ই-পেপার রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৩ কার্তিক ১৪৩২

মাছ নেই ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের মৎস্য অভয়াশ্রমে

আমার বার্তা অনলাইন
১৯ অক্টোবর ২০২৫, ১৩:০৬

প্রতি বছরের ন্যায় এবারো ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ও আকচা ইউনিয়নের সুক নদীর তীরে বুড়ির বাঁধে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী মাছ ধরার উৎসব। বাঁধের গেট খুলে দেওয়ার পর আশপাশের গ্রাম থেকে হাজারো মানুষ এই উৎসবে অংশ নেয়। তবে পানি উন্নয়ন বোর্ডের ঘোষিত মৎস্য অভয়াশ্রম বুড়ির বাঁধে ৩ জেলা হতে মাছ ধরার প্রত্যাশা নিয়ে যোগ দিলেও মাছ না পেয়ে ফিরে গেছেন মৎস্য শিকারিরা। এতে অনেকের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুল ইসলাম বাঁধের গেট খুলে দিয়ে মাছ ধরা উৎসবের উদ্বোধন করেন। শরিবার সারাদিন সেখানে চলেছে মাছ ধরার উৎসব।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৫১-৫২ সালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এ অঞ্চলের কৃষিজমিতে সেচের সুবিধার জন্য এখানে একটি জলকপাট (সুইসগেট) নির্মাণ করা হয়। সারা বছর এই বাঁধে মাছ ধরা নিষিদ্ধ থাকলেও, প্রতি বছর পানি ছেড়ে দেওয়ার সময় মাছ ধরার অনুমতি দেওয়া হয়। এ সময় মৎস্য অধিদফতরের উদ্যোগে ছাড়া মাছের পোনা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলো (আকচা ও চিলারং ইউপি) দেখভাল করে। প্রায় ৫০ একর এলাকাজুড়ে বিস্তৃত বুড়ির বাঁধ এখন একটি মৎস্য অভয়াশ্রম হিসেবে পরিচিত।

শনিবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা যায়, জাল, পলো আর মাছ রাখার পাত্র খলই নিয়ে ভোর থেকেই বাঁধ এলাকায় জড়ো হয় হাজারো মানুষ। কেউ ভেলায়, কেউ ছোট নৌকায় করে মাছ ধরছেন। এ যেন মাছ ধরার প্রতিযোগিতা। আর বাঁধে দাঁড়িয়ে তাদের উৎসাহ দিয়ে যাচ্ছেন বন্ধু-বান্ধব ও স্বজনরা। মাছ ধরার জন্য আশপাশের কয়েক গ্রামের ও জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ যেন ভেঙে পড়েছে নদীর তীরে। এতে লোকে লোকারণ্য হয় এলাকাটি।

তবে মাছ ধরতে আসা সবারই অভিযোগ, মাছ না পাওয়ার। রাত থেকে জাল ফেলেও কাঙ্ক্ষিত মাছ পাননি অনেকেই। দেশীয় প্রজাতির মাছ নেই বললেই চলে। গত কয়েক বছর আগেও এই বাঁধে প্রচুর দেশীয় মাছ ধরা পড়ত। কিন্তু এখন মিলছে না কাঙ্ক্ষিত মাছ। রোববার (১৯ অক্টোবর) অনেককে মাছ শিকারে গিয়ে খালি হাতে ফিরতে দেখা গেছে।

বিজ্ঞাপন

শহর থেকে দেশীয় মাছ ক্রয় করতে যাওয়া ক্রেতারা অভিযোগ করে বলেন, এখানে শহরের তুলনায় মাছের দাম অনেক বেশি। দেশীয় মাছ তেমন পাওয়া যায় না। যাও পাওয়া যাচ্ছে কিন্তু দাম অনেক। পুটি মাছ যেখানে বাজারে দাম ৩০০ টাকা এখানে চাওয়া হচ্ছে ৪০০ টাকা। তাই অনেক ক্রেতাই মাছ ক্রয় করতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরছেন।

সদর উপজেলার নারগুন এলাকা থেকে মাছ ধরতে আসেন রমজান আলী। কয়েক ঘণ্টা ধরে টানা জাল ফেলেও হতাশ হতে হয় তাকে। আধা কেজী মাছও ওঠেনি তার জালে। অবশেষে জাল গুটিয়ে নেন তিনি। আক্ষেপ নিয়ে তিনি বলেন, এই উৎসব আর আগের মতো নেই। এখানে আর সাধারণ মানুষ মাছ ধরতে আসবে না। কারণ বাঁধের আশপাশে যাদের জমি রয়েছে তারা চারদিকে ঘিরে খাবার দিয়ে মাছ আটকে রেখেছে। এছাড়া বাঁধের পানিতে শত শত নিষিদ্ধ জাল ব্যবহার করা হচ্ছে। এমন করে চলতে থাকলে এই উৎসব একদিন হারিয়ে যাবে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাছ শিকারে বাঁধে সময় কাটান খোকন আলী। অভিযোগের সুরে তিনি বলেন, মাছগুলো ঘেরে আটকে দেওয়া হয়েছে। এখানে মৎস্য উৎসবের চেয়ে তামাশা চলছে বেশি। কিন্তু লক্ষ্য করে দেখেন চারদিকে ঘের দিয়ে রেখেছে প্রভাবশালীরা। খাবার দিয়েছে ঘেরে। আমরা যারা দূর থেকে মাছ ধরতে এসেছি তারা এখানে বেকার সময় নষ্ট করছি।

