ঠাকুরগাঁওয়ে জনতার গনপিটুনিতে রুবেল নামে এক মোটরসাইকেল চোরের মৃত্যু হয়েছে।আজ বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার সময় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭ নং হাজিপুর, পাটুয়াপাড়া গ্রামের খলিলের ছেলে।
হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, সকালে যাদুরানী বাজারে মুদি দোকানদার আব্দুল মালেক তার মোটরসাইকেলটি দোকানের সামনে রেখে দোকানের তালা খুলছিলেন। এ সময় মোটরসাইকেল চোর রুবেল মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। দোকানদারের চিৎকারে আশপাশের লোকজন এসে রুবেলকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । রুবেলের নামে একাধিক চুরির মামলা রয়েছে।