
পদোন্নতির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজসহ জেলার ৮টি সরকারি কলেজের ১৫১ বিসিএস শিক্ষা ক্যাডার প্রভাষক।
রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে প্রভাষক পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে অনির্দিষ্টকালের এ কর্মবিরতি শুরু করেন।
এ সময় অনতিবিলম্বে বিভাগীয় পদোন্নতি কমিটির সভা সম্পন্ন করা, ৩২ থেকে ৩৭তম ব্যাচ পর্যন্ত পদোন্নতিবঞ্চিত প্রভাষকদের ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি জারি, যোগ্য সকলের জন্য সুপারনিউমারারি পদ সৃষ্টি করা এবং পূর্বের সকল পদোন্নতি জটিলতা নিরসনের দাবি জানান।
তাদের অভিযোগ, বিভিন্ন ক্যাডারে নিয়মিত পদোন্নতি হলেও পদোন্নতির সকল শর্তপূরণ করেও একজন প্রভাষককে ১০ থেকে ১৩ বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে; তবুও পদোন্নতি মিলছে না। এ কারণে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন তারা।
আমার বার্তা/এল/এমই

