
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” স্লোগানকে সামনে রেখে ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে জনসচেতনতামূলক বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মাদক, জুয়া, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ধর্মপাশা উপজেলা অফিসার ইনচার্জ এনামুল হক। এছাড়া আরও বক্তব্য রাখেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর ধর্মপাশা উপজেলা সেক্রেটারি কাজী মোখলেছুর রহমান,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধর্মপাশা উপজেলা সেক্রেটারি জহিরুল ইসলাম রানা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সুনামগঞ্জ স্কুল সম্পাদক রাকাব আহমদ শিশির,ধর্মপাশা উপজেলা সভাপতি সুয়াইবুর রহমান, ৫নং সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন এর বিএনপির সভাপতি বশির আহমদ।
এ সময় জনসাধারণ, জনপ্রতিনিধি, স্কুল-কলেজ, মসজিদ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

