মাদারীপুর সদর হাসপাতালের দরপত্রে অনিয়মের অভিযোগে দুদকের একটি দল অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে দুদকের মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে একটি দল এ অভিযানে অংশ নেয়।
দুদকের সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, চলতি অর্থবছরে মাদারীপুর সদর হাসপাতালের ওষুধসামগ্রী, সার্জিক্যাল যন্ত্রপাতি, লিলেনসামগ্রী, গজ-ব্যান্ডেজ-তুলাসামগ্রী, কেমিক্যাল রিজেন্টসামগ্রী ও আসবাবপত্র সামগ্রীর ৬টি প্যাকেজের দরপত্র আহ্বান করে। মাদারীপুর সদর হাসপাতালের এ কাজে অনিয়ম হয়েছে বলে একটি অভিযোগ এসেছে।
তিনি বলেন, অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দরপত্রের বিভিন্ন নথিপত্র দেখতে চায় দুদক।
তিনি আরও বলেন, হাসপাতালের দরপত্রের কাগজপত্র অনুসন্ধান করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাখিল করা হবে।