বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিবন্ধন পাওয়া ৯৬টি দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্তভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে ভোটে পর্যবেক্ষক হওয়ার যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস এবং বয়স সর্বনিম্ন ২১ বছর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে এবার নতুন নীতিমালা জারি করেছে এএমএম নাসির উদ্দিন কমিশন।
পর্যবেক্ষক হতে এইচএসসি পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে বৃহস্পতিবার (১৭ জুলাই) 'নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫'- জারি করেছে ইসি। সেই সঙ্গে পর্যবেক্ষকদের সর্বনিম্ন বয়স ২১ বছর করা হয়েছে।
আগে পর্যবেক্ষকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ছিল এসএসসি বা সমমান এবং পর্যবেক্ষকদের বয়স ছিল ন্যূনতম ২৫ বছর।
সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, এবার পর্যবেক্ষণ নীতিমালায় বেশ কিছু নতুন সংযোজন করেছে। বর্তমান কমিশন পর্যবেক্ষক হতে শিক্ষাগত যোগ্যতা বাড়াল এবং পর্যবেক্ষকদের ন্যূনতম বয়স কমিয়ে দিল।
তিনি জানান, সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় নিবন্ধন পাওয়া পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করা হয়েছে। নতুন নীতিমালার আলোকে আগ্রহী সংস্থাকে আবেদন করবে হবে এবং পুরো প্রক্রিয়া শেষ করে ৫ বছরের জন্য নিবন্ধন দেবে ইসি।
নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিনদিন পর্যবেক্ষণ করার বিধান যুক্ত করা হয়েছে। পর্যবেক্ষকদের বয়স ২১ বা তার বেশি হতে হবে; ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; কোনো নিবন্ধিত বা অনুমোদিত পর্যবেক্ষক সংস্থার মনোনীত হতে হবে।
কোনো রাজনেতিক দল বা দলের অঙ্গসংগঠন বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর সঙ্গে ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্টতা থাকতে পারবে না। কোনো রাজনৈতিক দল বা এর কোনো অঙ্গসংগঠনের সঙ্গে কোনোভাবে যুক্ত কেউ নির্বাচনে পর্যবেক্ষক হতে পারবে না।
নির্বাচন কমিশনে নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা তিন দিনের জন্য (নির্বাচনের আগের দিন, নির্বাচনের দিন ও নির্বাচনের পরের দিন) পর্যবেক্ষক মোতায়েন করতে পারবে।
আমার বার্তা/এমই