ই-পেপার সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

যুক্তরাষ্ট্রের কিছু পণ্যে অর্ধেকের বেশি শুল্ক কমাতে পারে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪১

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানোর লক্ষ্যে দ্রুতই ট্রাম্পের শুল্ক কমাতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। সম্প্রতি বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের পণ্য পারস্পরিক শুল্ক আরোপ করেছেন। ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের পণ্যে।

ট্রাম্পের ঘোষণার পর পরবর্তী করণীয় ঠিক করতে শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক হয়। সেই বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা উপস্থিত ছিলেন। বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে গ্যাস টারবাইন, সেমিকন্ডাক্টর ও চিকিৎসাসামগ্রী আমদানিতে ৫০ শতাংশ শুল্কছাড়ের প্রস্তাব দিতে পারে বাংলাদেশ। এছাড়া বিভিন্ন শস্য, তুলাসহ যেসব পণ্যে শুল্ক নেই, সেসব পণ্য বিনাশুল্কে আমদানির নীতি অব্যাহত রাখা হবে। বাংলাদেশ এরই মধ্যে বেশ কিছু মার্কিন পণ্য বিনাশুল্কে আমদানি করছে। সেগুলো হলো কটন বা সুতা, ভাঙা বা আস্ত সয়াবিন, তরলীকৃত বিউটেনাস, সমুদ্রগামী জাহাজ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস।

বিডার সভায় সিদ্ধান্ত হয়, ফলপ্রসূ আলোচনা ও সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ আগামী তিন মাসের জন্য এই শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত রাখার আহ্বান জানানো হতে পারে ট্রাম্প প্রশাসনকে। সভায় আরও সিদ্ধান্ত হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে চিঠি লেখা হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিডার সভায় আরও জানানো হয়, শুল্কবাধা অপসারণের পাশাপাশি অশুল্কবাধা অপসারণের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। তার মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রের কটন বা সুতা আমদানির ক্ষেত্রে ফিউমিগেশনের শর্ত বাতিল করা, যুক্তরাষ্ট্রের সুতা গুদামজাত করার অনুমতি দেওয়া, মার্কিন কৃষি ও প্রযুক্তিপণ্য কেনায় অগ্রাধিকার দেওয়া ইত্যাদি। পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সেসব শীর্ষ কোম্পানি ব্যবসা করে যেমন- ওয়ালমার্ট, শেভরন, মেটা, টেসলা ও বোয়িংয়ের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দের প্রস্তাব দেওয়া হবে।

আরও জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে আরও চারটি পণ্য আমদানি করার সিদ্ধান্ত হতে পারে। সেগুলো হলো ক্যালসিয়াম কার্বনেট, তাজা অথবা হিমায়িত পশুর মৃতদেহ (মাংসের জন্য), হাড়সহ পশুর মাংসের তাজা বা হিমায়িত টুকরা, হাড়বিহীন তাজা ও হিমায়িত পশুর মাংস।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ভেবেছিলাম চীনের ওপর ট্রাম্প প্রশাসন বাড়তি শুল্ক আরোপ করায় দেশে বিনিয়োগ বাড়বে। এখন আমাদের ওপরও শুল্ক বসিয়েছে। আমরা বলেছি, এত শুল্ক থাকলে আমাদের দেশে বিনিয়োগ আসবে না। দ্রুতই সরকারের তরফে শুল্ক কমানোর উদ্যোগ নিতে হবে।

বিডার সভায় বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বিকেএমইএর নির্বাহী সভাপতি শামীম এহসান প্রমুখ অংশ নেন।

এছাড়া ট্যারিফ কমিশনের সাবেক সদস্য মোস্তফা আবিদ খান, পিআরআইয়ের চেয়ারম্যান জায়েদী সাত্তার, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় তেলের দামে ধস

সোমবার (৭ এপ্রিল) তেলের দামে ধস নেমেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

খালিদ মাহমুদের নামে অবৈধ সম্পদের মামলা

প্রায় ৬ কোটি টাকার অবৈধ সম্পদ ও সাড়ে ১৩ কোটি টাকার বেশি সন্দেহভাজন লেনদেনের অভিযোগে

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন: গভর্নর

নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক ৮০০-৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। সেখান

নতুন শুল্ক নীতির প্রভাব পড়তে শুরু করেছে রপ্তানী খাতে

নতুন শুল্ক নীতির প্রভাবে রপ্তানী খাতে এসেছে পরিবর্তন। ঢাকার সাভারের এসেন্সর ফুটওয়্যার অ্যান্ড লেদার প্রোডাক্টস
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজার অর্ধেক ইসরায়েলের দখলে, নিজভূমে পরবাসী ফিলিস্তিনিরা

শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়ায় তেলের দামে ধস

ফিলিস্তিনিদের সংহতি জানিয়ে ইবিতে ছাত্র-জনতার বিক্ষোভ

ঈদযাত্রায় ১১ দিনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪৯ জন

দশম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ এ চট্টগ্রামের বাবর আলী

পহেলা বৈশাখে পান্তা-ইলিশ না খাওয়ার আহ্বান মৎস্য উপদেষ্টার

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী পেলেন প্রতিমন্ত্রীর মর্যাদা

নির্বাচনী আচরণবিধিমালার খসড়া প্রায় চূড়ান্ত: আনোয়ারুল ইসলাম

পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

আওয়ামী লীগের নেতার দোকানে মিলল ওএমএস’র চাল

গ্রীষ্মের সাজ পোশাক যেমন হবে

খালিদ মাহমুদের নামে অবৈধ সম্পদের মামলা

বিয়ের প্রলোভনে যৌনসম্পর্ক : আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

হোয়াটসঅ্যাপের ছবি-ভিডিও সেভ নিয়ে আসছে পরিবর্তন

চুয়াডাঙ্গার ভীমরুল্লায় বিয়াই-বিয়ানের বিয়ে

আন্দোলনকারীদের না পেটানো সেই পুলিশ সদস্য পাচ্ছেন রাষ্ট্রপতি পদক

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের অফার প্রত্যাখ্যান করলেন ইবি শিক্ষার্থী

ব্লাড গ্রুপ অনুযায়ী মুরগীর মাংস যেভাবে খাবেন

গাজায় ইসরায়েলি বর্বরতা: জেলায় জেলায় ফুঁসে উঠেছে জনতা

৪১তম বিসিএস থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকদের যোগদানের তারিখ প্রকাশ