আত্মীয়-স্বজন নিয়ে মাছ ধরা দেখতে আসা রফিকুল ইসলাম বলেন, উৎসবটি আর ঐতিহ্যবাহী মৎ‍স্য উৎসব নেই, ব্যক্তি উৎসবে পরিণত হয়েছে। সামাজিকভাবে এর সমাধান দরকার। নয়তো একদিন এই উৎসব হারিয়ে যাবে। ছোটবেলা থেকেই এখানে উৎসব দেখে বড় হয়েছি। এই অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে দিনটি মিশে আছে। কিন্তু দুঃখের বিষয়।

এখানে আগের মতো ভাতৃত্ববোধটুকুও নেই। আগে এমন ঘের ছিল না। উন্মুক্তভাবে মাছ শিকার করতাম আমরা। এখন এখানে ঘের দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, সারাবছর নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করা হয়। এখন আবার ঘের দিয়ে মাছ আটকে রেখেছে প্রভাবশালীরা। আমরা যেখানে জাল ফেলছি এখানে হাজার হাজার জাল পড়ছে। এখানে পানিও অনেক, তবে মাছ নেই। বাঁধের আশপাশে যাদের জমি আছে এ উৎসব শুধু তাদের জন্যই বলে মনে হচ্ছে এখন। এখানে আমাদের কিছুই বলার নেই।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, প্রতিবছর বাঁধের পানিতে কমবেশি মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে তা এলাকাবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এখন সেই মাছ ধরতে শত শত মানুষ জড়ো হয়েছেন। মাছ ছাড়ার পর থেকেই কিছু অসাধু ব্যক্তি পোনামাছ নিধনে রিং জাল বসিয়ে রাখে। এসব খবর পাওয়ার পর মাঝমধ্যে অভিযান পরিচালনা করে জাল পুড়িয়েও দেওয়া হয়েছে। তারপরও যদি মাছ না পাওয়া যায় তাহলে আমাদের কিছু করার নেই।

ঠাকুরগাঁও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যাকারিয়া বলেন, আমরা আশা করি, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয়ভাবে মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে মাছ না পেয়ে অনেকে কেন খালি হাতে ফিরে যাচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি এড়িয়ে যান।

আমার বার্তা/জেএইচ

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা ও পণ্য পরিবহনে স্থবিরতা

চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ির গেট পাস ফি বৃদ্ধি নিয়ে অচলাবস্থা দেখা দিয়েছে। ফি ৫৭ টাকা

সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা

সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বাংলা নিউজ ডটকমের সাবেক জামালপুর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

প্রাইমমুভার ও সিঅ্যান্ডএফ শ্রমিকদের কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। বন্দর থেকে সব ধরনের পণ্য

কুষ্টিয়ায় ঘুমন্ত ভ্যানচালককে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া সদর উপ‌জেলায় মোশারফ হোসেন মুসা নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামা ও পণ্য পরিবহনে স্থবিরতা

৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল-খরচ মওকুফ

কার্গো ভিলেজে আগুন পোশাকশিল্পের জন্য বড় ক্ষতি: বিজিএমইএ

নারী স্বাস্থ্যে সচেতনতা বাড়াতে ডিআইইউতে ব্রেস্ট ক্যান্সার সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশে ইসোয়াতিনির অনারারি কনসাল নিযুক্ত হলেন মোরশেদুল আলম

সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা

আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশা শিক্ষা উপদেষ্টার

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

আমদানি করা সব পণ্য আগুনে পুড়ে ধ্বংস হয়েছে: বশিরউদ্দীন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে শিক্ষার্থীদের ভাবনা

ডিআইইউ শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিতের প্রচেষ্টা

শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকান্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ

বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলো গণফোরাম

নির্বাচন কমিশন জংলি কায়দায় চলছে : পাটোয়ারী

শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে: সালাহউদ্দিন

তহবিল সংকটে জা‌তিসংঘ, দেশে ফিরবেন ১৩১৩ শান্তিরক্ষী

রাতে শুষ্ক কাশি? জেনে নিন ঘরোয়া সমাধান

যেভাবে লাহোরে বায়ুদূষণ ৭০ শতাংশ কমালো পাকিস্তান