প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকেরা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ—১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। ইতিমধ্যেই তার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই প্রার্থী।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে রূপগঞ্জের পাচাইখা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘আমাদের কাছে খবর আছে তারা নিজেরাই নিজেদের উপর হামলা ও ক্যাম্প পুড়িয়ে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে। তাই রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।’
এর আগে গত শুক্রবার রাতে উপজেলার নাউড়া এলাকায় নৌকার নির্বাচনি ক্যাম্পে আগুন দেয় স্বতন্ত্র প্রার্থীর ঘনিষ্ঠ অনুসারী প্রায় ৪২ মামলার আসামী মোশারফ বাহিনী। এই ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও এই পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি ভরসা আছে। তারা হয়তো আসামিদের খুঁজে পাচ্ছে না। দ্রুতই অভিযুক্তরা আইনের আওতায় আসবে বলে বিশ্বাস রাখি।'
মানুষ তার উন্নয়ন দেখে ভোট দিবে জানিয়ে বলেন, 'পুরো রূপগঞ্জে অনেক উন্নয়ন কাজ হয়েছে। মানুষ সেই উন্নয়ন দেখে ভোট দিবে। বিভিন্ন অলিগলিতে উন্নয়নের ছোয়া লেগেছে। এমন কোনো এলাকা নেই যেখানে আমাদের কাজ হয়নি। অনেকগুলো মেগা প্রকল্প চলমান রয়েছে। সেই কারনে প্রচার প্রচারণায় অনেক সাড়া পাচ্ছি। সারা রূপগঞ্জেই সাড়া পাচ্ছি। যেখানেই যাই সেখানেই ব্যাপক জনসমাগম হয়ে থাকে। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা আমাদের সাথে রয়েছে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে।'
আমার বার্তা/এমই