা করেছেন। বিরোধী কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সম্প্রতি বলেছেন, ‘জেন জি প্রজন্মই ভোট জালিয়াতি ঠেকিয়ে সংবিধান রক্ষা করবে।’

কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের তরুণ সমাজ নেপাল বা বাংলাদেশের মতো কেন্দ্রীয়ভাবে সংগঠিত নয়। তাদের ক্ষোভ স্থানভিত্তিক ও বিচ্ছিন্ন, জাতীয় পর্যায়ে ঐক্যবদ্ধ আন্দোলনে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

ভারতে জেন জির মধ্যে বিভাজন

ভারতের তরুণ প্রজন্মের মধ্যে ধর্ম, ভাষা ও জাতিগত পরিচয়ভিত্তিক বিভাজন গভীর। কেউ বেকারত্ব বা শহুরে পরিকাঠামো নিয়ে চিন্তিত, কেউ জাতিভিত্তিক বৈষম্য নিয়ে সোচ্চার, আবার কেউ আঞ্চলিক অধিকার বা সংস্কৃতির প্রশ্নে রাস্তায় নামে। ফলে একটি অভিন্ন আন্দোলন গড়ে ওঠা কঠিন।

এর সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যান্টি-ন্যাশনাল’ তকমার ভয়। ২৩ বছর বয়সী রাজনীতি বিভাগের স্নাতক ধৈর্য চৌধুরীর ভাষায়, ‘ভারতে এখন প্রতিবাদ মানেই অনেকের চোখে দেশবিরোধিতা।’ এমনকি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতেও রাজনৈতিক কার্যক্রম ও মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে, যেগুলো একসময় ছিল ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র।

সরকার বলছে, তরুণদের শক্তি ও উদ্যমকে উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে কাজে লাগানোই তাদের লক্ষ্য। কিন্তু বাস্তবে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক চাপ অনেক তরুণকে বিদেশমুখী করছে। ২০২৪ সালের নির্বাচনে ১৮ বছর বয়সী ভোটারদের মধ্যে মাত্র ৩৮ শতাংশ ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। জরিপে দেখা গেছে, প্রায় ৩০ শতাংশ তরুণ রাজনীতি এড়িয়ে চলছেন।

তবু এই প্রজন্মের রাজনৈতিক সচেতনতার শিকড় গভীর। তারা দেখেছে ২০১০-এর দশকের আন্দোলনগুলো—আন্না হাজারের দুর্নীতি বিরোধী বিক্ষোভ, ২০১২ সালের দিল্লি ধর্ষণ মামলা নিয়ে উত্তাল প্রতিবাদ, ২০১৯ সালে নাগরিকত্ব আইন (সিএএ) ও কৃষি আইনবিরোধী ছাত্র আন্দোলন। তবে এসব আন্দোলনের পরিণতিও তারা দেখেছে—পুলিশি অভিযান, গ্রেফতার ও ‘দেশবিরোধী’ তকমা।

সমাজবিজ্ঞানী দীপঙ্কর গুপ্ত বলেন, যুবশক্তি অস্থায়ী—প্রতিটি প্রজন্ম নিজস্ব ইস্যুতে জাগে, আগের প্রজন্মের লড়াই উত্তরাধিকার হিসেবে নেয় না।

আজকের ভারতের জেন জিরা তাই আপাতদৃষ্টিতে নীরব, কিন্তু তাদের নীরবতার ভেতরে রয়েছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, অদম্য আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশা।

সূত্র: বিবিসি

ইউরোপজুড়ে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব, দেশে দেশে পোলট্রি খামার লকডাউন

ইউরোপজুড়ে বিভিন্ন দেশে বার্ড ফ্লুর নতুন ঢেউয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ

চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী

চীনের সহায়তায় হারানো এলাকা পুনর্দখলে নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এর জন্য টানা বিমান হামলা চালিয়ে যাচ্ছে

আসিয়ান সম্মেলন এড়িয়ে যাচ্ছেন মোদি, যাবেন না মালয়েশিয়া

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) সম্মেলনে অংশ নিচ্ছেন না ভারতের

সৌদিতে কর্মীর পাসপোর্ট জব্দ-ফি নেওয়া নিষিদ্ধ, প্লেনভাড়া দেবেন নিয়োগদাতা

সৌদি আরবে গৃহস্থালি কাজে সহায়তাকারী কর্মীদের কাছ থেকে নিয়োগ, পেশা পরিবর্তন, সেবা হস্তান্তর বা ওয়ার্ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর সায়দাবাদে নির্মাণাধীন ভবন থেকে বস্তাবন্দি যুবকের লাশ উদ্ধার

বেনাপোলে রাজস্ব আয়: বাণিজ্যে ১৪ কোটি ও ভ্রমণে ১৬ লাখ টাকা

মানি লন্ডারিংয়ের মামলায় সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

১৫ বছরের কর্মকর্তারা ১৫ মাসে পরিবর্তন হবে না: মঈন খান

ফার্মগেটে শিক্ষার্থীদের দাবির মুখে রিকশা ও ভাসমান দোকান সরালো পুলিশ

মগবাজারে দরজা ভেঙে কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে বাস থেকে ১৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

সৌদির গ্র্যান্ড মুফতি সালেহ ফাওযানের আলোচিত কয়েকটি ফতোয়া

কোনো ফরম্যাটেই অবসর নেননি বলে দাবি সাকিবের, বললেন শেষ ইচ্ছার কথা

ভোটের দায়িত্বে ইসলামী ব্যাংকের কাউকে না দেওয়ার প্রস্তাব বিএনপির

‘পরিবেশবান্ধব পোশাক কারখানা গড়তে বাংলাদেশের পাশে থাকবে চীন’

বৈষম্যহীন ন্যায়বিচার দাবি ‘আয়নাঘর’ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের

টানা ১০ ম্যাচে গোল কেইনের, উড়ছে বায়ার্ন মিউনিখও

ফার্মগেটে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

সিরাজগঞ্জের সেই কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঘরে পড়েছিল গৃহবধূর মরদেহ, স্বামীকে আটকে পুলিশে দিল প্রতিবেশীরা

সাগর-রুনি হত্যা : শেষবারের মতো ৬ মাসের সময় দিলেন হাইকোর্ট

সাগর-রুনির হত্যা মামলার তদন্ত শেষ হতে আর কত বছর, প্রশ্ন হাইকোর্টের

শেখ হাসিনার মামলার রায়ের দিন ধার্য হবে ১৩ নভেম্বর

সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিরা