
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মুন্সিগঞ্জ জেলা বিএনপি, গজারিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ ২২ নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া–৩ আসনে জাতীয়তাবাদী বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীক প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় লিপ্ত না থেকে দলের বৃহত্তর একটি অংশ স্বতন্ত্র প্রার্থী, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের পক্ষে কাজ করছে।
দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একাধিক শীর্ষ নেতা বহিষ্কৃত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা প্রতীকে জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচার-প্রচারণায় জড়িত থাকায় অনেকেই বহিষ্কার আতঙ্কে ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় গজারিয়া উপজেলার রসুলপুর বিএনপি কার্যালয় প্রাঙ্গণে একযোগে জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২২ জন নেতাকর্মী স্বেচ্ছায় পদত্যাগ করেন।
পদত্যাগকারী শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন—
গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক, মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, রনি মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন, গিয়াস উদ্দিন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুল ইসলাম ওহিদ, জাহাঙ্গীর মাতাব্বরসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২২ জন নেতা।
পদত্যাগকারী নেতাদের পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক জানান, মুন্সিগঞ্জ সদর ও গজারিয়ার বৃহত্তর বিএনপি নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে এবং দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এর প্রতিবাদে একযোগে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণার ঘোষণা দেওয়া হয়েছে।
একসঙ্গে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাকর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কা সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। তারা জানান, ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফেসবুকে বহিষ্কারের ঘোষণা দিয়ে বিএনপি-সমর্থক নির্যাতিত নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করছেন এবং ধানের শীষে যোগ না দিলে বহিষ্কারের হুমকি দিচ্ছেন।
দুর্দিনে নির্যাতিত ও নিপীড়িত বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে, যার ফলাফল হিসেবেই এই স্বেচ্ছায় গণপদত্যাগ। পদত্যাগকারী নেতারা জানান, এতে স্বতন্ত্র প্রার্থী ফুটবল মার্কার সমর্থকদের মধ্যে জোয়ার সৃষ্টি হবে।
অন্যদিকে, বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষ প্রতীক প্রার্থীর নির্বাচনী পরিচালনা কমিটির অন্যতম সদস্য ও মুন্সিগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী জানান, পদত্যাগ ঘোষণার আগ পর্যন্ত তারা সবাই বিএনপির নেতাকর্মী হিসেবেই গণ্য ছিলেন।
তিনি আরও বলেন, বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। কয়েকজন নেতাকর্মীর পদত্যাগে বিএনপির ভোটার ও সমর্থকদের মধ্যে কোনো প্রভাব পড়বে না। ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, মুন্সিগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীক একাধিকবার বিজয়ী হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ফলাফল একই হবে।
আমার বার্তা/জেইচ

