"বেতগ্রাম-তালা-পাইকগাছা-কয়রা সড়ক যথাযথ মানে উন্নতিকরণ (১ম সংশোধিত)" প্রকল্পের আওতায় স্থানীয় পর্যায়ে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি (অতিরিক্ত সচিব) মহাপরিচালক কানিজ মওলা।
এসময় সভাপতিত্ব করেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমডি (উপসচিব) উপ-পরিচালক মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভার্চুয়াল সংযুক্ত আইএমডি (উপসচিব) পরিচালক মোছা. নাজমা নাহার, ইউএনও ও প্রশাসক মাহেরা নাজনীন, টিম লিডার ইঞ্জি. মো. আবুল কাদের, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ইঞ্জি. শফিকুল ইসলাম।
প্রকল্পের আওতায় কাজ চলমান থাকলেও, সংশ্লিষ্ট এলাকার সড়ক ভেঙে পড়েছে এবং দ্রুত মেরামতের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এসময় বক্তারা সড়ক নির্মাণের মান উন্নয়ন, দুই লেন এ উন্নীতকরণ, বাঁক সরলীকরণ, কাজের ধীর গতি, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা দাবি করেন, সড়কের বাঁক সরলীকরণ এবং রোড সাইনগুলো দৃশ্যমান করা হলে দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। তারা আরও বলেন, রাস্তার উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয় ব্যবসা ও বাণিজ্য প্রসারিত হবে, বিশেষ করে মৎস্য ও তরমুজ ব্যবসা ব্যাপকভাবে উন্নতি লাভ করবে।
প্রকল্পটি জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৫ পর্যন্ত বাস্তবায়ন করা হবে। ডিসেম্বর ২০২৪ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৫৭.০৫% এবং ভৌত কাজের অগ্রগতি ৬৪.৫০% হয়েছে। অংশীজনগণ মনে করেন, দ্রুত প্রকল্পটি শেষ করা প্রয়োজন, যাতে এলাকার উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের গতি বৃদ্ধি পায়।
এ সময়, পরিবহন সমিতির সদস্য, শিক্ষক শিক্ষার্থী, ঠিকাদার, ব্যবসায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।