ই-পেপার বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৫, ১৮:২৮

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে রংপুর জিলা স্কুল মোড়ে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন দলের নেতাকর্মীসহ নানা পেশার মানুষ অংশ নেন। এ সময় ‘উত্তরের এই বৈষম্য, মানি না মানবো না’, ‘সবার প্রাপ্য সবাই পায়, আমার বেলায় বাজেট নাই’, ‘তিস্তাপাড়ের কান্না আর না আর না’ এবং ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এতে বক্তব্য দেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, সদস্য বখতিয়ার শিশির, জামায়াতে ইসলামীর মহানগর কমিটির সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, এনসিপি নেতা আলমগীর নয়ন, আলমগীর কবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক খন্দকার নাহিদ হাসান, ইমরান আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার বুক চিরে প্রবাহিত হয়েছে তিস্তা নদী। তিস্তাপাড়ের দুই কোটি মানুষের কাছে এটি সাধারণ একটি নদী হলেও আমাদের আনন্দ-বেদনা, শিল্প ও সংস্কৃতির অংশ। বর্ষা মৌসুমে আমাদের মায়েদের চোখের পানি বৃদ্ধি পায়, বাবাদের হাহাকার বাড়ে। ভারত এই নদীর উজানে বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানি প্রত্যাহার করে নিচ্ছে। ফলে উত্তরাঞ্চল ক্রমে মরুময় হয়ে পড়ছে। প্রাণ ও প্রকৃতি মারাত্মক হুমকির মুখে পড়েছে। অপরদিকে বর্ষা মৌসুমে আকস্মিকভাবে পানি ছেড়ে দেওয়ায় স্বল্পমেয়াদি বন্যায় ওই পাঁচ জেলার ঘরবাড়ি, ফসলের জমি, রাস্তাঘাট ও অবকাঠামো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রতি বছর সহস্রাধিক মানুষ নিঃস্ব হয়ে পড়ছে।

বক্তারা আরও বলেন, এমন পরিস্থিতিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীপাড়ের মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। পূর্ববর্তী সরকার তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ভোট নিলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা জানুয়ারিতে তিস্তা প্রকল্পের কাজ শুরুর আশ্বাস দিয়েছেন। তবে নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করলে এ প্রকল্প ঝুলে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন আন্দোলনকর্মীরা। তাই নির্বাচনী তফসিল ঘোষণার আগেই নিজস্ব কোষাগারের অর্থে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার দাবি জানান তারা। সরকার এটি বাস্তবায়ন না করলে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষকে সঙ্গে নিয়ে কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আন্দোলনকারীরা বলেন, সরকার যদি আগামী নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না করে, তাহলে শাটডাউন, রোড ব্লকেডসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য এ আন্দোলন চালিয়ে যাব।

এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘স্তব্ধ রংপুর’ কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

কর্মসূচিতে আহ্বানে জানানো হয়েছে রংপুর বিভাগের পাঁচ জেলার সর্বস্তরের মানুষকে। শিক্ষার্থী-শিক্ষক, কৃষক-শ্রমিক, ব্যবসায়ী, দোকানদার, ক্রেতা-বিক্রেতা, পরিবহন মালিক ও শ্রমিকসহ অফিস-আদালতের কর্মকর্তা-কর্মচারী যে যেখানেই থাকবে, সেখানে বেলা ১১টায় নিজের কাজ বন্ধ করে ১৫ মিনিট নীরবভাবে দাঁড়িয়ে থাকবে। যানবাহন চালকেরাও-মোটরসাইকেল, বাইসাইকেল, ট্রাক, বাস কিংবা ট্রেন-ওই সময় থামিয়ে ১৫ মিনিট অবস্থান করবেন। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকরা ক্লাস গ্রহণ থেকে বিরত থাকবেন এবং শিক্ষার্থীরাও শ্রেণিকক্ষে কার্যক্রম বন্ধ রাখবেন।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এ কর্মসূচির ডাক দেন।

আমার বার্তা/এমই

মোংলায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোংলার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি সাইলো সংলগ্ন নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার অসুস্থ পর্যটকের মৃত্যু, আটক ৪

কক্সবাজার শহরের কলাতলি এলাকার একটি আবাসিক হোটেল থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার হওয়া এক পর্যটকের হাসপাতালে

ঝিনাইদহে পচা মাংস বিক্রি করায় জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশ ও পচা মাংস বিক্রয়ের দায়ে ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাংস বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ

টুঙ্গিপাড়ায় সবধরনের দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। উপজেলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা

সাব-জেল কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে চরিত্র হননের চেষ্টা করছে পুলিশ: শিক্ষক সমিতি

আফগানদের ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য: প্রধান উপদেষ্টা

ওমান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে: ওমানে তুরস্ক রাষ্ট্রদূত

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

পারস্পরিক সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশকে সহযোগিতা: ল‍্যাভরভ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ জন

অন্ধদের জন্য যুগান্তকারী আবিষ্কার এআই প্রযুক্তি

চলতি মাসেই ২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত

মোংলায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার অসুস্থ পর্যটকের মৃত্যু, আটক ৪

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বাতিল করা হলো ৫০ বছর পুরোনো নিয়ম

রাকসুর নির্বাচিতদের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর

ক্লাব ক্রিকেটের অনিয়ম স্বীকার করে সমাধানের আশ্বাস বিসিবির

ঝিনাইদহে পচা মাংস বিক্রি করায় জরিমানা

বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে: আমীর খসরু

টুঙ্গিপাড়ায় সবধরনের দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি