ই-পেপার বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

আট দিন পর খুললো প্যাসিফিক জিন্সের আটটি কারখানা

আমার বার্তা অনলাইন:
২৩ অক্টোবর ২০২৫, ১৫:২৬

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিক অসন্তোষের জেরে আটদিন বন্ধ থাকার পর আবারও খুলেছে প্যাসিফিক জিন্স গ্রুপের আটটি কারখানা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে এসব কারখানার ৩৫ হাজার শ্রমিক কাজে যোগ দেন।

গ্রুপের ব্যবস্থাপনা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকেই প্রায় ৩৫ হাজার শ্রমিক ও চার হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী কাজে ফেরেন। এর ফলে দীর্ঘদিনের নীরবতা কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে ইপিজেড এলাকায়।

প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর হোসেন জানান, বর্তমান সার্বিক পরিস্থিতির উন্নতি হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে কাজের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি শ্রমিকদের শৃঙ্খলা, পেশাদারত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইপিজেড এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।

চট্টগ্রাম শিল্প-৩ পুলিশ সুপার বলেন, প্যাসিফিকের আটটি কারখানায় আজ সকাল থেকে শ্রমিকরা নির্বিঘ্নে কাজ শুরু করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী রুটিন অনুযায়ী দায়িত্ব পালন করছে।

তিনি বলেন, প্যাসিফিক জিন্স দেশের একটি বড় শিল্পপ্রতিষ্ঠান। এখানে অস্থিরতা দেখা দিলে তা শুধু ইপিজেড নয়, পুরো এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। এর সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জন, শিপমেন্ট, পোশাকশিল্পের ভাবমূর্তি ও কর্মসংস্থান- সবকিছুই জড়িত। তাই আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি দ্রুততম সময়ে কারখানা খুলে দেওয়ার।

গত ১৪ ও ১৫ অক্টোবর প্যাসিফিক জিন্স গ্রুপের বিভিন্ন কারখানায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। ১৬ অক্টোবর শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের সংঘর্ষের পর মালিকপক্ষ আটটি কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা করে। পরদিনও শ্রমিকরা বিক্ষোভ চালান।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- প্যাসিফিক জিন্স-১, প্যাসিফিক জিন্স-২, প্যাসিফিক অ্যাটায়ারস, প্যাসিফিক অ্যাক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যারস, ইউনিভার্সেল জিন্স, এইচটি ফ্যাশন ও জিন্স-২০০০।

কারখানা পুনরায় খোলার মাধ্যমে কর্মচাঞ্চল্যে ফিরেছে চট্টগ্রাম ইপিজেড এলাকা, স্বস্তি ফিরে এসেছে শ্রমিকদের মধ্যেও।

আমার বার্তা/এল/এমই

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ

আগামী বছর স্বল্পোন্নত দেশের কাতার থেকে বের হলে বিশ্ববাজারে বাংলাদেশের থাকবে না অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা।

বেনাপোলে রাজস্ব আয়: বাণিজ্যে ১৪ কোটি ও ভ্রমণে ১৬ লাখ টাকা

বেনাপোল বন্দর দিয়ে ভারতে ৩৫৬ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি-রফতানি বাণিজ্য হয়েছে। এ সময় দুই

মিরসরাই ইকোনমিক জোনের প্রবেশপথ নির্মাণে ব্যয় হবে ২০৯ কোটি টাকা

চট্টগ্রামের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (মিরসরাই অর্থনৈতিক অঞ্চল) প্রবেশপথ নির্মাণের জন্য ২০৮ কোটি ৯৯ লাখ

শেয়ারবাজারে ৩০০ কোটি টাকার ঘরে নামলো লেনদেন

লেনদেন খরা কাটছে না দেশের শেয়ারবাজারে। চার মাস পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিন (২০ অক্টোবর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিমতীর অধিগ্রহণ করলে যুক্তরাষ্ট্রের সব সহায়তা হারাবে ইসরায়েল

একক প্রার্থীর আসনে ‘না’ ভোটের বিধান থাকবে: আসিফ নজরুল

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: ফখরুল

শাহজালাল বিমানবন্দর অগ্নিকাণ্ডে বাড়বাড়ন্ত কল্পিত কিচ্ছা-কাহিনী

ধর্ষণের বিচার চেয়ে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন

দুদকের অভিযান: চসিকের ৪০ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ

হজের অর্থ পরিশোধে এজেন্সিগুলোর সৌদির পদ্ধতি না মানার অভিযোগ

বাংলাদেশে বিশ্বাসযোগ্য নির্বাচনে সব দলের অংশগ্রহণ অপরিহার্য

খাগড়াছড়িতে ৯ মাসে সাড়ে ১৯ কোটি টাকার চোরাচালান জব্দ, আটক ২৭

হ্যাকিং রোধে ব্যবহারকারীকেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে

উপদেষ্টা পরিদর্শনের পর পাল্টে গেছে ঢাকা-সিলেট মহাসড়কের চিত্র

স্ত্রী আছে জানাতে পেরে প্রেমিকের পুরুষাঙ্গ কেটে দিলেন বাংলাদেশি নারী

শপথ নিলেন চাকসু ও হল সংসদের নির্বাচিতরা

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় আহত বাকৃবি শিক্ষার্থীর মৃত্যু

আগারগাঁওয়ে দিবাগত রাতে ছুরিকাঘাতে যুবক খুন

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭১২

শ্রম আইন সংশোধন ও গণপ্রতিনিধিত্ব আদেশের চূড়ান্ত অনুমোদন

ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে ইসলামী ব্যাংক বা ইবনে সিনার কাউকে চায় না বিএনপি

রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ভেসে ওঠায় কাল থেকে উন্মুক্ত পর্যটন কেন্দ্র

রাঙ্গামাটিতে ১৮ ফুট লম্বা অজগর উদ্ধার করা হয়েছে