ঢাকার ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের বস্তবদিয়া ও উত্তর দিগলগ্রাম কমিউনিটি ক্লিনিকে সঠিক সময়ে অফিস না করার অভিযোগ উঠেছে সেখানকার দায়িত্বপ্রাপ্ত সি.এইচ.সি.পি. রাবেয়া ও রিমার বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘ সময় ধরে দুইটি ক্লিনিকের কর্মকর্তারা নিয়মিত অফিসে উপস্থিত হচ্ছেন না।
এ বিষয়ে প্রশ্ন করলে রাবেয়া ও রিমা জানান, তারা গত ৫-৬ মাস ধরে বেতন পাচ্ছেন না, ফলে তাঁরা তাঁদের মত করে অফিস করেন। তবে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তারা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে, তারা সাংবাদিকদের অভিযোগ করেন যে সাংবাদিকদের পরিচয়পত্র (কার্ড) ভুয়া হতে পারে এবং তারা সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন। সাংবাদিকরা তখন প্রশ্ন করেন, "আপনারা কি নিয়মিত অফিসে আসেন?" তবে, কর্মকর্তারা সঠিক জবাব দিতে পারেননি।
এ বিষয়ে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমি এই বিষয়টি আপনার কাছ থেকেই শুনলাম। যদি ঘটনা সত্যি হয়ে থাকে, তবে আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"
এছাড়া, জাতীয় দিবসে পতাকা উত্তোলন করার নিয়ম থাকলেও, কমিউনিটি সেন্টারের কর্মকর্তারা ও কর্মচারীরা জাতীয় পতাকা উত্তোলন করেন না। তাদের দাবি, বাস ভেঙে যাওয়ার কারণে তারা জাতীয় পতাকা উত্তোলন করতে পারেননি।
এই ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন উঠেছে এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়েছে।