মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের পথসভাকে ঘিরে মঞ্চ তৈরিসহ নেয়া হয়েছে নানা প্রস্তুতি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল থেকেই জেলাসহ শহরে নিরাপত্তার ব্যাপারে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানান পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন।
এনসিপির মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার বলেন, শহরের শহীদ রফিক চত্বরে পথসভাটি বিকেলে হওয়ার কথা থাকলেও বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে উদ্ভূত পরিস্থিতির কারণে একই স্থানে কিছুটা সময় পিছিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত হবে। সে জন্য আমরা মঞ্চ তৈরিসহ সাউন্ড-সিস্টেমের কাজ করছি। প্রশাসন শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আশা করছি কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুন্দর ভাবে পথসভাটি অনুষ্ঠিত হবে।
পুলিশ সুপার মোছ. ইয়াছমিন খাতুন বলেন, এনসিপির পথসভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকে-সাদা পোশাকে পুলিশ সদস্যদের প্রতিটি জায়গায় থাকবে বলেও জানান তিনি।
আমার বার্তা/এল/এমই