ই-পেপার শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
মাইলস্টোন ট্র্যাজেডি

দোলনায় দোল খেতে খেতে কবরে চলে গেল আয়মান

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৫, ০৯:৪২

প্রতিদিনের মতো ক্লাস শেষে স্কুলের দোলনায় দোল খাচ্ছিল চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আয়মান (১০)। হঠাৎ বিকট শব্দে একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান এসে বিধ্বস্ত হয় তার স্কুলে। বিধ্বস্ত বিমান থেকে উত্তপ্ত ফুয়েল এসে পড়ে আয়মানের পিঠ ও হাত-পায়ে। এতে শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয় তার। এরপর চারদিন চিকিৎসাধীন থাকার পরে শুক্রবার মৃত্যু হয়েছে তার।

শুক্রবার (২৫ জুলাই) রাত ৯টায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আয়মানের দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। নিহত আয়মান বাসুদেবপুর গ্রামের বাপ্পি হাওলাদার ও আয়েশা আক্তার কাকন দম্পতির মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আয়মানের বাবা বাপ্পি হাওলাদার তার ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। গত সোমবার দুপুরে মা আয়েশা আক্তার কাকন অপেক্ষায় ছিলেন তার ফুটফুটে মেয়ে আয়মান ক্লাস শেষে বাড়ি ফিরবে। এসেই এটা-ওটা নিয়ে বায়না করবে আদুরে মেয়েটি। কিন্তু বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান তার স্কুলে বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ হয়েছে আয়মান। শরীরে ৪০ শতাংশ দগ্ধ নিয়ে এমন খবর স্কুলের এক শিক্ষিকার মোবাইল থেকে তার বাবাকে জানায় সে। খবর পেয়েই কান্নায় ভেঙে পড়ে মা আয়েশা আক্তার কানন।

বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে আয়মান চিকিৎসাধীন অবস্থায় তার পরিবারকে জানায়, কেমন ছিল সেই ভয়ানক মুহূর্তটি। আয়মানের বরাত দিয়ে তার পরিবারের সদস্যরা গণমাধ্যমকে জানায়, প্রতিদিনের মতো স্কুলের ক্লাস শেষ করে স্কুলের দোলনায় দোল খাচ্ছিল আয়মান। ছুটির ঘণ্টা পড়লেই বাড়ি গিয়ে কী কী করবে, তা ভাবছিল সে। এমন মুহূর্তে হঠাৎ বিকট শব্দে একটি যুদ্ধবিমান এসে বিধ্বস্ত হয় তার স্কুল মাইলস্টোনে। আয়মান তখন পালানোর চেষ্টা করলে বিমানের জেট ফুয়েল এসে পড়ে তার শরীরে। এতে তার পিঠ ও হাত-পা ঝলসে যায়। ওই অবস্থায় আয়মান তার এক শিক্ষিকার কাছে গিয়ে তার মোবাইল থেকে পরিবারকে বিষয়টি জানায়। এরপর তার বাবা বাপ্পি হাওলাদার তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। সেখানে চারদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মৃত্যু হয় তার।

ছোট্ট আয়মানের মৃত্যুর খবর শরীয়তপুরের গ্রামের বাড়ি পৌঁছালে পুরো এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। দোলনায় দোল খেতে খেতে মৃত্যুর কোলে ঢলে পড়া আয়মানের প্রথম জানাজা শুক্রবার জুম্মার নামাজের পরে রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হয়েছে। এরপর সেখান থেকে তার মরদেহ সন্ধ্যায় গ্রামের বাড়ি পৌঁছায়। পরে রাত ৯টায় তার দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আয়মানকে তাদের পারিবারিক কবরস্থানে তার দাদা মাজেদ হাওলাদারের কবরের পাশে দাফন করা হবে।

আয়মানের প্রতিবেশী সিনহা জুয়ালিদ রাফি বলেন, আয়মান যখন বাড়িতে আসতো আমাকে জড়িয়ে ধরতো। খুব মিষ্টি করে কথা বলতো। এজন্য সে সবার আদরের ছিল। ঠিক ফুলের মতো ছিল আয়মান। আজ তার এভাবে চলে যাওয়া আমরা কেউ মেনে নিতে পারছি না। এভাবে আর কারও মৃত্যু যেন না হয় এটাই আমাদের কামনা।

আয়মানের ছোট মামা শামীম আহম্মেদ বলেন, আমার ভাগ্নি চলে গেছে সবাই ওর জন্য দোয়া করবেন। আমি সাংবাদিকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে জানাতে চাই, একজন প্রশিক্ষণরত পাইলট নির্দিষ্ট স্থান ব্যতিত কীভাবে জনবহুল স্থানে টেস্টিং করে? তদন্তের মাধ্যমে এটা আমি জানতে চাই। এ রকম যদি করতে থাকে শুধু আমার ভাগ্নি আয়মান না এমন অনেক আয়মান ভবিষ্যতে চলে যাবে। আমরা চাই, এভাবে আর কোনো ফুলের মৃত্যু না হোক।

এ বিষয়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোহাম্মদ মোজাহেরুল হক বলেন, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা জানতে পেরেছি চিকিৎসাধীন অবস্থায় আয়মান মারা গিয়েছে। উপজেলা প্রশাসন নিহত পরিবারের পাশে থাকবে।

আমার বার্তা/এমই

কুমারখালী যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

 কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়ন শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬

ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার বাদীকে হুমকি-দমকী, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন 

ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের রামচন্দ্রপুর (বাল্লক) গ্রামে আক্তার হোসেন নামে এক ব্যক্তি গতকাল শনিবার (২৬

মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের কবরে বিজিবি ও শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধা

রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন

মহেশপুর সীমান্ত থেকে ৬ কোটি টাকা মূল্যের ৩১ স্বর্ণের বার উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬ কোটি টাকা মূল্যের ৩১ স্বর্ণের বার উদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী যদুবয়রা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

ব্রাহ্মণপাড়ায় হত্যা মামলার বাদীকে হুমকি-দমকী, অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন 

প্রয়াত আবদুল্লাহ হিল রাকিব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি: আমিনুল হক

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

জুলাই শহীদদের স্মরণসভায় অনুপস্থিত উপদেষ্টারা, ক্ষোভ রাশেদ খানের

বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: গণশিক্ষা উপদেষ্টা

লিবিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়, আটক ১৫০০

২১ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক জব্দ করেছে কোস্ট গার্ড, দুই পাচারকারী আটক

এয়ার টিকেট সিন্ডিকেটে জড়িত আওয়ামী নেতা জুম্মন চৌধুরী

চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা: মোস্তফা জামাল

জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ উপদেষ্টা

সেপ্টেম্বরে আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ

মাইলস্টোনের শিক্ষিকা মাহরিনের কবরে বিজিবি ও শিক্ষার্থীদের ফুলেল শ্রদ্ধা

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে সরকার অর্থ ছাড় বন্ধ রাখায় বড় বিপর্যয়ে সিআরইসি

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ১৪ রাজনৈতিক দল-জোট

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ‘শিক্ষক-শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জন

রিজিওনাল সেলস ম্যানেজার পদে নিয়োগ দেবে ওয়ালটন

খাল দখলকারীদের মনোনয়ন দেওয়া হবে না: আমীর খসরু

সুস্থ, সতেজ এবং উজ্জ্বল ত্বক পেতে করণীয়